Ajker Patrika

নায়িকাদের জন্য গিনেস বুকে নাম লেখাবেন রুবেল

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ জুলাই ২০২১, ১৩: ৫২
নায়িকাদের জন্য গিনেস বুকে নাম লেখাবেন রুবেল

১৯৮৬ সালে শহীদুল ইসলাম খোকনের ‘লড়াকু’ দিয়ে সিনেমায় অভিনয় শুরু করেন চিত্রনায়ক রুবেল। ৩৫ বছরের অভিনয়জীবন তাঁর। এই দীর্ঘ যাত্রায় এখন পর্যন্ত ৯৭ জন নায়িকার নায়ক হয়েছেন তিনি। রুবেলের জানামতে, এত নায়িকার সঙ্গে অভিনয় করার উদাহরণ আর নেই। তাঁর ক্যারিয়ারে এটি অন্যতম একটা রেকর্ড।

তালিকায় আর মাত্র তিনজন নায়িকা যুক্ত হলেই সংখ্যাটি দাঁড়াবে ১০০-তে। চিত্রনায়ক রুবেলের ইচ্ছা, সেঞ্চুরি পূর্ণ হওয়ার পর গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে আবেদন করবেন তিনি। রুবেল বলছেন, ‘কোনো নায়ক ১০০ জন নায়িকার সঙ্গে কাজ করেছেন—এটা শুনিনি। কোনো রেকর্ডের স্বীকৃতির জন্য গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হয়। আবেদন করার পর তারা দেখবে, আদৌ আমি ১০০ জন নায়িকার সঙ্গে কাজ করেছি কি না। আর অন্য কেউ এর আগে এমন রেকর্ড করেছে কি না। আর মাত্র তিনজন নায়িকার সঙ্গে অভিনয়ের পরই আমি আবেদন করব।’

নায়ক রুবেলতবে কী উপায়ে গিনেস কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হয়, প্রক্রিয়াটি সম্পর্কে ভালোভাবে অবগত নন রুবেল। তিনি উপায় খুঁজছেন। বলছেন, ‘কেউ আমাকে এ ব্যাপারে সাহায্য করলে বিষয়টি সহজ হবে।’ তাঁর হাতে এখন চারটি সিনেমা আছে। সব কটির কাজই প্রায় শেষের দিকে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে সিনেমাগুলোর শুটিং শেষ করবেন। তারপর জোর দেবেন সহ-অভিনেত্রীর সংখ্যা ৯৭ থেকে ১০০ পূরণ করার দিকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

এক ছাতায় সব নাগরিক সেবা

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত