বিরতি কাটিয়ে শুটিংয়ে ফিরছেন চিত্রনায়িকা পরীমণি। রায়হান রাফির পরিচালনায় একটি ওয়েব সিনেমার শুটিংয়ে ক্যামেরার সামনে দাঁড়াবেন তিনি। নাম ‘মায়া’। এ মাসেই শুরু হবে সিনেমাটির শুটিং। এখন চলছে রিহার্সাল। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন নির্মাতা রাফি।
নতুন সিনেমা নিয়ে রায়হান রাফি বলেন, ‘আমি যে রকম গল্প নিয়ে কাজ করতে পছন্দ করি, মায়া সিনেমাটিও তেমন। পরিবার এবং সম্পর্কের গল্প। সিনেমাটি দেখার পর দর্শক এক মায়ায় জড়িয়ে যাবেন। এটা মূলত নারীপ্রধান গল্প। তাই চেয়েছিলাম শক্তিমান কোনো অভিনয়শিল্পীকে নিয়ে কাজটি করতে। গল্পটা যখন লিখছিলাম তখনই পরীর কথা মাথায় এসেছে। একদিন পরীকে গল্পটা শোনালাম। তাঁর খুব ভালো লাগল। এর পর থেকে গল্পের মধ্যেই থাকার চেষ্টা করছে সে। আশা করছি, দর্শককে আরও একটি ভালো সিনেমা উপহার দিতে পারব।’
এর আগে রাফির ‘অক্সিজেন’ নামের স্বল্পদৈর্ঘ্য সিনেমায় অভিনয় করার কথা ছিল পরীমণির। শেষ পর্যন্ত করা হয়নি কাজটি। পরে সেই সিনেমায় অভিনয় করেছিলেন মাহিয়া মাহি। অবশেষে মায়া দিয়ে রাফির নির্দেশনায় কাজ শুরু করছেন পরী। তবে, তাঁর বিপরীতে কে থাকছেন তা নিশ্চিত করেননি রাফি। বলেছেন, ‘কয়েকজনের সঙ্গে কথাবার্তা চলছে, চূড়ান্ত হলেই জানাব। তাই বলে থেমে নেই আমরা। ১০ দিন ধরে চলছে রিহার্সাল। সেখানে নিয়মিত অংশ নিচ্ছেন পরী। ক্যামেরার সামনে দাঁড়ানোর আগে নিজেকে পুরোপুরি প্রস্তুত করে নিচ্ছেন তিনি।’
আমি যে রকম গল্প নিয়ে কাজ করতে পছন্দ করি, মায়া সিনেমাটিও তেমন। পরিবার এবং সম্পর্কের গল্প। সিনেমাটি দেখার পর দর্শক এক মায়ায় জড়িয়ে যাবে।
—রায়হান রাফি, নির্মাতা
নির্মাতা জানিয়েছেন, ২৩ সেপ্টেম্বর থেকে ঢাকায় শুরু হবে মায়া সিনেমার শুটিং। টানা শুটিং করে শেষ করতে চান দৃশ্যধারণের কাজ। ওয়েবফিল্মটি নির্মাণ করা হচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জের জন্য।
দীর্ঘদিন নতুন কোনো কাজ শুরু না করলেও বড় পর্দা ও ওটিটিতে নিয়মিত দেখা গেছে পরীমণিকে। সবশেষ ৭ সেপ্টেম্বর বঙ্গ বিডিতে মুক্তি পেয়েছে পরীমণি অভিনীত ওয়েবফিল্ম ‘পাফ ড্যাডি’। এতে পরীর সঙ্গে আরও রয়েছেন আজাদ আবুল কালাম, আব্দুন নূর সজল প্রমুখ।
বিরতি কাটিয়ে শুটিংয়ে ফিরছেন চিত্রনায়িকা পরীমণি। রায়হান রাফির পরিচালনায় একটি ওয়েব সিনেমার শুটিংয়ে ক্যামেরার সামনে দাঁড়াবেন তিনি। নাম ‘মায়া’। এ মাসেই শুরু হবে সিনেমাটির শুটিং। এখন চলছে রিহার্সাল। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন নির্মাতা রাফি।
নতুন সিনেমা নিয়ে রায়হান রাফি বলেন, ‘আমি যে রকম গল্প নিয়ে কাজ করতে পছন্দ করি, মায়া সিনেমাটিও তেমন। পরিবার এবং সম্পর্কের গল্প। সিনেমাটি দেখার পর দর্শক এক মায়ায় জড়িয়ে যাবেন। এটা মূলত নারীপ্রধান গল্প। তাই চেয়েছিলাম শক্তিমান কোনো অভিনয়শিল্পীকে নিয়ে কাজটি করতে। গল্পটা যখন লিখছিলাম তখনই পরীর কথা মাথায় এসেছে। একদিন পরীকে গল্পটা শোনালাম। তাঁর খুব ভালো লাগল। এর পর থেকে গল্পের মধ্যেই থাকার চেষ্টা করছে সে। আশা করছি, দর্শককে আরও একটি ভালো সিনেমা উপহার দিতে পারব।’
এর আগে রাফির ‘অক্সিজেন’ নামের স্বল্পদৈর্ঘ্য সিনেমায় অভিনয় করার কথা ছিল পরীমণির। শেষ পর্যন্ত করা হয়নি কাজটি। পরে সেই সিনেমায় অভিনয় করেছিলেন মাহিয়া মাহি। অবশেষে মায়া দিয়ে রাফির নির্দেশনায় কাজ শুরু করছেন পরী। তবে, তাঁর বিপরীতে কে থাকছেন তা নিশ্চিত করেননি রাফি। বলেছেন, ‘কয়েকজনের সঙ্গে কথাবার্তা চলছে, চূড়ান্ত হলেই জানাব। তাই বলে থেমে নেই আমরা। ১০ দিন ধরে চলছে রিহার্সাল। সেখানে নিয়মিত অংশ নিচ্ছেন পরী। ক্যামেরার সামনে দাঁড়ানোর আগে নিজেকে পুরোপুরি প্রস্তুত করে নিচ্ছেন তিনি।’
আমি যে রকম গল্প নিয়ে কাজ করতে পছন্দ করি, মায়া সিনেমাটিও তেমন। পরিবার এবং সম্পর্কের গল্প। সিনেমাটি দেখার পর দর্শক এক মায়ায় জড়িয়ে যাবে।
—রায়হান রাফি, নির্মাতা
নির্মাতা জানিয়েছেন, ২৩ সেপ্টেম্বর থেকে ঢাকায় শুরু হবে মায়া সিনেমার শুটিং। টানা শুটিং করে শেষ করতে চান দৃশ্যধারণের কাজ। ওয়েবফিল্মটি নির্মাণ করা হচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জের জন্য।
দীর্ঘদিন নতুন কোনো কাজ শুরু না করলেও বড় পর্দা ও ওটিটিতে নিয়মিত দেখা গেছে পরীমণিকে। সবশেষ ৭ সেপ্টেম্বর বঙ্গ বিডিতে মুক্তি পেয়েছে পরীমণি অভিনীত ওয়েবফিল্ম ‘পাফ ড্যাডি’। এতে পরীর সঙ্গে আরও রয়েছেন আজাদ আবুল কালাম, আব্দুন নূর সজল প্রমুখ।
সৌদি আরবের প্রথম দিকের কয়েকজন নারী র্যাপারের একজন জারা। সংগীতশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সৌদির সীমানা পেরিয়ে তিনি এখন সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে থাকছেন। আরবি, ইংরেজির পাশাপাশি সুইডিশ ভাষাতেও সাবলীল এই তরুণী। জানান, আরও একটি ভাষা শেখার ইচ্ছা আছে তাঁর। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর গান...
১১ ঘণ্টা আগেবিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
১৭ ঘণ্টা আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
১৭ ঘণ্টা আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
১৭ ঘণ্টা আগে