Ajker Patrika

‘মুন্নী-অপুর’ ভাইরাল অডিও নিয়ে যা বললেন বুবলী 

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ নভেম্বর ২০২৩, ২০: ২১
Thumbnail image

গত শনিবার (৪ নভেম্বর) সকালে গানবাংলা টেলিভিশনের চেয়ারপারসন ফারজানা মুন্নীর একটি ফেসবুক পোস্টের স্ক্রিনশটে দাবি করা হয়, চিত্রনায়িকা শবনম বুবলী ও গানবাংলা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের প্রেম চলছে। স্ট্যাটাসটি ছড়িয়ে পড়ার পর থেকেই শুরু হয় নানা আলোচনা।

সেদিন দুপুরের পর মুন্নীর আইডি থেকে আরও একটি স্ট্যাটাস দেওয়া হয়।সেখানে মুন্নী জানান, তাঁর আইডি কিছুক্ষণের জন্য হ্যাক হয়েছিল। অল্প সময়ের মধ্যেই সেটি ফেরত পেয়েছেন তিনি। পরে অবশ্য পরদিনই তাপসের প্রযোজনা প্রতিষ্ঠান টিএম ফিল্মসের নতুন সিনেমা ‘খেলা হবে’-এর নায়িকা হিসেবে বুবলীর ফার্স্ট লুক প্রকাশ করা হয়। অনেকের ধারণা ছিল, ছবিটির প্রচারণার কারণেই এমন কাণ্ড ঘটিয়েছেন তাঁরা।

কিন্তু এর এক সপ্তাহ পার হতে না হতেই গতকাল শুক্রবার রাতে নতুন ঘটনা নিয়ে আলোচনা চলছে। ‘তাপস-বুবলীর প্রেম’ নিয়ে কথোপকথনের একটি অডিও রেকর্ড ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। তাতে মুন্নীর কণ্ঠ পাওয়া গেলেও অপর প্রান্তে কে ছিল তা স্পষ্ট নয়। তবে কথোপকথনের মধ্যে মুন্নী বারবার ‘অপু’ ‘অপু’ বলে সম্বোধন করছিলেন। ১৩ মিনিটের ওই অডিওতে অপুর কোনো কথা শোনা যায়নি।

ভাইরাল হওয়া অডিওটির বিষয়ে জানতে মুন্নীর ব্যক্তিগত মোবাইল ফোনে কল করা হলেও তিনি ফোন ধরেননি। এমনকি হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেও সাড়া মেলেনি। বিষয়টি নিয়ে কথা বলতে চেষ্টা করেও অপু বিশ্বাসকে পাওয়া যায়নি। তাই অডিওটির সত্যতা যাচাই করা যায়নি।ফাঁস হওয়া অডিও রেকর্ডে মুন্নীর কণ্ঠে বুবলীর প্রসঙ্গ বারবার উচ্চারিত হয়। অডিওটি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বুবলী। 

তাপস–মুন্নীএই অডিও ভাইরাল হওয়ার ঘটনাটিকে ‘পরিকল্পিত’ ও ‘মিথ্যা প্রোপাগান্ডা’ হিসেবে বর্ণনা করেছেন বুবলী। আজকের পত্রিকাকে পাঠানো বিবৃতিতে তিনি বলেছেন, ‘আমাকে নিয়ে যদি কারও এত সমস্যা থাকে তাহলে অফিশিয়ালি কথা বলুক, প্রমাণসহ কথা বলুক, তখন আমিও আমার কাজের সমস্ত প্রমাণসহ ডেট নিয়ে অফিশিয়ালি কথা বলব সংবাদ সম্মেলন করে এবং আইনানুগ ব্যবস্থা নেব। এত লুকোচুরি করছে কেন?’

তিনি আরও বলেন, ‘একবার জানানো হচ্ছে আইডি হ্যাক করা হয়েছে, আরেকবার সেই আইডি স্ট্যাটাস ডিলিট করা হয়েছে, আবার কিসের কী লিক নামক অডিও ফাঁস বলা হচ্ছে, সেই অডিও আবার একজনের কথা দিয়ে একতরফা এডিট করা, অপর পাশে কারা কী কথা বলছে কিংবা কারও দ্বারা ম্যানিপুলেট করা কি না তা-ও বোঝা যাচ্ছে না। কোনো কনভারসেশনে শুধু একজনের কথা যেখানে রাখা হয়, সেখানে কী উদ্দেশ্য থাকে? আপনারাই বলুন।’

চিত্রনায়িকা শবনম বুবলীঘটনাটি পরিকল্পিত দাবি করে বুবলী সবশেষে বলেন, ‘এমনকি অডিওতে মিম, পরী, মাহি কারও সঙ্গে কথা হলো না, শুধু অপু বিশ্বাসের সঙ্গেই কথা হলো, ব্যাপারগুলো এত পরিকল্পিত যে আমার বুঝতে বাকি নেই, কী নোংরামো হচ্ছে। আমার সন্তান শেহজাদকে সামনে আনার পর থেকে আমার সঙ্গে যা যা হচ্ছে সব আর্কাইভে আপনাদের দেখার অনুরোধ থাকল। আমি শুধু অফিশিয়াল স্টেটমেন্টের জন্য অপেক্ষা করছি। তখন এই সমস্ত সবকিছুর উত্তর দেব প্রমাণসহ। যারা এসব মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করে, প্রত্যেকবার তাদের প্রত্যেককে আমি চিহ্নিত করছি।’

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত