Ajker Patrika

সৃজিতের পরিচালনায় দেব, থাকছেন পরম-অনুপমও

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৩, ১২: ২৯
সৃজিতের পরিচালনায় দেব, থাকছেন পরম-অনুপমও

গত জুন মাসে দেব এন্টারটেইনমেন্টের ব্যানারে সৃজিতের পরিচালনার কথা শোনা গিয়েছিল। টালিউড অভিনেতা দেব ও পরিচালক সৃজিত জানিয়েছিলেন, তাঁরা একসঙ্গে সিনেমা করবেন। সৃজিত পরিচালিত থ্রিলারে দেব ও রুক্মিণী মৈত্র তো থাকছেনই, আনন্দবাজার জানিয়েছে, সঙ্গে যোগ দিচ্ছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও স্বস্তিকা মুখোপাধ্যায়। এর সংগীতের দায়িত্বে রয়েছেন অনুপম রায়।

সংবাদমাধ্যম জানিয়েছে, সিনেমাটির নাম হতে পারে ‘টেক্কা’, প্রযোজনায় থাকছে দেব এন্টারটেইনমেন্ট। আগামী বছরের জানুয়ারি মাস থেকে এর দৃশ্য ধারণের কাজ শুরু হওয়ার কথা। ২০২৪-এর পূজায় সিনেমাটি মুক্তি পেতে পারে।

দেব-সৃজিত। ছবি: সংগৃহীতসৃজিত বরাবরই তাঁর পছন্দের অভিনেতাদের সঙ্গে কাজ করেন। সেই জায়গা থেকে পরমব্রত ও স্বস্তিকা তাঁর অন্যতম পছন্দের অভিনেতা। পরমব্রতর সঙ্গে ছয়টি সিনেমা করেছেন সৃজিত, স্বস্তিকার সঙ্গে তিনটি।

দেব ও পরমব্রত আগে ‘পাসওয়ার্ড’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন। আর দেব ও রুক্মিণীর সঙ্গে এই প্রথমবার কাজ করবেন সৃজিত। ‘দশম অবতার’-এর সময়ে তিনি রুক্মিণীকে প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত