বিনোদন প্রতিবেদক, ঢাকা
বছরের প্রথম দিন টিজার প্রকাশ করে ঘোষণা দেওয়া হয়েছিল ‘টগর’ সিনেমার। আলোক হাসানের পরিচালনায় এতে অভিনয় করার কথা ছিল আদর আজাদ ও প্রার্থনা ফারদিন দীঘির। তবে শুটিং শুরুর আগে বদলে গেল নায়িকা। দীঘি নয়, টগর সিনেমায় আদরের সঙ্গে দেখা যাবে পূজা চেরিকে। গতকাল সিনেমার মোশন পোস্টার প্রকাশের মাধ্যমে ঘোষণা করা হয় পূজার নাম।
নির্মাতা আলোক হাসান জানান, পেশাদারি মনোভাবের অভাব থাকায় দীঘির সঙ্গে কাজটি করতে পারেননি তিনি। তবে এখন পেছনের কথা না ভেবে সিনেমাটি নির্মাণে মনোযোগ দিতে চান। আলোক বলেন, ‘একাধিক কারণে আমরা নায়িকা পরিবর্তন করতে বাধ্য হয়েছি। প্রধান কারণ, দীঘির মধ্যে কাজের তাগিদ ছিল না। তাঁর সহযোগিতা পাচ্ছিলাম না আমরা। এ কারণে আগে থেকেই সরে এসেছি। আমি মনে করি, পূজা চেরিকে এই প্রজেক্টে যুক্ত করতে পারাটা আমাদের জন্য সৌভাগ্যের। এখন দ্রুত কাজটি শেষ করতে চাই।’
পরিচালকের অভিযোগের প্রসঙ্গে জানতে চাইলে এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি দীঘি। তিনি বলেন, ‘যেহেতু আমি আর এই প্রজেক্টে নেই, তাই এই সিনেমা নিয়ে কথা বলতে চাই না।’ অন্য কারও পরিবর্তে সিনেমায় অভিনয় করতে রাজি ছিলেন না পূজা। তিনি বলেন, ‘আলোক হাসান ও আদর আজাদের সঙ্গে এর আগেও আমার কাজ হয়েছে। অ্যানাউন্সমেন্ট টিজারে অন্য অভিনেত্রীর নাম ঘোষণা করায় কাজটি করতে চাইনি। তবে পরবর্তী সময়ে টিম আমাকে বোঝাতে সক্ষম হয়। আমারও গল্প পছন্দ হওয়ায় রাজি হয়ে যাই।’
টগর প্রযোজনা করছে এআর মুভি নেটওয়ার্ক। সংলাপ লিখেছেন মামুনুর রশিদ তানিম। ২৫ ফেব্রুয়ারি শুরু হবে শুটিং। আগামী ঈদুল আজহায় মুক্তির পরিকল্পনা করা হচ্ছে বলে জানান নির্মাতা। আদর-পূজা ছাড়াও অভিনয় করছেন আজাদ আবুল কালাম, রোজী সিদ্দিকী, সুমন আনোয়ার, যোজন মাহমুদ প্রমুখ।
টগর আলোক হাসানের দ্বিতীয় সিনেমা। এর আগে বানিয়েছেন ‘নাকফুল’, তাতেও আছেন আদর ও পূজা চেরি। গত বছর ছাড়পত্র পেলেও এখনো আলোর মুখ দেখেনি সিনেমাটি।
বছরের প্রথম দিন টিজার প্রকাশ করে ঘোষণা দেওয়া হয়েছিল ‘টগর’ সিনেমার। আলোক হাসানের পরিচালনায় এতে অভিনয় করার কথা ছিল আদর আজাদ ও প্রার্থনা ফারদিন দীঘির। তবে শুটিং শুরুর আগে বদলে গেল নায়িকা। দীঘি নয়, টগর সিনেমায় আদরের সঙ্গে দেখা যাবে পূজা চেরিকে। গতকাল সিনেমার মোশন পোস্টার প্রকাশের মাধ্যমে ঘোষণা করা হয় পূজার নাম।
নির্মাতা আলোক হাসান জানান, পেশাদারি মনোভাবের অভাব থাকায় দীঘির সঙ্গে কাজটি করতে পারেননি তিনি। তবে এখন পেছনের কথা না ভেবে সিনেমাটি নির্মাণে মনোযোগ দিতে চান। আলোক বলেন, ‘একাধিক কারণে আমরা নায়িকা পরিবর্তন করতে বাধ্য হয়েছি। প্রধান কারণ, দীঘির মধ্যে কাজের তাগিদ ছিল না। তাঁর সহযোগিতা পাচ্ছিলাম না আমরা। এ কারণে আগে থেকেই সরে এসেছি। আমি মনে করি, পূজা চেরিকে এই প্রজেক্টে যুক্ত করতে পারাটা আমাদের জন্য সৌভাগ্যের। এখন দ্রুত কাজটি শেষ করতে চাই।’
পরিচালকের অভিযোগের প্রসঙ্গে জানতে চাইলে এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি দীঘি। তিনি বলেন, ‘যেহেতু আমি আর এই প্রজেক্টে নেই, তাই এই সিনেমা নিয়ে কথা বলতে চাই না।’ অন্য কারও পরিবর্তে সিনেমায় অভিনয় করতে রাজি ছিলেন না পূজা। তিনি বলেন, ‘আলোক হাসান ও আদর আজাদের সঙ্গে এর আগেও আমার কাজ হয়েছে। অ্যানাউন্সমেন্ট টিজারে অন্য অভিনেত্রীর নাম ঘোষণা করায় কাজটি করতে চাইনি। তবে পরবর্তী সময়ে টিম আমাকে বোঝাতে সক্ষম হয়। আমারও গল্প পছন্দ হওয়ায় রাজি হয়ে যাই।’
টগর প্রযোজনা করছে এআর মুভি নেটওয়ার্ক। সংলাপ লিখেছেন মামুনুর রশিদ তানিম। ২৫ ফেব্রুয়ারি শুরু হবে শুটিং। আগামী ঈদুল আজহায় মুক্তির পরিকল্পনা করা হচ্ছে বলে জানান নির্মাতা। আদর-পূজা ছাড়াও অভিনয় করছেন আজাদ আবুল কালাম, রোজী সিদ্দিকী, সুমন আনোয়ার, যোজন মাহমুদ প্রমুখ।
টগর আলোক হাসানের দ্বিতীয় সিনেমা। এর আগে বানিয়েছেন ‘নাকফুল’, তাতেও আছেন আদর ও পূজা চেরি। গত বছর ছাড়পত্র পেলেও এখনো আলোর মুখ দেখেনি সিনেমাটি।
রাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে বিমানবাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। নিহত ও আহত ব্যক্তিদের প্রতি সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন শোবিজ তারকারা। একই সঙ্গে তাঁরা আহত ব্যক্তিদের চিকিৎসার্থে এগিয়ে আসার জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন।
৯ ঘণ্টা আগেরবি কিষাণ বলেন, ‘সে আমার দুঃসময়ের সঙ্গী। যখন আমার কিছুই ছিল না, কোনো অর্থ সম্পদ ছিল না; তখনো সে আমার সঙ্গ ছাড়েনি। সকল উত্থান পতনে একমাত্র ভরসা হয়ে সে ছিল আমার পাশে। আজ আমার যত অর্জন, যত সাফল্য; সবই তার জন্য।’
১৪ ঘণ্টা আগেজাই উলফের আসল নাম সজীব সাহা। বাংলাদেশে জন্ম নেওয়া এই মার্কিন শিল্পী অনেক নামীদামি ফেস্টিভ্যালে তাঁর পারফরম্যান্স দিয়ে মুগ্ধ করেছেন শ্রোতাদের। এবার প্রথমবারের মতো বাংলাদেশে পারফর্ম করতে আসছেন জাই উলফ।
১৬ ঘণ্টা আগেএক আফ্রিকান ব্রিটিশ যুবক লন্ডনের ইসকনের নিরামিষ রেস্তোরাঁয় প্রবেশ করেন। হঠাৎ ব্যাগ থেকে কেএফসির একটি বাক্স বের করেন। সেখানে দাঁড়িয়ে সবাইকে দেখিয়ে চিকেন ফ্রাই খেতে শুরু করেন।
১৮ ঘণ্টা আগে