চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে নিজের সদস্যপদ স্থগিত হলে চিত্রনায়িকা নিপুণের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন চিত্রনায়ক জায়েদ খান। গতকাল ১ এপ্রিল নিপুণকে পাঠানো চিঠির জবাবে এ কথা উল্লেখ করেছেন তিনি।
সম্প্রতি শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ আক্তারের পাঠানো কারণ দর্শানোর চিঠিকে আদালত অবমাননা উল্লেখ করেছেন জায়েদ খান।
এই চিঠির জবাবে তিনি বলেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারাধীন থাকা অবস্থায় নিজেকে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক দাবি করে ইস্যু করা চিঠিটি সুপ্রিম কোর্টের মহামান্য আপিল বিভাগ অবমাননার শামিল।
‘বিচারাধীন মামলাটি Frustrate করার অসৎ উদ্দেশ্যে ২২ ফেব্রুয়ারি ইস্যু করা হয়েছে। উক্ত অবৈধ নোটিশের পরিপ্রেক্ষিতে গৃহীত যেকোনো অবৈধ কার্যকলাপের সঙ্গে সম্পৃক্ত হলে দেশের সর্বোচ্চ আদালত অবমাননার জন্য ব্যক্তিগতভাবে দায়ী হবেন।’ নিপুণকে দেওয়া চিঠিতে এমনটাই উল্লেখ আছে।
এ সময় জায়েদ খান নিজের অবস্থান পরিষ্কার করে জানান, কোনো আইন পরিপন্থী কাজ করেননি, যার ফলে নিপুণকে সমস্ত অবৈধ কার্যকলাপ থেকে বিরত থাকার আহ্বান জানান।
এ বিষয়ে আজকের পত্রিকাকে জায়েদ খান বলেন, ‘আমার সদস্যপদ স্থগিতের নাটক যদি মঞ্চস্থ হয়, আমি অবশ্যই আমার আইনজীবীর মাধ্যমে আইনি ব্যবস্থা নেব। এখনো আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত তারা, আগামী নির্বাচনে আমাকে আটকানোর জন্যই তারা এসব পরিকল্পনা করছে।’
জায়েদ আরও বলেন, ‘নির্বাচনে নির্বাচিত হয়েও আমাকে এসব দেখতে হচ্ছে। আরেকজন নির্বাচনে হেরেও জোর করে চেয়ার দখল করে আছে। এর চেয়ে বড় লজ্জা আর কী হতে পারে।’
শিল্পী সমিতি সূত্রে শোনা যাচ্ছে, শিল্পী সমিতির নির্বাচিত কমিটি থেকে অভিনেত্রী সুচরিতা ও চিত্রনায়ক রুবেলের সদস্যপদ বাতিল করা হয়েছে। সেই সঙ্গে চিত্রনায়ক জায়েদ খানের সদস্যপদ স্থগিত হতে যাচ্ছে আজ রবিবার।
এদিকে সদস্যপদ বাতিল প্রক্রিয়ার আগে জায়েদ খানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। ওই নোটিশে জায়েদ খানকে নিপুণ সম্পর্কে ইউটিউব ও টেলিভিশনে মানহানিকর বক্তব্য দেওয়ার কারণ দর্শাতে বলা হয়েছে। এতে সাধারণ সম্পাদক হিসেবে স্বাক্ষর রয়েছে নিপুণ আক্তারের।
জায়েদ খানের কারণ দর্শানোর চিঠিতে বলা হয়েছে, জায়েদ খান বিভিন্ন ইউটিউব চ্যানেল ও গণমাধ্যমে সাধারণ সম্পাদক নিপুণ আক্তারের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য প্রদান করেন। শিল্পী সমিতি মনে করে, যা সমিতির সংগঠনের ৭(ক) ধারায় ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে, যা সমিতির সদস্য হিসেবে কাম্য নয়। এমন অভিযোগের ভিত্তিতে শিল্পী সমিতি জায়েদ খানের সদস্যপদ স্থগিত করতে যাচ্ছে।
চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে নিজের সদস্যপদ স্থগিত হলে চিত্রনায়িকা নিপুণের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন চিত্রনায়ক জায়েদ খান। গতকাল ১ এপ্রিল নিপুণকে পাঠানো চিঠির জবাবে এ কথা উল্লেখ করেছেন তিনি।
সম্প্রতি শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ আক্তারের পাঠানো কারণ দর্শানোর চিঠিকে আদালত অবমাননা উল্লেখ করেছেন জায়েদ খান।
এই চিঠির জবাবে তিনি বলেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারাধীন থাকা অবস্থায় নিজেকে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক দাবি করে ইস্যু করা চিঠিটি সুপ্রিম কোর্টের মহামান্য আপিল বিভাগ অবমাননার শামিল।
‘বিচারাধীন মামলাটি Frustrate করার অসৎ উদ্দেশ্যে ২২ ফেব্রুয়ারি ইস্যু করা হয়েছে। উক্ত অবৈধ নোটিশের পরিপ্রেক্ষিতে গৃহীত যেকোনো অবৈধ কার্যকলাপের সঙ্গে সম্পৃক্ত হলে দেশের সর্বোচ্চ আদালত অবমাননার জন্য ব্যক্তিগতভাবে দায়ী হবেন।’ নিপুণকে দেওয়া চিঠিতে এমনটাই উল্লেখ আছে।
এ সময় জায়েদ খান নিজের অবস্থান পরিষ্কার করে জানান, কোনো আইন পরিপন্থী কাজ করেননি, যার ফলে নিপুণকে সমস্ত অবৈধ কার্যকলাপ থেকে বিরত থাকার আহ্বান জানান।
এ বিষয়ে আজকের পত্রিকাকে জায়েদ খান বলেন, ‘আমার সদস্যপদ স্থগিতের নাটক যদি মঞ্চস্থ হয়, আমি অবশ্যই আমার আইনজীবীর মাধ্যমে আইনি ব্যবস্থা নেব। এখনো আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত তারা, আগামী নির্বাচনে আমাকে আটকানোর জন্যই তারা এসব পরিকল্পনা করছে।’
জায়েদ আরও বলেন, ‘নির্বাচনে নির্বাচিত হয়েও আমাকে এসব দেখতে হচ্ছে। আরেকজন নির্বাচনে হেরেও জোর করে চেয়ার দখল করে আছে। এর চেয়ে বড় লজ্জা আর কী হতে পারে।’
শিল্পী সমিতি সূত্রে শোনা যাচ্ছে, শিল্পী সমিতির নির্বাচিত কমিটি থেকে অভিনেত্রী সুচরিতা ও চিত্রনায়ক রুবেলের সদস্যপদ বাতিল করা হয়েছে। সেই সঙ্গে চিত্রনায়ক জায়েদ খানের সদস্যপদ স্থগিত হতে যাচ্ছে আজ রবিবার।
এদিকে সদস্যপদ বাতিল প্রক্রিয়ার আগে জায়েদ খানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। ওই নোটিশে জায়েদ খানকে নিপুণ সম্পর্কে ইউটিউব ও টেলিভিশনে মানহানিকর বক্তব্য দেওয়ার কারণ দর্শাতে বলা হয়েছে। এতে সাধারণ সম্পাদক হিসেবে স্বাক্ষর রয়েছে নিপুণ আক্তারের।
জায়েদ খানের কারণ দর্শানোর চিঠিতে বলা হয়েছে, জায়েদ খান বিভিন্ন ইউটিউব চ্যানেল ও গণমাধ্যমে সাধারণ সম্পাদক নিপুণ আক্তারের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য প্রদান করেন। শিল্পী সমিতি মনে করে, যা সমিতির সংগঠনের ৭(ক) ধারায় ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে, যা সমিতির সদস্য হিসেবে কাম্য নয়। এমন অভিযোগের ভিত্তিতে শিল্পী সমিতি জায়েদ খানের সদস্যপদ স্থগিত করতে যাচ্ছে।
বিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
৪ ঘণ্টা আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
৪ ঘণ্টা আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
৪ ঘণ্টা আগেকালজয়ী রূপকথা ‘স্নো হোয়াইট’কে নতুনভাবে পর্দায় নিয়ে এসেছে ডিজনি। প্রায় ২৭০ মিলিয়ন ডলার বাজেটে তৈরি হয়েছে স্নো হোয়াইট। ডিজনির অন্যতম ব্যয়বহুল এই মিউজিক্যাল ফ্যান্টাসি মুক্তির আগে থেকেই নানা বিতর্কে জড়িয়েছিল। গত ২১ মার্চে মুক্তির পর বিতর্ক বেড়েছে আরও।
৪ ঘণ্টা আগে