Ajker Patrika

জয়-জারা জুটির ‘শেষ কথা’

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ১৩: ০৭
জয়-জারা জুটির ‘শেষ কথা’

প্রথমবারের মতো কাজী জারার নায়ক হয়ে পর্দায় আসছেন চিত্রনায়ক জয় চৌধুরী। ঢালিউডে স্বামী-স্ত্রীর জুটি দেখা গেলেও দুলাভাই-শ্যালিকা জুটি এবারই প্রথম। জয় চৌধুরী কাজী জারার বোনের জামাই। সিনেমার নাম ‘শেষ কথা’। পরিচালনা ও প্রযোজনা করছেন কাজী মো. ইসলাম। গাজীপুরের স্বপ্নের ঠিকানা শুটিং হাউসে গত বুধবার থেকে শুরু হয়েছে ‘শেষ কথা’ সিনেমার শুটিং।

সিনেমাটি নিয়ে জয় চৌধুরী বলেন, ‘এখনকার যুগে দেখা যায় প্রেম এবং বিয়ে দুটিই ব্যবসায় পরিণত হয়েছে। আর একটা ছেলে যখন এমন ব্যবসা করতে করতে কাউকে মন থেকে সত্যিকারে ভালোবেসে ফেলে, তারপর তার জীবনটাকে ভালো করে সাজানোর সত্যিই কোনো উপায় থাকে না! এমনই একটি চরিত্রে অভিনয় করছি।’

প্রথমবারের মতো শ্যালিকার সঙ্গে জুটি বাঁধা প্রসঙ্গে জয় বলেন, ‘চেহারা, উচ্চতা—সব দিক থেকেই সিনেমার নায়িকা হওয়ার যোগ্যতা আছে জারার। তাকে আমার নায়িকা হিসেবে পছন্দ করেছেন পরিচালক। এতে আমার কোনো হাত নেই। চরিত্রকে প্রাধান্য দিয়েই তাকে (জারা) চুক্তিবদ্ধ করা হয়েছে।’

নিজের প্রথম সিনেমা নিয়ে নবাগত কাজী জারা টায়রা বলেন, ‘এর আগে টেলিভিশনে কাজ করলেও এবারই প্রথম সিনেমায় কাজ করছি। খুবই এক্সাইটেড। পরিচালকের নির্দেশনা মেনে কাজ করার চেষ্টা করছি। এতে গ্রামের একজন শান্ত, ভদ্র, সাধারণ মেয়ের চরিত্রে দেখা যাবে। আর জয় চৌধুরী সম্পর্কে আমার দুলাভাই হলেও বড় ভাইয়ের মতো। তিনি আমাকে খুব স্নেহ করেন। তাঁর সঙ্গে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আমাদের মধ্যে বোঝাপড়ার জায়গাটাও বেশ চমৎকার।’

নির্মাতা কাজী মো. ইসলাম বলেন, ‘গল্পটা একদম মৌলিক। হাসি, কান্না, কমেডি—সবকিছু মিলিয়েই এই জীবনের গল্পটি সাজানো হয়েছে সিনেমায়। দর্শকেরা অনেক কিছু এই গল্প থেকে শিখতে পারবে।’

জয়-জারা ছাড়া সিনেমার অন্যান্য চরিত্রে অভিনয় করছেন কাজী হায়াত, বড়দা মিঠু, রেবেকা, ববি, সুব্রত, টাইগার রবি, রিনা খান, দুলারি, হাবিব খান, আবু সাইদ প্রমুখ। জানা গেছে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত গাজীপুরে শুটিং চলবে ‘শেষ কথা’ সিনেমার। এরপর ঢাকা ও সিলেটে বাকি শুটিং শেষ হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত