গত শনিবার মধ্যরাতে এক ক্রুজ পার্টি থেকে আটক হয়েছেন বলিউড বাদশা শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। এ ঘটনার পর নড়েচড়ে বসেছে পুরো ইন্ডাস্ট্রি। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে এর আগে এমন জটিলতার মুখোমুখি হননি শাহরুখ। ইন্ডাস্ট্রিতে সবসময় স্বচ্ছ ভাবমূর্তি নিয়েই চলেন তিনি।
শেষ খবর পাওয়া পর্যন্ত, আজ সোমবার জামিনের জন্য আদালতে তোলা হলেও জামিন হয়নি আরিয়ান খানের। ৭ অক্টোবর পর্যন্ত নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর হেফাজতে থাকতে হবে তাঁকে। আরিয়ানের দুই সঙ্গী আরবাজ শেঠ মারচেন্ট ও মুনমুন ধামেচার ক্ষেত্রেও একই নির্দেশ দিয়েছে মুম্বাইয়ের এসপ্ল্যানেড কোর্ট।
এ ঘটনার রেশ আছড়ে পড়েছে টালিউড ইন্ডাস্ট্রিতেও। কলকাতার বাংলা ছবির বিখ্যাত প্রযোজক রানা সরকার দাবি করলেন, টালিউডেও অনেকে মাদকের নেশায় আসক্ত।
জোর গুঞ্জন, বলিউডের মতো রমরমা না হলেও মাদক সেবনে কম যায় না টালিউড। গাঁজা তো চলেই। মাঝে মধ্যেই নাকি এলএসডি, কোকেনের মতো মাদকও নেওয়া হয়। আর সেই গুজবে সত্যির সিলমোহর দিলেন প্রযোজক রানা সরকার। আরিয়ানের গ্রেফতারির পরেই ফেসবুকে একটি পোস্ট করেন রানা।
পোস্টে তিনি লিখেছেন, ‘কলকাতায় যেসব সেলিব্রিটিরা নেশার সঙ্গে জড়িত এখনই এসব ছেড়ে দিন। মেগা সিরিয়ালের ফ্লোরে, ফিল্মের মেকআপ রুমে, ফটোশুটে, পাবলিক প্লেসে, সেলেব্রিটিরা বেপরোয়াভাবে নেশা করছে শোনা যাচ্ছে। ডিরেক্টর, প্রডিউসার, চ্যানেল অনেকক্ষেত্রেই প্রশ্রয় দিচ্ছেন। যে কোনো সময় ধরা পড়ে যাবেন। পরিবারের কথা ভাবুন, সমাজের কথা ভাবুন, ক্যারিয়ারের কথা ভাবুন।’
গত শনিবার মধ্যরাতে এক ক্রুজ পার্টি থেকে আটক হয়েছেন বলিউড বাদশা শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। এ ঘটনার পর নড়েচড়ে বসেছে পুরো ইন্ডাস্ট্রি। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে এর আগে এমন জটিলতার মুখোমুখি হননি শাহরুখ। ইন্ডাস্ট্রিতে সবসময় স্বচ্ছ ভাবমূর্তি নিয়েই চলেন তিনি।
শেষ খবর পাওয়া পর্যন্ত, আজ সোমবার জামিনের জন্য আদালতে তোলা হলেও জামিন হয়নি আরিয়ান খানের। ৭ অক্টোবর পর্যন্ত নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর হেফাজতে থাকতে হবে তাঁকে। আরিয়ানের দুই সঙ্গী আরবাজ শেঠ মারচেন্ট ও মুনমুন ধামেচার ক্ষেত্রেও একই নির্দেশ দিয়েছে মুম্বাইয়ের এসপ্ল্যানেড কোর্ট।
এ ঘটনার রেশ আছড়ে পড়েছে টালিউড ইন্ডাস্ট্রিতেও। কলকাতার বাংলা ছবির বিখ্যাত প্রযোজক রানা সরকার দাবি করলেন, টালিউডেও অনেকে মাদকের নেশায় আসক্ত।
জোর গুঞ্জন, বলিউডের মতো রমরমা না হলেও মাদক সেবনে কম যায় না টালিউড। গাঁজা তো চলেই। মাঝে মধ্যেই নাকি এলএসডি, কোকেনের মতো মাদকও নেওয়া হয়। আর সেই গুজবে সত্যির সিলমোহর দিলেন প্রযোজক রানা সরকার। আরিয়ানের গ্রেফতারির পরেই ফেসবুকে একটি পোস্ট করেন রানা।
পোস্টে তিনি লিখেছেন, ‘কলকাতায় যেসব সেলিব্রিটিরা নেশার সঙ্গে জড়িত এখনই এসব ছেড়ে দিন। মেগা সিরিয়ালের ফ্লোরে, ফিল্মের মেকআপ রুমে, ফটোশুটে, পাবলিক প্লেসে, সেলেব্রিটিরা বেপরোয়াভাবে নেশা করছে শোনা যাচ্ছে। ডিরেক্টর, প্রডিউসার, চ্যানেল অনেকক্ষেত্রেই প্রশ্রয় দিচ্ছেন। যে কোনো সময় ধরা পড়ে যাবেন। পরিবারের কথা ভাবুন, সমাজের কথা ভাবুন, ক্যারিয়ারের কথা ভাবুন।’
বরবাদ দিয়ে নতুন রেকর্ড গড়েছেন শাকিব খান। দেশের পাশাপাশি বিদেশেও ভালো সাড়া ফেলেছে মেহেদি হাসান হৃদয় পরিচালিত সিনেমাটি। তবে শাকিব এবার আরও বড় স্বপ্ন দেখছেন। এবার তাঁর স্বপ্ন ১০০ কোটির। বলিউডের মতো তাঁর সিনেমাও ভবিষ্যতে শতকোটির ক্লাবে নাম লেখাবে, আশা শাকিবের।
২ ঘণ্টা আগেগত সোমবার হঠাৎ ছড়িয়ে পড়ে গুজব—ববিতা অসুস্থ! ফরিদা আক্তার ববিতা নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয় হাতে ক্যানুলা লাগানো একটি ছবি। সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে সে খবর। তবে ববিতা গণমাধ্যমকে জানালেন, তিনি সুস্থ আছেন। অসুস্থতার ভুয়া খবর ছড়ানোয় বিব্রত অভিনেত্রী।
২ ঘণ্টা আগেখ্যাতিমান কথাসাহিত্যিক শহীদুল জহিরের ছোটগল্পের অনুপ্রেরণায় তৈরি হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দাঁড়কাক’। বানিয়েছেন জায়েদ সিদ্দিকী। তোরাব শেখ নামের একজন বয়স্ক মানুষকে নিয়ে এ সিনেমার গল্প। তার উপার্জন নেই, ফলে এই সংসারে নিজেকে অপ্রয়োজনীয় বোধ করে সে। তার অজান্তে মেয়ের বিয়ে দেওয়ায় সে ক্ষুব্ধ হয়।
১৪ ঘণ্টা আগেমুহাম্মদ ইমরান হোসেনের ‘অন্তরালে প্রেম’ নাটকে প্রথম একসঙ্গে অভিনয় করেছিলেন তানিয়া বৃষ্টি ও পার্থ শেখ। আগামী কোরবানির ঈদের জন্য আবার তাঁরা একসঙ্গে অভিনয় করলেন। নাটকের নাম ‘এই শহরে মেঘেরা একা’। মেহরাব জাহিদের রচনায় নাটকটি পরিচালনা করছেন সোহেল রানা ইমন। গত রোব ও সোমবার রাজধানীর উত্তরার দোলনচাঁপা শুটিং
১৪ ঘণ্টা আগে