Ajker Patrika

রাশিয়ার কাজান মুসলিম চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘সাঁতাও’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ আগস্ট ২০২৩, ১৩: ৫৪
রাশিয়ার কাজান মুসলিম চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘সাঁতাও’

১৯তম কাজান আন্তর্জাতিক মুসলিম চলচ্চিত্র উৎসবে গণ-অর্থায়নে নির্মিত ‘সাঁতাও’ চলচ্চিত্রটি মনোনীত হয়েছে। সম্প্রতি ওই চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল ওয়েবসাইটে এ তথ্য দেওয়া হয়েছে। ‘সাঁতাও’ সিনেমার পরিচালক খন্দকার সুমনও আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

খন্দকার সুমন বলেন, ‘এমন একটি প্রেস্টিজিয়াস চলচ্চিত্র উৎসবে আমার প্রথম চলচ্চিত্র মনোনীত হওয়ায় খুব আনন্দিত। এই আনন্দের সংবাদের সঙ্গে আরেকটি সংবাদ যোগ করতে চাই। গণ-অর্থায়নে নির্মিত সাঁতাও সিনেমাটি শিগগিরই “ওটিটি” প্ল্যাটফর্মে আসছে।’ 

কাজান চলচ্চিত্র উৎসবের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, আগামী ৫ থেকে ৯ সেপ্টেম্বর রাশিয়ার তাতারিস্তান প্রজাতন্ত্রের রাজধানী কাজান শহরে ‘রাশিয়া-দ্য ইসলামিক ওয়ার্ল্ড’ বিভাগে ‘সাঁতাও’ চলচ্চিত্রটি প্রদর্শিত হবে। তাতারিস্তানের প্রেসিডেন্ট রুস্তম মিনিখানভ ও রাশিয়ার সাংস্কৃতিক মন্ত্রণালয়ে সহযোগিতায় ১৯তম কাজান আন্তর্জাতিক মুসলিম চলচ্চিত্র উৎসবটি অনুষ্ঠিত হবে। 

এতে আরও বলা হয়, এ বছর ‘রাশিয়া দ্য ইসলামিক ওয়ার্ল্ড’ বিভাগে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ভারত, ইরান, কাজাখস্তান, কিরগিজস্তান, তুরস্ক, রাশিয়া ও উজবেকিস্তান—এই নয় দেশের দশটি সিনেমা মনোনীত হয়েছে। 

ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে কাজান আন্তর্জাতিক মুসলিম চলচ্চিত্র উৎসবের নির্বাচন কমিটির চেয়ারম্যান ও চলচ্চিত্র গবেষক নিনা কোচেলিয়েভা বলেন, রাশিয়া দ্য ইসলামিক ওয়ার্ল্ড বিভাগে পুরস্কারের অর্থের পরিমাণ তিন লাখ রুবল। নির্বাচিত চলচ্চিত্রগুলো মানব সম্পর্ক, পারিবারিক সম্পর্ক, নৈতিক দর্শনের সমস্যা, চরম পরিস্থিতিতে মানুষের বেঁচে থাকা ও যোগাযোগের ওপর ভিত্তি করে নির্মিত। 

এতে নির্বাচন কমিটির সদস্য দর্শনের অধ্যাপক ড. তৈমুর শাইখুলিন বলেন, ‘রাশিয়া-দ্য ইসলামিক ওয়ার্ল্ড’ বিভাগের চলচ্চিত্রগুলোর পর্দায় মুসলিম আধ্যাত্মিক মূল্যবোধের মূর্ত রূপ দেখা যাবে। 

‘২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ বাংলাদেশ প্যানরমা বিভাগে সেরা সিনেমা সাঁতাও সিনেমা হলে মুক্তি পেয়েছিল গত ২৭ জানুয়ারি। এরপর গত মার্চ থেকে দেশের বিভিন্ন জেলায় ছবিটির বিকল্প প্রদর্শনী হয়েছে। গত ২৪ নভেম্বর ভারতের ‘৫৩তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া’ চলচ্চিত্র উৎসবের গোয়া প্রদেশের পাঞ্জি শহরে চলচ্চিত্রটির ‘ওয়ার্ল্ড প্রিমিয়ার’ হয়। এ ছাড়া গত ৩ মার্চ বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ‘তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’-এ সেরা প্রযোজনা পরিকল্পনা পুরস্কার পায় সিনেমাটি। 

এরপর গত ৫ মার্চ ভারতের কেরালা প্রদেশের ত্রিশূল শহরে অনুষ্ঠিত চলচ্চিত্র উৎসব ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ত্রিশূল (ইন্ডিয়া)-এর ১৮তম আসরে সিনেমাটি প্রদর্শিত হয়। এর আগে ছবিটি ২৩ জানুয়ারি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ প্যানরমা বিভাগে সেরা চলচ্চিত্র পুরস্কার ‘ফিফরিসি অ্যাওয়ার্ড’ পেয়েছিল। ষষ্ঠ নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্যানরমা বিভাগে সেরা চলচ্চিত্র হিসেবে ‘গৌতম বুদ্ধ অ্যাওয়ার্ড’ অর্জন করে সিনেমাটি। লন্ডনে অনুষ্ঠিত ২৪তম রেইনবো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘রেইনবো ফিল্ম সোসাইটি স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড’ও অর্জন করে। 

খন্দকার সুমন জানান, কৃষকের সংগ্রামী জীবন, নারীর মাতৃত্বের সর্বজনীন রূপ ও সুরেলা জনগোষ্ঠীর সুখ-দুঃখ, হাসি-কান্নার গল্প পর্দায় হাজির করেছে সিনেমাটি। ছবিটির মূল চরিত্রে অভিনয় করেছেন আইনুন পুতুল ও ফজলুল হক। ‘সাঁতাও’ সিনেমার কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ তিনি নিজেই লিখেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

র‍্যাবের গুলিতে নিহত কলেজছাত্র সিয়াম মাদক কারবারি নয়, দাবি পরিবারের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত