ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের সাবেক দুই স্ত্রী অপু-বুবলী দ্বন্দ্বে জড়িয়েছেন বছরব্যাপী। শাকিব বরাবরই জানিয়েছেন, তাঁর জীবনে ভবিষ্যতে অপু-বুবলীকে নিয়ে নতুন কোনো সম্পর্কের শুরুর সম্ভাবনা নেই। নায়কের এমন অবস্থানের পর থেকেই বিভিন্ন সময় এ দুই নায়িকা পরস্পরবিরোধী বিভিন্ন বক্তব্য দিয়েছেন। কখনো আকার-ইঙ্গিতে একে অন্যকে নিশানা করেছেন, আবার কখনো প্রত্যক্ষভাবেই আক্রমণ করে কথা বলেছেন দুজন।
সবশেষ এই দুই নায়িকার কোন্দল দেখা যায় একটি অডিওকে কেন্দ্র করে। এর সূত্রপাত ফারজানা মুন্নীর এক ফেসবুক স্ট্যাটাস ঘিরে। যেখানে তিনি দাবি করেন, তাঁর স্বামী কৌশিক হাসান তাপসের সঙ্গে প্রেম করছেন নায়িকা বুবলী।
এর কদিন পর ‘তাপস-বুবলীর প্রেম’ নিয়ে কথোপকথনের একটি অডিও রেকর্ড ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। তাতে মুন্নীর কণ্ঠ পাওয়া গেলেও অপর প্রান্তে কে ছিল তা স্পষ্ট নয়। তবে কথোপকথনের মধ্যে মুন্নী বারবার ‘অপু’ ‘অপু’ বলে সংবোধন করছিলেন। ১৩ মিনিটের ওই অডিওতে অপুর কোনো কথা শোনা যায়নি। শুধু ফারজানা মুন্নীর অংশটুকুই রাখা হয়। যেখানে বুবলীকে নিয়ে বেশ কিছু অভিযোগ করেন মুন্নী।
চ্যানেল আইকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই ফোনালাপ প্রসঙ্গে মুখ খুলেছেন ফারজানা মুন্নী। সেখানে তিনি অভিযোগ করেন, অপু বিশ্বাস তাঁর অনুমতি না নিয়েই কলটি রেকর্ড করেছেন। তখন তিনি মানসিকভাবে স্বাভাবিক অবস্থায় ছিলেন না।
স্বাভাবিকভাবেই এই সাক্ষাৎকারটি প্রকাশের পর তাপসের নামের সঙ্গে বুবলীর প্রেমের সম্পর্কের ‘বদনাম’ ঘুচল। আর সে কারণেই এই নায়িকা তাপস-মুন্নী দম্পতির ওই সাক্ষাৎকারটি ফেসবুকে শেয়ার করে তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, ‘আমাদের ইন্ডাস্ট্রির সবচেয়ে মার্জিত দম্পতি! কৌশিক হোসেন তাপস ভাইয়া ও ফারজানা মুন্নী আপুর প্রতি শ্রদ্ধা রইল।’
এদিকে এই সাক্ষাৎকার প্রকাশের পরেই গতকাল বুধবার মধ্যরাতে ফেসবুকে রহস্যময় এক পোস্ট দেন অপু বিশ্বাস। যেখানে তিনি কারও নাম না নিলেও, নেটিজেনদের মতে পরোক্ষভাবে বুবলী-তাপস-মুন্নীর বিষয়টিকেই ইঙ্গিত করেছেন অপু।
স্ট্যাটাসে এক থেকে তিন ক্রমবিন্যাস করে অট্টহাসির প্রতিক্রিয়ায় এই নায়িকা লিখেছেন, ‘মানুষ হয়ে বিপদে আছি। চারপাশে সব ফেরেশতা। এত দিন আমার আবেগ কাজ করেছে, বিবেক কাজ করেনি। স্ক্রিপ্ট অনেক দুর্বল।’
পোস্টটির মন্তব্যে কেউ কেউ নায়িকার পক্ষ নিয়েছেন। আবার কারও পরামর্শ, নিজেদের মধ্যে এসব কাদা ছোড়াছুড়ি বন্ধ হোক।
ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের সাবেক দুই স্ত্রী অপু-বুবলী দ্বন্দ্বে জড়িয়েছেন বছরব্যাপী। শাকিব বরাবরই জানিয়েছেন, তাঁর জীবনে ভবিষ্যতে অপু-বুবলীকে নিয়ে নতুন কোনো সম্পর্কের শুরুর সম্ভাবনা নেই। নায়কের এমন অবস্থানের পর থেকেই বিভিন্ন সময় এ দুই নায়িকা পরস্পরবিরোধী বিভিন্ন বক্তব্য দিয়েছেন। কখনো আকার-ইঙ্গিতে একে অন্যকে নিশানা করেছেন, আবার কখনো প্রত্যক্ষভাবেই আক্রমণ করে কথা বলেছেন দুজন।
সবশেষ এই দুই নায়িকার কোন্দল দেখা যায় একটি অডিওকে কেন্দ্র করে। এর সূত্রপাত ফারজানা মুন্নীর এক ফেসবুক স্ট্যাটাস ঘিরে। যেখানে তিনি দাবি করেন, তাঁর স্বামী কৌশিক হাসান তাপসের সঙ্গে প্রেম করছেন নায়িকা বুবলী।
এর কদিন পর ‘তাপস-বুবলীর প্রেম’ নিয়ে কথোপকথনের একটি অডিও রেকর্ড ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। তাতে মুন্নীর কণ্ঠ পাওয়া গেলেও অপর প্রান্তে কে ছিল তা স্পষ্ট নয়। তবে কথোপকথনের মধ্যে মুন্নী বারবার ‘অপু’ ‘অপু’ বলে সংবোধন করছিলেন। ১৩ মিনিটের ওই অডিওতে অপুর কোনো কথা শোনা যায়নি। শুধু ফারজানা মুন্নীর অংশটুকুই রাখা হয়। যেখানে বুবলীকে নিয়ে বেশ কিছু অভিযোগ করেন মুন্নী।
চ্যানেল আইকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই ফোনালাপ প্রসঙ্গে মুখ খুলেছেন ফারজানা মুন্নী। সেখানে তিনি অভিযোগ করেন, অপু বিশ্বাস তাঁর অনুমতি না নিয়েই কলটি রেকর্ড করেছেন। তখন তিনি মানসিকভাবে স্বাভাবিক অবস্থায় ছিলেন না।
স্বাভাবিকভাবেই এই সাক্ষাৎকারটি প্রকাশের পর তাপসের নামের সঙ্গে বুবলীর প্রেমের সম্পর্কের ‘বদনাম’ ঘুচল। আর সে কারণেই এই নায়িকা তাপস-মুন্নী দম্পতির ওই সাক্ষাৎকারটি ফেসবুকে শেয়ার করে তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, ‘আমাদের ইন্ডাস্ট্রির সবচেয়ে মার্জিত দম্পতি! কৌশিক হোসেন তাপস ভাইয়া ও ফারজানা মুন্নী আপুর প্রতি শ্রদ্ধা রইল।’
এদিকে এই সাক্ষাৎকার প্রকাশের পরেই গতকাল বুধবার মধ্যরাতে ফেসবুকে রহস্যময় এক পোস্ট দেন অপু বিশ্বাস। যেখানে তিনি কারও নাম না নিলেও, নেটিজেনদের মতে পরোক্ষভাবে বুবলী-তাপস-মুন্নীর বিষয়টিকেই ইঙ্গিত করেছেন অপু।
স্ট্যাটাসে এক থেকে তিন ক্রমবিন্যাস করে অট্টহাসির প্রতিক্রিয়ায় এই নায়িকা লিখেছেন, ‘মানুষ হয়ে বিপদে আছি। চারপাশে সব ফেরেশতা। এত দিন আমার আবেগ কাজ করেছে, বিবেক কাজ করেনি। স্ক্রিপ্ট অনেক দুর্বল।’
পোস্টটির মন্তব্যে কেউ কেউ নায়িকার পক্ষ নিয়েছেন। আবার কারও পরামর্শ, নিজেদের মধ্যে এসব কাদা ছোড়াছুড়ি বন্ধ হোক।
কয়েক বছর ধরেই ভাঙাগড়ার মধ্যে চলছে ব্যান্ড চিরকুট। দুই বছর আগে ব্যান্ড ছাড়েন ইমন চৌধুরী। ইমনের পথ ধরে গত বছর চিরকুট ছেড়েছেন জাহিদ নীরব। ব্যান্ডের পাশাপাশি একক ক্যারিয়ারে মনোযোগ দিয়েছেন ড্রামার ও সংগীত প্রযোজক পাভেল আরিন। তবে থেমে নেই চিরকুটের কার্যক্রম। নতুন সদস্য নিয়ে এগিয়ে চলেছেন দলটির প্রধান ও ভোক
২ ঘণ্টা আগেবাংলা আধুনিক সংগীতের তিনজন গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী, লিটন অধিকারী রিন্টু ও গোলাম মোর্শেদকে সম্মাননা দিল গীতিকবি সংঘ বাংলাদেশ। গত শনিবার বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে গীতিকবি সংঘ বাংলাদেশ আয়োজিত প্রথম ‘গীতিকবি আড্ডা’ অনুষ্ঠানে তাঁদের এই সম্মাননা দেওয়া হয়।
২ ঘণ্টা আগেট্রাক ড্রাইভার আব্বাস একজন প্রেমিক মানুষ। সাত জেলায় সাতটি বিয়ে করেছে সে। সাত বউকে একে অপরের থেকে গোপন রেখে সুনিপুণভাবে সাত সংসার সামলায় সে। একদিন এক বৃদ্ধের সঙ্গে বিয়ে হওয়া থেকে যুবতী এক সুন্দরীকে রক্ষা করার পর সেই সুন্দরী তার প্রেমে পড়ে যায়। তাকে বিয়ে করতে চায়। কিন্তু আব্বাস জানে আট মানে সর্বনাশ,
২ ঘণ্টা আগেসংস্কৃতি অঙ্গনের সফল সন্তানদের মায়েদের হাতে মা দিবসে তুলে দেওয়া হলো ‘মা পদক ২০২৫’। আলী-রূপা ফাউন্ডেশনের উদ্যোগে, মাদিহা মার্সিহা অ্যাডভারটাইজিংয়ের আয়োজনে ১০ মে বিকেল ৪টায় রাজধানীর হোটেল রিজেন্সিতে এক অনুষ্ঠানের মাধ্যমে এই পদক দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অভিনেত্রী ডলি জহুর। উপস্থিত ছিলেন
২ ঘণ্টা আগে