যৌন হয়রানি বলতেই আমরা বুঝি নারী বা মেয়ে শিশু নির্যাতিত হচ্ছে। কিন্তু বাস্তবতা কি তাই? নারীদের পাশাপাশি পুরুষরাও নির্যাতনের স্বীকার হয়। এ রকম গল্প নিয়েই নির্মিত হয়েছে নির্মাতা ইফফাত জাহান মমর ওয়েব ফিল্ম ‘মুনতাসীর’।
কয়েক দিন আগেই প্রকাশ পেয়েছে ওয়েব চলচ্চিত্রটির পোস্টার। ইতিমধ্যে পোস্টারটি ব্যাপক সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ব্যতিক্রমী গল্পে নির্মিত এই ওয়েব চলচ্চিত্রটি নিয়ে নির্মাতা বলেন, ‘নারীদের পাশাপাশি পুরুষরাও নির্যাতনের শিকার হয়। কিন্তু সেসব নির্যাতনের কথা সামাজিক ট্যাবু ভেঙে কেউই বলার সাহস করে না। আমরা ‘মুনতাসীর’ গল্পে পুরুষকে মানুষ হিসেবে উপস্থাপন করতে চেয়েছি। নারীদের মতো পুরুষদেরও থাকে যৌন হয়রানির অভিজ্ঞতা ও ট্রমা। সেক্সুয়াল হ্যারাজমেন্টের যে আসলে কোনো জেন্ডার নেই, এখানে এই বিষয়টিই তুলে ধরা হয়েছে। ক্যামেরার সামনে ও পেছনে—সবাই নিজেদের সেরাটা দিয়েছে। আশা করি সিনেমাটি দর্শকের কাছে অনেক ভালো লাগবে।’
একজন নারী নির্মাতা হয়ে পুরুষের নির্যাতনের গল্প তুলে ধরা প্রসঙ্গে ইফফাত জাহান মম বলেন, ‘নারী নির্মাতা শব্দটা আমি বিশ্বাস করি না। নির্মাতার কোনো জেন্ডার হতে পারে না। আমার কাছে গল্পটা পড়ে মনে হয়েছে এই বিষয়টা পর্দায় তুলে ধরা প্রয়োজন।’
চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, মনোজ প্রামাণিক, এলিনা শাম্মী, অশোক বেপারী, ফারহানা হামিদসহ আরও অনেকে।
অভিনেত্রী এলিনা শাম্মী বলেন, ‘বিশেষ একটি থিমের ওপর ভিত্তি করে মুনতাসীর নির্মিত হয়েছে। নির্মাতা ইফফাত জাহান মম ব্যতিক্রমী এক গল্প তুলে ধরেছেন। আমার বিশ্বাস, দর্শক এই ওয়েব ফিল্মে নতুনত্বের স্বাদ পাবে। তা ছাড়া এ ওয়েব ফিল্ম বিশ্ব পুরুষ দিবস উপলক্ষে মুক্তি পাচ্ছে। সব মিলিয়ে আমি কাজটি নিয়ে ভীষণ আশাবাদী।’
ইফফাত জাহান মম জানান, আজ ১৯ নভেম্বর বিশ্ব পুরুষ দিবসে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পাবে ওয়েব ফিল্ম ‘মুনতাসীর’।
যৌন হয়রানি বলতেই আমরা বুঝি নারী বা মেয়ে শিশু নির্যাতিত হচ্ছে। কিন্তু বাস্তবতা কি তাই? নারীদের পাশাপাশি পুরুষরাও নির্যাতনের স্বীকার হয়। এ রকম গল্প নিয়েই নির্মিত হয়েছে নির্মাতা ইফফাত জাহান মমর ওয়েব ফিল্ম ‘মুনতাসীর’।
কয়েক দিন আগেই প্রকাশ পেয়েছে ওয়েব চলচ্চিত্রটির পোস্টার। ইতিমধ্যে পোস্টারটি ব্যাপক সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ব্যতিক্রমী গল্পে নির্মিত এই ওয়েব চলচ্চিত্রটি নিয়ে নির্মাতা বলেন, ‘নারীদের পাশাপাশি পুরুষরাও নির্যাতনের শিকার হয়। কিন্তু সেসব নির্যাতনের কথা সামাজিক ট্যাবু ভেঙে কেউই বলার সাহস করে না। আমরা ‘মুনতাসীর’ গল্পে পুরুষকে মানুষ হিসেবে উপস্থাপন করতে চেয়েছি। নারীদের মতো পুরুষদেরও থাকে যৌন হয়রানির অভিজ্ঞতা ও ট্রমা। সেক্সুয়াল হ্যারাজমেন্টের যে আসলে কোনো জেন্ডার নেই, এখানে এই বিষয়টিই তুলে ধরা হয়েছে। ক্যামেরার সামনে ও পেছনে—সবাই নিজেদের সেরাটা দিয়েছে। আশা করি সিনেমাটি দর্শকের কাছে অনেক ভালো লাগবে।’
একজন নারী নির্মাতা হয়ে পুরুষের নির্যাতনের গল্প তুলে ধরা প্রসঙ্গে ইফফাত জাহান মম বলেন, ‘নারী নির্মাতা শব্দটা আমি বিশ্বাস করি না। নির্মাতার কোনো জেন্ডার হতে পারে না। আমার কাছে গল্পটা পড়ে মনে হয়েছে এই বিষয়টা পর্দায় তুলে ধরা প্রয়োজন।’
চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, মনোজ প্রামাণিক, এলিনা শাম্মী, অশোক বেপারী, ফারহানা হামিদসহ আরও অনেকে।
অভিনেত্রী এলিনা শাম্মী বলেন, ‘বিশেষ একটি থিমের ওপর ভিত্তি করে মুনতাসীর নির্মিত হয়েছে। নির্মাতা ইফফাত জাহান মম ব্যতিক্রমী এক গল্প তুলে ধরেছেন। আমার বিশ্বাস, দর্শক এই ওয়েব ফিল্মে নতুনত্বের স্বাদ পাবে। তা ছাড়া এ ওয়েব ফিল্ম বিশ্ব পুরুষ দিবস উপলক্ষে মুক্তি পাচ্ছে। সব মিলিয়ে আমি কাজটি নিয়ে ভীষণ আশাবাদী।’
ইফফাত জাহান মম জানান, আজ ১৯ নভেম্বর বিশ্ব পুরুষ দিবসে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পাবে ওয়েব ফিল্ম ‘মুনতাসীর’।
ম্যানচেস্টারের প্রথম কনসার্টে জেমস ক্যামেরনের সঙ্গে কাজের কথা প্রকাশ করেন বিলি আইলিশ। যেহেতু জেমস ক্যামেরনের মতো বিশ্ববিখ্যাত নির্মাতার সঙ্গে প্রথম কাজ, বিলি আইলিশ তাই খবরটি ভক্তদের জানানোর জন্য উন্মুখ হয়ে ছিলেন।
৬ ঘণ্টা আগেচন্দ্র বারোটের প্রথম পরিচালনা ডন। প্রথম সিনেমাতেই ইতিহাস সৃষ্টি করেন তিনি। সেলিম-জাভেদের চিত্রনাট্যে নির্মিত ডন অমিতাভ বচ্চনের ক্যারিয়ারের অন্যতম আলোচিত সিনেমা।
৮ ঘণ্টা আগেকোনালের সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন নিলয় ডি রকস্টার। ময়না গানের ভিডিওতে মডেল হয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী এবং অভিনেতা ও নির্মাতা শরাফ আহমেদ জীবন।
৯ ঘণ্টা আগেদুজন হাতে হাত ধরে ঢোকেন অনুষ্ঠানে। সারাক্ষণ তাঁরা একসঙ্গেই ছিলেন। সুস্মিতাকে মুহূর্তের জন্যও চোখের আড়াল করতে চাইছিলেন না সৃজিত। সুস্মিতার হাত ছেড়ে অন্য কোথাও যেতে দেখা যায়নি পরিচালককে।
১২ ঘণ্টা আগে