Ajker Patrika

চলচ্চিত্র পরিচালক সমিতির নেতৃত্বে কাজী হায়াৎ-শাহীন সুমন

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২২, ১২: ৫৯
চলচ্চিত্র পরিচালক সমিতির নেতৃত্বে কাজী হায়াৎ-শাহীন সুমন

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন বর্ষীয়ান নির্মাতা কাজী হায়াৎ এবং মহাসচিব নির্বাচিত হয়েছেন শাহীন সুমন। বিএফডিসিতে গতকাল শুক্রবার শান্তিপূর্ণ পরিবেশে সমিতির ২০২৩-২৪ মেয়াদের নির্বাচনে একই প্যানেলের দুই প্রার্থী বিজয়ী হন।

সন্ধ্যা থেকে শুরু করে রাত ১২.২৫ মিনিট পর্যন্ত ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার আবদুল লতিফ বাচ্চু ফল ঘোষণা করেন। হাড্ডাহাড্ডি লড়াইয়ে মুশফিকুর রহমান গুলজারকে মাত্র চার ভোটের ব্যবধানে হারিয়েছেন কাজী হায়াৎ। 

বিজয়ী হয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি গণমাধ্যমকে বলেন, ‘আমি বিজয়ের মাসে বিজয় পেয়েছি। সবার প্রতি কৃতজ্ঞতা। আমার ভোটারদের অনেক ধন্যবাদ।’ 

আর শাহীন সুমন বলেন, ‘হায়াৎ ভাই নিজেই একটা ব্র্যান্ড। তাঁকে নিয়েই আমরা এগিয়ে যাব। এই জয় আমাদের সবার। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’ 

পরিচালক সমিতির এবারের নির্বাচনে মোট ভোটারের ছিলেন ৩৬৮ জন। তাঁদের মধ্যে ৩০২ জন পরিচালক ভোট প্রদান করেন। 

এ ছাড়া সমিতির সহসভাপতি পদে ছটকু আহমেদ, উপমহাসচিব পদে কবিরুল ইসলাম রানা, কোষাধ্যক্ষ পদে সেলিম আজম, সাংগঠনিক সচিব পদে শাহীন কবির টুটুল, তথ্যপ্রযুক্তি সচিব নূর মোহাম্মদ মনি, সাংস্কৃতিক ও ক্রীড়াসচিব আব্দুর রহিম বাবু, প্রচার-প্রকাশনা ও দপ্তর পদে ওয়াজেদ আলী বাবলু। 

মোস্তাফিজুর রহমান মানিক, মারিয়া আফরিন তুষার, হাবিবুর রহমান হাবিব, এস ডি রুবেল, বজলুর রাশেদ, পল্লী মালেক, ইফতেখার জাহান, শাহাদাৎ হোসেন লিটন ও সোহানুর রহমান সোহান নির্বাহী সদস্য হয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত