বিনোদন প্রতিবেদক, ঢাকা
গত শনিবার (৪ নভেম্বর) সকালে গানবাংলা টেলিভিশনের চেয়ারপারসন ফারজানা মুন্নীর একটি ফেসবুক পোস্টের স্ক্রিনশটে দাবি করা হয়, চিত্রনায়িকা শবনম বুবলী ও গানবাংলা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের প্রেম চলছে। স্ট্যাটাসটি ছড়িয়ে পড়ার পর থেকেই শুরু হয় নানা আলোচনা।
সেদিন দুপুরের পর মুন্নীর আইডি থেকে আরও একটি স্ট্যাটাস দেওয়া হয়।সেখানে মুন্নী জানান, তাঁর আইডি কিছুক্ষণের জন্য হ্যাক হয়েছিল। অল্প সময়ের মধ্যেই সেটি ফেরত পেয়েছেন তিনি। পরে অবশ্য পরদিনই তাপসের প্রযোজনা প্রতিষ্ঠান টিএম ফিল্মসের নতুন সিনেমা ‘খেলা হবে’-এর নায়িকা হিসেবে বুবলীর ফার্স্ট লুক প্রকাশ করা হয়। অনেকের ধারণা ছিল, ছবিটির প্রচারণার কারণেই এমন কাণ্ড ঘটিয়েছেন তাঁরা।
কিন্তু এর এক সপ্তাহ পার হতে না হতেই গতকাল শুক্রবার রাতে নতুন ঘটনা নিয়ে আলোচনা চলছে। ‘তাপস-বুবলীর প্রেম’ নিয়ে কথোপকথনের একটি অডিও রেকর্ড ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। তাতে মুন্নীর কণ্ঠ পাওয়া গেলেও অপর প্রান্তে কে ছিল তা স্পষ্ট নয়। তবে কথোপকথনের মধ্যে মুন্নী বারবার ‘অপু’ ‘অপু’ বলে সম্বোধন করছিলেন। ১৩ মিনিটের ওই অডিওতে অপুর কোনো কথা শোনা যায়নি।
ভাইরাল হওয়া অডিওটির বিষয়ে জানতে মুন্নীর ব্যক্তিগত মোবাইল ফোনে কল করা হলেও তিনি ফোন ধরেননি। এমনকি হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেও সাড়া মেলেনি। বিষয়টি নিয়ে কথা বলতে চেষ্টা করেও অপু বিশ্বাসকে পাওয়া যায়নি। তাই অডিওটির সত্যতা যাচাই করা যায়নি।ফাঁস হওয়া অডিও রেকর্ডে মুন্নীর কণ্ঠে বুবলীর প্রসঙ্গ বারবার উচ্চারিত হয়। অডিওটি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বুবলী।
এই অডিও ভাইরাল হওয়ার ঘটনাটিকে ‘পরিকল্পিত’ ও ‘মিথ্যা প্রোপাগান্ডা’ হিসেবে বর্ণনা করেছেন বুবলী। আজকের পত্রিকাকে পাঠানো বিবৃতিতে তিনি বলেছেন, ‘আমাকে নিয়ে যদি কারও এত সমস্যা থাকে তাহলে অফিশিয়ালি কথা বলুক, প্রমাণসহ কথা বলুক, তখন আমিও আমার কাজের সমস্ত প্রমাণসহ ডেট নিয়ে অফিশিয়ালি কথা বলব সংবাদ সম্মেলন করে এবং আইনানুগ ব্যবস্থা নেব। এত লুকোচুরি করছে কেন?’
তিনি আরও বলেন, ‘একবার জানানো হচ্ছে আইডি হ্যাক করা হয়েছে, আরেকবার সেই আইডি স্ট্যাটাস ডিলিট করা হয়েছে, আবার কিসের কী লিক নামক অডিও ফাঁস বলা হচ্ছে, সেই অডিও আবার একজনের কথা দিয়ে একতরফা এডিট করা, অপর পাশে কারা কী কথা বলছে কিংবা কারও দ্বারা ম্যানিপুলেট করা কি না তা-ও বোঝা যাচ্ছে না। কোনো কনভারসেশনে শুধু একজনের কথা যেখানে রাখা হয়, সেখানে কী উদ্দেশ্য থাকে? আপনারাই বলুন।’
ঘটনাটি পরিকল্পিত দাবি করে বুবলী সবশেষে বলেন, ‘এমনকি অডিওতে মিম, পরী, মাহি কারও সঙ্গে কথা হলো না, শুধু অপু বিশ্বাসের সঙ্গেই কথা হলো, ব্যাপারগুলো এত পরিকল্পিত যে আমার বুঝতে বাকি নেই, কী নোংরামো হচ্ছে। আমার সন্তান শেহজাদকে সামনে আনার পর থেকে আমার সঙ্গে যা যা হচ্ছে সব আর্কাইভে আপনাদের দেখার অনুরোধ থাকল। আমি শুধু অফিশিয়াল স্টেটমেন্টের জন্য অপেক্ষা করছি। তখন এই সমস্ত সবকিছুর উত্তর দেব প্রমাণসহ। যারা এসব মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করে, প্রত্যেকবার তাদের প্রত্যেককে আমি চিহ্নিত করছি।’
আরও পড়ুন:
গত শনিবার (৪ নভেম্বর) সকালে গানবাংলা টেলিভিশনের চেয়ারপারসন ফারজানা মুন্নীর একটি ফেসবুক পোস্টের স্ক্রিনশটে দাবি করা হয়, চিত্রনায়িকা শবনম বুবলী ও গানবাংলা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের প্রেম চলছে। স্ট্যাটাসটি ছড়িয়ে পড়ার পর থেকেই শুরু হয় নানা আলোচনা।
সেদিন দুপুরের পর মুন্নীর আইডি থেকে আরও একটি স্ট্যাটাস দেওয়া হয়।সেখানে মুন্নী জানান, তাঁর আইডি কিছুক্ষণের জন্য হ্যাক হয়েছিল। অল্প সময়ের মধ্যেই সেটি ফেরত পেয়েছেন তিনি। পরে অবশ্য পরদিনই তাপসের প্রযোজনা প্রতিষ্ঠান টিএম ফিল্মসের নতুন সিনেমা ‘খেলা হবে’-এর নায়িকা হিসেবে বুবলীর ফার্স্ট লুক প্রকাশ করা হয়। অনেকের ধারণা ছিল, ছবিটির প্রচারণার কারণেই এমন কাণ্ড ঘটিয়েছেন তাঁরা।
কিন্তু এর এক সপ্তাহ পার হতে না হতেই গতকাল শুক্রবার রাতে নতুন ঘটনা নিয়ে আলোচনা চলছে। ‘তাপস-বুবলীর প্রেম’ নিয়ে কথোপকথনের একটি অডিও রেকর্ড ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। তাতে মুন্নীর কণ্ঠ পাওয়া গেলেও অপর প্রান্তে কে ছিল তা স্পষ্ট নয়। তবে কথোপকথনের মধ্যে মুন্নী বারবার ‘অপু’ ‘অপু’ বলে সম্বোধন করছিলেন। ১৩ মিনিটের ওই অডিওতে অপুর কোনো কথা শোনা যায়নি।
ভাইরাল হওয়া অডিওটির বিষয়ে জানতে মুন্নীর ব্যক্তিগত মোবাইল ফোনে কল করা হলেও তিনি ফোন ধরেননি। এমনকি হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেও সাড়া মেলেনি। বিষয়টি নিয়ে কথা বলতে চেষ্টা করেও অপু বিশ্বাসকে পাওয়া যায়নি। তাই অডিওটির সত্যতা যাচাই করা যায়নি।ফাঁস হওয়া অডিও রেকর্ডে মুন্নীর কণ্ঠে বুবলীর প্রসঙ্গ বারবার উচ্চারিত হয়। অডিওটি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বুবলী।
এই অডিও ভাইরাল হওয়ার ঘটনাটিকে ‘পরিকল্পিত’ ও ‘মিথ্যা প্রোপাগান্ডা’ হিসেবে বর্ণনা করেছেন বুবলী। আজকের পত্রিকাকে পাঠানো বিবৃতিতে তিনি বলেছেন, ‘আমাকে নিয়ে যদি কারও এত সমস্যা থাকে তাহলে অফিশিয়ালি কথা বলুক, প্রমাণসহ কথা বলুক, তখন আমিও আমার কাজের সমস্ত প্রমাণসহ ডেট নিয়ে অফিশিয়ালি কথা বলব সংবাদ সম্মেলন করে এবং আইনানুগ ব্যবস্থা নেব। এত লুকোচুরি করছে কেন?’
তিনি আরও বলেন, ‘একবার জানানো হচ্ছে আইডি হ্যাক করা হয়েছে, আরেকবার সেই আইডি স্ট্যাটাস ডিলিট করা হয়েছে, আবার কিসের কী লিক নামক অডিও ফাঁস বলা হচ্ছে, সেই অডিও আবার একজনের কথা দিয়ে একতরফা এডিট করা, অপর পাশে কারা কী কথা বলছে কিংবা কারও দ্বারা ম্যানিপুলেট করা কি না তা-ও বোঝা যাচ্ছে না। কোনো কনভারসেশনে শুধু একজনের কথা যেখানে রাখা হয়, সেখানে কী উদ্দেশ্য থাকে? আপনারাই বলুন।’
ঘটনাটি পরিকল্পিত দাবি করে বুবলী সবশেষে বলেন, ‘এমনকি অডিওতে মিম, পরী, মাহি কারও সঙ্গে কথা হলো না, শুধু অপু বিশ্বাসের সঙ্গেই কথা হলো, ব্যাপারগুলো এত পরিকল্পিত যে আমার বুঝতে বাকি নেই, কী নোংরামো হচ্ছে। আমার সন্তান শেহজাদকে সামনে আনার পর থেকে আমার সঙ্গে যা যা হচ্ছে সব আর্কাইভে আপনাদের দেখার অনুরোধ থাকল। আমি শুধু অফিশিয়াল স্টেটমেন্টের জন্য অপেক্ষা করছি। তখন এই সমস্ত সবকিছুর উত্তর দেব প্রমাণসহ। যারা এসব মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করে, প্রত্যেকবার তাদের প্রত্যেককে আমি চিহ্নিত করছি।’
আরও পড়ুন:
সিনেমা অনবদ্য অভিনয়, নির্মাণ, প্রযোজনার পাশাপাশি ব্যক্তিগত জীবন ও সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে অন্যরকম জনপ্রিয়তা রয়েছে মিস্টার পারফেকশনিস্ট খ্যাত বলিউড তারকা আমীর খান। প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গে এখনো বন্ধুত্বপূর্ণ ও শ্রদ্ধাশীল সম্পর্ক রয়েছে তাঁর। সম্প্রতি তাঁর মায়ের জন্মদিনে অন্য স্বজন...
২ ঘণ্টা আগেআজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। নতুন বইয়ের গন্ধে বইপ্রেমীরা মেতে উঠবে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে। প্রতিবছরই মেলায় খ্যাতিমান লেখকদের বই যেমন প্রকাশিত হয়, তেমনি তরুণ লেখকদের বইও আসে। পাশাপাশি শোবিজ তারকারাও উপহার দেন তাঁদের লেখা বই। সেই ধারাবাহিকতায় এ বছরও আসছে বেশ কজন তারকার নতুন..
২ ঘণ্টা আগেঅভিনেতা হিসেবে তিনি যে দুর্দান্ত, তা বলা বাহুল্য। বলিউডে দুই যুগের বেশি সময় ধরে রাজত্ব করছেন তিনি। সেই বোমান ইরানি এবার দাঁড়ালেন ক্যামেরার পেছনে। প্রথমবারের মতো হাজির হলেন পরিচালক হিসেবে। বানিয়েছেন ‘দ্য মেহতা বয়েজ’। ৭ ফেব্রুয়ারি আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে সিনেমাটি। সম্প্রতি প্রকাশ পেয়েছে...
৩ ঘণ্টা আগেনব্বইয়ের দশকে ঢাকার মঞ্চের কয়েকজন তরুণ নাট্যপ্রেমী গড়ে তোলেন ‘প্রাচ্যনাট’ নামের নতুন নাট্যদল। নামটি দিয়েছিলেন প্রখ্যাত নাট্যকার ও গবেষক সেলিম আল দীন। ১৯৯৭ সালের ২১ ফেব্রুয়ারি দলটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সেই থেকে দলটি যেমন নতুন নতুন নাটক উপহার দিয়েছে, তেমনি নাট্যকর্মী সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ...
৩ ঘণ্টা আগে