কয়েক বছর আগে আমীরুল ইসলাম শোভা পরিচালিত ‘সেভ দ্য লাইফ’ নামের একটি সিনেমার কাজ শুরু করেছিলেন টিভি অভিনেত্রী সুবর্ণা মজুমদার। কিন্তু প্রায় ৫০ ভাগ শুটিং শেষে সিনেমাটির কাজ বন্ধ হয়ে যায়। প্রথম সিনেমায় এমন ঘটনার মুখোমুখি হয়ে কষ্ট পেলেও মনোবল হারাননি সুবর্ণা। এরপর তিনি অভিনয় করেছেন সাইফুল ইসলাম মান্নু পরিচালিত ‘অনাবৃত’ এবং এইচ আর হাবিব পরিচালিত ‘জলকিরণ’ সিনেমায়। দুটি সিনেমাই মুক্তির অপেক্ষায় আছে। এর মধ্যে বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়ে প্রশংসা কুড়িয়েছে অনাবৃত।
এবার সরকারি অনুদানের সিনেমায় অভিনয় করবেন সুবর্ণা। আগামী মাস থেকে শুরু হবে শুটিং। সিনেমার নাম ‘সনাতন’। নির্মাণ করবেন জহির রায়হান। এই সিনেমায় সুবর্ণা অভিনয় করবেন কনিকা চরিত্রে।
সুবর্ণা মজুমদার বলেন, ‘শুরু থেকেই চেষ্টা করেছি সংখ্যায় কম হলেও ভালো গল্পের নাটকে অভিনয় করতে। এখনো সেই চেষ্টা অব্যাহত আছে। অনাবৃত ও জলকিরণ সিনেমা দুটির গল্প আমার ভালো লেগেছে। সনাতনের গল্পটাও দারুণ। এর মাধ্যমে প্রথমবার কোনো অনুদানের সিনেমায় কাজ করতে যাচ্ছি। আশা করছি, সিনেমাগুলো আমার ক্যারিয়ারে ইতিবাচক প্রভাব ফেলবে।’
টেলিভিশনেও প্রচারিত হচ্ছে সুবর্ণা অভিনীত কয়েকটা ধারাবাহিক নাটক। বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হচ্ছে ‘বনবাসে রহিম রূপবান’ ও ‘দক্ষিণের সমীকরণ’। বনবাসে রহিম রূপবানে তিনি নামভূমিকায় অভিনয় করেছেন। দক্ষিণের সমীকরণে করছেন মিলা চরিত্র। আরটিভিতে প্রচার চলতি ধারাবাহিক ‘চিটার অ্যান্ড জেন্টেলম্যান’ নাটকে সুবর্ণা অভিনয় করছেন জারা চরিত্রে।
কয়েক বছর আগে আমীরুল ইসলাম শোভা পরিচালিত ‘সেভ দ্য লাইফ’ নামের একটি সিনেমার কাজ শুরু করেছিলেন টিভি অভিনেত্রী সুবর্ণা মজুমদার। কিন্তু প্রায় ৫০ ভাগ শুটিং শেষে সিনেমাটির কাজ বন্ধ হয়ে যায়। প্রথম সিনেমায় এমন ঘটনার মুখোমুখি হয়ে কষ্ট পেলেও মনোবল হারাননি সুবর্ণা। এরপর তিনি অভিনয় করেছেন সাইফুল ইসলাম মান্নু পরিচালিত ‘অনাবৃত’ এবং এইচ আর হাবিব পরিচালিত ‘জলকিরণ’ সিনেমায়। দুটি সিনেমাই মুক্তির অপেক্ষায় আছে। এর মধ্যে বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়ে প্রশংসা কুড়িয়েছে অনাবৃত।
এবার সরকারি অনুদানের সিনেমায় অভিনয় করবেন সুবর্ণা। আগামী মাস থেকে শুরু হবে শুটিং। সিনেমার নাম ‘সনাতন’। নির্মাণ করবেন জহির রায়হান। এই সিনেমায় সুবর্ণা অভিনয় করবেন কনিকা চরিত্রে।
সুবর্ণা মজুমদার বলেন, ‘শুরু থেকেই চেষ্টা করেছি সংখ্যায় কম হলেও ভালো গল্পের নাটকে অভিনয় করতে। এখনো সেই চেষ্টা অব্যাহত আছে। অনাবৃত ও জলকিরণ সিনেমা দুটির গল্প আমার ভালো লেগেছে। সনাতনের গল্পটাও দারুণ। এর মাধ্যমে প্রথমবার কোনো অনুদানের সিনেমায় কাজ করতে যাচ্ছি। আশা করছি, সিনেমাগুলো আমার ক্যারিয়ারে ইতিবাচক প্রভাব ফেলবে।’
টেলিভিশনেও প্রচারিত হচ্ছে সুবর্ণা অভিনীত কয়েকটা ধারাবাহিক নাটক। বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হচ্ছে ‘বনবাসে রহিম রূপবান’ ও ‘দক্ষিণের সমীকরণ’। বনবাসে রহিম রূপবানে তিনি নামভূমিকায় অভিনয় করেছেন। দক্ষিণের সমীকরণে করছেন মিলা চরিত্র। আরটিভিতে প্রচার চলতি ধারাবাহিক ‘চিটার অ্যান্ড জেন্টেলম্যান’ নাটকে সুবর্ণা অভিনয় করছেন জারা চরিত্রে।
শূন্যন রেপার্টরি থিয়েটারের নতুন নাটক ‘গোধূলিবেলায়’। গত জুনে নিউইয়র্কের জ্যামাইকা আর্টস সেন্টারে উদ্বোধনী মঞ্চায়ন হয়েছিল নাটকটির। নিউইয়র্কের পর এবার দেশের মঞ্চে আসছে নতুন এই নাটক। ৮ আগস্ট রাজধানীর শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে গোধূলিবেলায়।
২ ঘণ্টা আগেদক্ষিণ কোরিয়ার মিউজিক ইন্ডাস্ট্রিতে এ মুহূর্তে সবচেয়ে বড় নাম লি জি উন। সারা বিশ্ব যাঁকে চেনে আই ইউ নামে। ২০০৮ সালে মাত্র ১৫ বছর বয়সে সংগীতের দুনিয়ায় পা রাখেন। গত দেড় যুগে তিনি হয়ে উঠেছেন দক্ষিণ কোরিয়ার সবচেয়ে ধনী সংগীতশিল্পী।
২ ঘণ্টা আগেঅভিনয়ের পাশাপাশি অনেক তারকা বিভিন্ন ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত হন। কারও রয়েছে রেস্তোরাঁ, কেউ যুক্ত স্যালন ও পারলারের সঙ্গে, কারও রয়েছে ফ্যাশন ব্র্যান্ড। অভিনেত্রী মেহজাবীন চৌধুরীও যুক্ত হয়েছেন ব্যবসার সঙ্গে।
১৩ ঘণ্টা আগেঅপু বিশ্বাসের পর এবার শবনম বুবলী ও ছেলে বীরকে নিয়ে যুক্তরাষ্ট্রে ঘুরছেন শাকিব। আজ দুপুরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে তাঁদের একসঙ্গে সময় কাটানোর কয়েকটি ছবি। এরপর বিষয়টি আর গোপন রাখেননি বুবলী। তিনজনের বেশ কয়েকটি ছবি ফেসবুকে শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘লাইফ ইন ইউএসএ’।
১৪ ঘণ্টা আগে