ইউটিউবে প্রকাশিত এক সাক্ষাৎকারে আরেফিন শুভকে ‘বেয়াদব’ বলে অভিহিত করেন বরেণ্য পরিচালক সোহানুর রহমান সোহান। তার জের ধরে চলচ্চিত্রপ্রেমীরা রীতিমতো তুলোধুনো করছে শুভকে।
বঙ্গবন্ধু বায়োপিক নিয়ে ব্যস্ত আরিফিন শুভর নজড় এড়ায়নি ভিডিওটি। তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথমেই এই বিষয়ে মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন। পরক্ষণে কথার জেরে তিনি বলেন,‘আমার ক্লিয়ার করারও কিছু নাই। উনি বয়োজ্যেষ্ঠ। উনি সম্মানিত ব্যক্তি। আমি ছোট মানুষ। আমি ওনার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি এবং মন থেকে দোয়া করি যে ওনার ভালো হোক।’
শুভ বলেন, ‘সাত-আট বছর আগের একটা কাজ ছিল। সেখানে কী হয়েছে আমি সেগুলো বলতে চাই না। উনি ভালো থাকুন। আর এটা নিয়ে লেখালেখি যত কম হয় তত ভালো। তাহলে কাদা ছোঁড়াছুঁড়ি হবে। আমি চাই না কাদা ছোঁড়াছুঁড়ি করতে।’
এই ঘটনায় স্তব্ধ বলেও জানান। শুভ বলেন ‘বড়দের সঙ্গে অসম্মান করে কথা বলার শিক্ষা আমাকে বাড়ি থেকে দেওয়া হয় নাই। উনি যা বলেছেন সেটা ওনার মন্তব্য। উনি বলতেই পারেন। আমার দিকের কথাগুলো আমি বলতে চাই না।’
উল্লেখ্য, আরিফিন শুভকে নিয়ে ‘জেদী’ নামে একটি সিনেমা নির্মাণ শুরু করেছিলেন পরিচালক সোহানুর রহমান সোহান। কিন্তু মাঝপথে সিনেমাটির কাজ বন্ধ হয়ে যায়। যার কারণ ছিল পরিচালকের অসুস্থতা।
সোহান সেই প্রসঙ্গ টেনে ভিডিওতে বলেছিলেন, ‘আমি শুভকে ফোন দেওয়ার পর বলল আমার নাকি শিডিউল শেষ হয়ে গেছে। বললাম, ‘আমি যে অসুস্থ ছিলাম তা তো তুমি জানতে’। কিন্তু শুভ জানাল আমি অসুস্থ, তাতে তার কী! তার এমন আচরণে আমি অনেক কষ্ট পেয়েছিলাম।’
ভিডিওতে শুভকে নিয়ে সোহান আরও বলেন, ‘চরম বেয়াদব ও চরম খারাপ একজনকে পেয়েছি এই ইন্ডাস্ট্রিতে। সে হলো আরিফিন শুভ। তার জন্য আমার একটি সিনেমা শেষ করতে পারিনি। কারণ আমি তখন অসুস্থ ছিলাম। তাই পাঁচদিন পর শুটিং বন্ধ করে দিয়েছি।’
সোহান বলেন, ‘আমি তার কোনো ক্ষতি করতে চাই না। কিন্তু সে যতদিন থাকবে ইন্ডাস্ট্রির ক্ষতি হবে। তার একটি সিনেমাও এখন পর্যন্ত ভালো ব্যবসা করতে পারেনি। আমিতো অবশ্যই আর তাকে নিয়ে কাজ করব না।’
ইউটিউবে প্রকাশিত এক সাক্ষাৎকারে আরেফিন শুভকে ‘বেয়াদব’ বলে অভিহিত করেন বরেণ্য পরিচালক সোহানুর রহমান সোহান। তার জের ধরে চলচ্চিত্রপ্রেমীরা রীতিমতো তুলোধুনো করছে শুভকে।
বঙ্গবন্ধু বায়োপিক নিয়ে ব্যস্ত আরিফিন শুভর নজড় এড়ায়নি ভিডিওটি। তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথমেই এই বিষয়ে মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন। পরক্ষণে কথার জেরে তিনি বলেন,‘আমার ক্লিয়ার করারও কিছু নাই। উনি বয়োজ্যেষ্ঠ। উনি সম্মানিত ব্যক্তি। আমি ছোট মানুষ। আমি ওনার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি এবং মন থেকে দোয়া করি যে ওনার ভালো হোক।’
শুভ বলেন, ‘সাত-আট বছর আগের একটা কাজ ছিল। সেখানে কী হয়েছে আমি সেগুলো বলতে চাই না। উনি ভালো থাকুন। আর এটা নিয়ে লেখালেখি যত কম হয় তত ভালো। তাহলে কাদা ছোঁড়াছুঁড়ি হবে। আমি চাই না কাদা ছোঁড়াছুঁড়ি করতে।’
এই ঘটনায় স্তব্ধ বলেও জানান। শুভ বলেন ‘বড়দের সঙ্গে অসম্মান করে কথা বলার শিক্ষা আমাকে বাড়ি থেকে দেওয়া হয় নাই। উনি যা বলেছেন সেটা ওনার মন্তব্য। উনি বলতেই পারেন। আমার দিকের কথাগুলো আমি বলতে চাই না।’
উল্লেখ্য, আরিফিন শুভকে নিয়ে ‘জেদী’ নামে একটি সিনেমা নির্মাণ শুরু করেছিলেন পরিচালক সোহানুর রহমান সোহান। কিন্তু মাঝপথে সিনেমাটির কাজ বন্ধ হয়ে যায়। যার কারণ ছিল পরিচালকের অসুস্থতা।
সোহান সেই প্রসঙ্গ টেনে ভিডিওতে বলেছিলেন, ‘আমি শুভকে ফোন দেওয়ার পর বলল আমার নাকি শিডিউল শেষ হয়ে গেছে। বললাম, ‘আমি যে অসুস্থ ছিলাম তা তো তুমি জানতে’। কিন্তু শুভ জানাল আমি অসুস্থ, তাতে তার কী! তার এমন আচরণে আমি অনেক কষ্ট পেয়েছিলাম।’
ভিডিওতে শুভকে নিয়ে সোহান আরও বলেন, ‘চরম বেয়াদব ও চরম খারাপ একজনকে পেয়েছি এই ইন্ডাস্ট্রিতে। সে হলো আরিফিন শুভ। তার জন্য আমার একটি সিনেমা শেষ করতে পারিনি। কারণ আমি তখন অসুস্থ ছিলাম। তাই পাঁচদিন পর শুটিং বন্ধ করে দিয়েছি।’
সোহান বলেন, ‘আমি তার কোনো ক্ষতি করতে চাই না। কিন্তু সে যতদিন থাকবে ইন্ডাস্ট্রির ক্ষতি হবে। তার একটি সিনেমাও এখন পর্যন্ত ভালো ব্যবসা করতে পারেনি। আমিতো অবশ্যই আর তাকে নিয়ে কাজ করব না।’
চোখের নিমেষে যেন কেটে গেল একটি বছর। মনে হচ্ছে, এই তো সেদিন আমরা দুই ভাই হাসতে হাসতে কী দারুণ আড্ডা দিলাম। হ্যাঁ, জুয়েল ভাই তো আমার নিজেরই ভাই। তাঁর সঙ্গে আমার প্রথম দেখা ১৯৯২ সালে, শাহবাগের আজিজ সুপার মার্কেটে। তাঁর অফিস ছিল সেখানে। ওখানেই তাঁর সঙ্গে আমার প্রথম আলাপ, পরিচয় ও সখ্য। একটা সময় নিয়মিত য
৩ ঘণ্টা আগেঈদের তিন আলোচিত সিনেমার ওটিটিতে মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। ৩১ জুলাই বিঞ্জে আসবে ‘এশা মার্ডার: কর্মফল’। আগামী ৭ আগস্ট মুক্তি পাবে ‘তাণ্ডব’ ও ‘উৎসব’।
১৩ ঘণ্টা আগে২৫০ পর্বের মাইলফলক স্পর্শ করছে বৈশাখী টেলিভিশনের দীর্ঘ ধারাবাহিক নাটক ‘হাবুর স্কলারশিপ’। আগামীকাল বুধবার (৩০ জুলাই) রাত ৮টা ৪০ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিকটির ২৫০তম পর্ব।
১৩ ঘণ্টা আগেএ পর্যন্ত সিনেমাটি বিশ্বজুড়ে আয় করেছে ২৬৫ দশমিক ৭১ কোটি রুপি। এরইমধ্যে শেষ হয়েছে সিতারে জমিন পারের প্রেক্ষাগৃহ পর্ব। এবার সিনেমাটি ইউটিউবে প্রকাশের দিনক্ষণ জানালেন আমির খান। আগামী ১ আগস্ট থেকে ইউটিউবে দেখা যাবে সিতারে জমিন পার। তবে বিনামূল্যে নয়।
১৫ ঘণ্টা আগে