Ajker Patrika

মাদকে ডুবে টালিউড, সতর্ক করলেন প্রযোজক

বিনোদন ডেস্ক
Thumbnail image

গত শনিবার মধ্যরাতে এক ক্রুজ পার্টি থেকে আটক হয়েছেন বলিউড বাদশা শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। এ ঘটনার পর নড়েচড়ে বসেছে পুরো ইন্ডাস্ট্রি। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে এর আগে এমন জটিলতার মুখোমুখি হননি শাহরুখ। ইন্ডাস্ট্রিতে সবসময় স্বচ্ছ ভাবমূর্তি নিয়েই চলেন তিনি।

শেষ খবর পাওয়া পর্যন্ত, আজ সোমবার জামিনের জন্য আদালতে তোলা হলেও জামিন হয়নি আরিয়ান খানের। ৭ অক্টোবর পর্যন্ত নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর হেফাজতে থাকতে হবে তাঁকে। আরিয়ানের দুই সঙ্গী আরবাজ শেঠ মারচেন্ট ও মুনমুন ধামেচার ক্ষেত্রেও একই নির্দেশ দিয়েছে মুম্বাইয়ের এসপ্ল্যানেড কোর্ট।

এ ঘটনার রেশ আছড়ে পড়েছে টালিউড ইন্ডাস্ট্রিতেও। কলকাতার বাংলা ছবির বিখ্যাত প্রযোজক রানা সরকার দাবি করলেন, টালিউডেও অনেকে মাদকের নেশায় আসক্ত।

জোর গুঞ্জন, বলিউডের মতো রমরমা না হলেও মাদক সেবনে কম যায় না টালিউড। গাঁজা তো চলেই। মাঝে মধ্যেই নাকি এলএসডি, কোকেনের মতো মাদকও নেওয়া হয়। আর সেই গুজবে সত্যির সিলমোহর দিলেন প্রযোজক রানা সরকার। আরিয়ানের গ্রেফতারির পরেই ফেসবুকে একটি পোস্ট করেন রানা।

Captureপোস্টে তিনি লিখেছেন, ‘কলকাতায় যেসব সেলিব্রিটিরা নেশার সঙ্গে জড়িত এখনই এসব ছেড়ে দিন। মেগা সিরিয়ালের ফ্লোরে, ফিল্মের মেকআপ রুমে, ফটোশুটে, পাবলিক প্লেসে, সেলেব্রিটিরা বেপরোয়াভাবে নেশা করছে শোনা যাচ্ছে। ডিরেক্টর, প্রডিউসার, চ্যানেল অনেকক্ষেত্রেই প্রশ্রয় দিচ্ছেন। যে কোনো সময় ধরা পড়ে যাবেন। পরিবারের কথা ভাবুন, সমাজের কথা ভাবুন, ক্যারিয়ারের কথা ভাবুন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত