Ajker Patrika

ছবিতে দেখুন জয়া আহসানের ‘সতেজ বিরতি’

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২২, ২৩: ০৪
ছবিতে দেখুন জয়া আহসানের ‘সতেজ বিরতি’

সিনেমা, শুটিং, ফটোশুট, প্রমোশন—কতক্ষণ আর ভালো লাগে! কিছুটা অবসর তো দরকার হয়। একটু নির্জনে বসে, নিজের মতো করে কাটাবার, ভাববার অবসর। জয়া আহসান তাই পরিবারকে নিয়ে একটা দিন কাটিয়ে এলেন জলের কাছে, গাছের কাছে, মাছের কাছে।

চারদিকে পানি। মাঝে একটা চিকন রাস্তা চলে গেছে ছোটমতো বাংলোর দিকে। ওখানে হেঁটে-বসে, বরই পেড়ে, পোষ্যদের সঙ্গে খেলা করে, পরিবারের সঙ্গে হাসি-আড্ডায় দারুণ দিন কাটল অভিনেত্রীর। ফেসবুকে এই ঘোরাঘুরির কিছু ছবি পোস্ট করে জয়া আহসান লিখলেন, ‘পরিবারের সঙ্গে কী দারুণ এক সতেজ বিরতি!’

 গাছপালা, প্রকৃতি বরাবরই জয়া আহসানের পছন্দের। এমন পরিবেশে গেলে সব ক্লান্তি ধুয়ে-মুছে সতেজ বোধ করেন তিনি।

 জয়া যেখানে ঘুরতে গেছেন, ধারণা করা হচ্ছে— সেটি একটি কৃষিখামার। হাতের কাছে থোকা থোকা টক বরই পেয়ে সেলফি নিতে ভুললেন না অভিনেত্রী।

এই বিস্তৃত জলাধারের পাশে কিছুক্ষণ বসলে আপনারও মনে হতে পারে— ‘যাই, একটু ভেসে আসি!’

যে সময়টা কেবলই নিজের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত