Ajker Patrika

‘আমি কাদা ছোঁড়াছুঁড়ি চাই না’

‘আমি কাদা ছোঁড়াছুঁড়ি চাই না’

ইউটিউবে প্রকাশিত এক সাক্ষাৎকারে আরেফিন শুভকে ‘বেয়াদব’ বলে অভিহিত করেন বরেণ্য পরিচালক সোহানুর রহমান সোহান। তার জের ধরে চলচ্চিত্রপ্রেমীরা রীতিমতো তুলোধুনো করছে শুভকে।

বঙ্গবন্ধু বায়োপিক নিয়ে ব্যস্ত আরিফিন শুভর নজড় এড়ায়নি ভিডিওটি। তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথমেই এই বিষয়ে মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন। পরক্ষণে কথার জেরে তিনি বলেন,‘আমার ক্লিয়ার করারও কিছু নাই। উনি বয়োজ্যেষ্ঠ। উনি সম্মানিত ব্যক্তি। আমি ছোট মানুষ। আমি ওনার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি এবং মন থেকে দোয়া করি যে ওনার ভালো হোক।’

শুভ বলেন, ‘সাত-আট বছর আগের একটা কাজ ছিল। সেখানে কী হয়েছে আমি সেগুলো বলতে চাই না। উনি ভালো থাকুন। আর এটা নিয়ে লেখালেখি যত কম হয় তত ভালো। তাহলে কাদা ছোঁড়াছুঁড়ি হবে। আমি চাই না কাদা ছোঁড়াছুঁড়ি করতে।’

আরেফিন শুভ। ছবি: ইনস্টাগ্রামএই ঘটনায় স্তব্ধ বলেও জানান। শুভ বলেন ‘বড়দের সঙ্গে অসম্মান করে কথা বলার শিক্ষা আমাকে বাড়ি থেকে দেওয়া হয় নাই। উনি যা বলেছেন সেটা ওনার মন্তব্য। উনি বলতেই পারেন। আমার দিকের কথাগুলো আমি বলতে চাই না।’

উল্লেখ্য, আরিফিন শুভকে নিয়ে ‘জেদী’ নামে একটি সিনেমা নির্মাণ শুরু করেছিলেন পরিচালক সোহানুর রহমান সোহান। কিন্তু মাঝপথে সিনেমাটির কাজ বন্ধ হয়ে যায়। যার কারণ ছিল পরিচালকের অসুস্থতা।

সোহান সেই প্রসঙ্গ টেনে ভিডিওতে বলেছিলেন, ‘আমি শুভকে ফোন দেওয়ার পর বলল আমার নাকি শিডিউল শেষ হয়ে গেছে। বললাম, ‘আমি যে অসুস্থ ছিলাম তা তো তুমি জানতে’। কিন্তু শুভ জানাল আমি অসুস্থ, তাতে তার কী! তার এমন আচরণে আমি অনেক কষ্ট পেয়েছিলাম।’

বরেণ্য পরিচালক সোহানুর রহমান সোহান। ছবি: ফেসবুক পেজভিডিওতে শুভকে নিয়ে সোহান আরও বলেন, ‘চরম বেয়াদব ও চরম খারাপ একজনকে পেয়েছি এই ইন্ডাস্ট্রিতে। সে হলো আরিফিন শুভ। তার জন্য আমার একটি সিনেমা শেষ করতে পারিনি। কারণ আমি তখন অসুস্থ ছিলাম। তাই পাঁচদিন পর শুটিং বন্ধ করে দিয়েছি।’

সোহান বলেন, ‘আমি তার কোনো ক্ষতি করতে চাই না। কিন্তু সে যতদিন থাকবে ইন্ডাস্ট্রির ক্ষতি হবে। তার একটি সিনেমাও এখন পর্যন্ত ভালো ব্যবসা করতে পারেনি। আমিতো অবশ্যই আর তাকে নিয়ে কাজ করব না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত