Ajker Patrika

‘রাজ্জাক-কবরীকে শেষ দেখার সেই স্মৃতি আজও চোখে ভাসছে’

আপডেট : ১৭ এপ্রিল ২০২১, ২১: ০৬
‘রাজ্জাক-কবরীকে শেষ দেখার সেই স্মৃতি আজও চোখে ভাসছে’

কবরীর দীর্ঘদিনের সহকর্মী নায়িকা ববিতাও স্মৃতির জানালা খুলেছেন। কবরীর মৃত্যুতে ভীষণ মন খারাপ তাঁর। মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি। বিশ্বাস করতে পারছেন না, কবরী নেই!

ববিতা বলেন,‘কানাডা থেকে রাজ্জাক ভাইয়ের ছেলের বউ দুঃসংবাদটা জানালো। শুনেই বুক ধরফর ধরফর করছে। একটা সেকেন্ডও আর ঘুম হয়নি। আমার বিশ্বাস ছিল কবরী আপা ফেরত আসবেন। জুয়েল আইচ, আবুল হায়াত সাহেবরা ফেরত এসেছেন। আমার ধারণা ছিল কবরী আপাও করোনা জয় করে ফিরবেন। শরীরটা একদম ভালো লাগছে না। ভীষণ মন খারাপ। আল্লাহ কবরী আপাকে বেহেশত নসীব করুন দোয়া করি।’

তিনি বলেন,‘এক সাথে অনেক গল্পগুজব করে করে শুটিং করতাম, কত স্মৃতি। বলে শেষ করতে পারবো না। রাজ্জাক ভাই যেদিন মারা গেলেন এফডিসিতে গেলাম তাকে দেখতে। সেদিনই কবরী আপার সাথে শেষ দেখা হয়েছিল। তারপর আর দেখা হলো না। রাজ্জাক আর কবরীকে শেষ দেখার সেই স্মৃতি আজও চোখে ভাসছে আমার। কোনোদিন ভুলবো না। রাজ্জাক-কবরীর মতো কালজয়ী জুটির কথা এদেশের মানুষ কখনো ভুলবে না বলে আমার বিশ্বাস।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত