Ajker Patrika

হল বাড়ল অপু-জয়ের ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমার

আপডেট : ০৫ মে ২০২৩, ১৪: ১৮
হল বাড়ল অপু-জয়ের ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমার

ঈদের তৃতীয় সপ্তাহে এসে হল বেড়েছে অপু বিশ্বাস ও জয় চৌধুরী অভিনীত সিনেমা ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমার। ঈদের দিন সারা দেশে ৯টি প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও আজ তৃতীয় সপ্তাহে এসে  ১৮টি বেড়ে ২৭টি হলে প্রদর্শিত হবে সিনেমাটি।

রোমান্টিক ঘরানার সিনেমাটি নির্মাণ করেছেন নির্মাতা সোলায়মান আলী লেবু। সিনেমাটির উপদেষ্টা পরিচালক হিসেবে আছেন দেলোয়ার জাহান ঝন্টু। সিনেমাটি প্রযোজনা করেছে উপমা কথাচিত্র। 

হলগুলো হলো: 
নিউ গুলশান (জিনজিরা), সত্যবতী (শেরপুর), সোনালী (টেকেরহাট, মাদারীপুর), বৈশাখী (কালুখালী, রাজবাড়ী), ভাই ভাই (সখিপুর, টাঙ্গাইল), ভিক্টোরিয়া (শ্রীমঙ্গল), পূর্ণিমা (কোম্পানীগঞ্জ), লাবনী (সাতক্ষীরা), ছন্দা (হাসনাবাদ) বিলাপ (সাভার), রংধনু (নজীরপুর, নওগা), মনিকা (শায়েস্তাগঞ্জ), মোহন (হবিগঞ্জ), সবুজ (চরফ্যাশন) ঝংকার (বকশিগঞ্জ) ভাই ভাই (দেওয়ানগঞ্জ) মিলন (মাদারীপুর) মনসী (ওলিপুর) রুপসী (ভোলা) সাধনা (রাজবাড়ী), রাজিয়া (নাগরপুর), আনন্দ (গুরুদাসপুর), শাপলা (শ্রীপুর, গাজীপুর), মল্লিকা (উল্লাপাড়া), বাণী (চর আলেকজান্ডার), মাধবী (মধুপুর), ক্লিউপেট্রা (ধুনট, বগুড়া)

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত