Ajker Patrika

এবার ঋতাভরীর বিয়ে

এবার ঋতাভরীর বিয়ে

বিয়ে করতে চলেছেন ঋতাভরী চক্রবর্তী। এ বছরের শেষে এনগেজমেন্ট এবং আগামী বছরের শেষ দিকে বিয়ের পিঁড়িতে বসবেন কলকাতার জনপ্রিয় এই অভিনেত্রী। চিকিৎসক বন্ধু তথাগত চট্টোপাধ্যায়কে বিয়ে করতে চলেছেন নায়িকা। ব্যবসায়ী পরিবারের ছেলে তথাগত পেশায় মনোবিদ। গত ছয়মাস ধরে প্রেম করছেন ঋতাভরী- তথাগত। তথাগতর দেখা মেলে বিভিন্ন  সমাজসেবামূলক কাজে। অন্যদিকে ঋতাভরীও অভিনয়ের পাশাপাশি মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেন।  

ঋতাভরী চক্রবর্তীমার্চ-এপ্রিলে বেশ অসুস্থ হয়েছিলেন ঋতাভরী। হাসপাতালেও ভর্তি ছিলেন। এখন অবশ্য তিনি সুস্থ এবং সেপ্টেম্বর থেকে পুরোদমে কাজে ফিরবেন। এর মধ্যেই কৃতী ছাত্রী ঋতাভরী ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার প্রশংসাপত্র পেয়েছেন।

ঋতাভরী চক্রবর্তীভারতীয় গণমাধ্যমের মতে, বিয়ের প্রস্তুতির পাশাপাশি ক্যারিয়ার নিয়েও জোরকদমে এগোচ্ছেন ঋতাভরী। ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’র সাফল্যের পরে অঙ্কুশের সঙ্গে ‘এফআইআর’ ছবিটিতে অভিনয় করেছেন, যেটির শুটিং তিনি শেষ করেন অসুস্থ অবস্থাতেই। ‘থাপ্পড়’ খ্যাত অভিনেতা পাভেল গুলাটির সঙ্গে সামনে একটি মিউজ়িক ভিডিওতে দেখা যাবে। অভিনেত্রী, গায়িকার পরে এ বার প্রযোজনার খাতায় নাম লেখাবেন ঋতাভরী। সেই আঁচ দিয়েছেন, খুব শীঘ্রই সিনেমা প্রযোজনা করবেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত