বিনোদন প্রতিবেদক, ঢাকা
পর্দায় শাকিব খানের সঙ্গে দেখা যাবে পশ্চিমবঙ্গের অভিনেতা যিশু সেনগুপ্তকে। গুঞ্জনটা প্রায় এক বছরের। রায়হান রাফীর ‘তুফান’ সিনেমার শুটিং শুরুর পর এ নিয়ে প্রথম চর্চা শুরু হয়। শেষ পর্যন্ত তুফানে দেখা যায়নি যিশুকে। সেই রেশ কাটতে না-কাটতে গত বছরের শেষ দিকে আবার শুরু হয় একই গুঞ্জন। এবার খবর ছড়িয়ে পড়ে মেহেদী হাসান হৃদয়ের ‘বরবাদ’ সিনেমায় দেখা যাবে শাকিব ও যিশুর দ্বৈরথ। তবে এবার গুঞ্জন হলো সত্য। গতকাল সন্ধ্যায় প্রকাশ পাওয়া বরবাদ সিনেমার টিজারে দেখা মিলল যিশু সেনগুপ্তের।
শুটিং শুরুর আগেই জানানো হয়েছিল আসছে রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বরবাদ। ইতিমধ্যে শেষ হয়েছে শুটিং। এখন চলছে শেষ মুহূর্তের সম্পাদনার কাজ। টিজার প্রকাশের মধ্য দিয়ে আনুষ্ঠানিক প্রচার শুরু হলো সিনেমার।
প্রথম থেকেই নির্মাতা হৃদয় বলছিলেন, বরবাদ সিনেমায় দেখা যাবে ভায়োলেন্স। টিজারে সেই আভাসটাই দিলেন নির্মাতা। ১ মিনিট ৪৪ সেকেন্ডের ভিডিওর বেশির ভাগজুড়েই ছিল নৃশংসতা। শাকিব খান অভিনীত চরিত্রটি ড্রাগ নিচ্ছে, তার বিরুদ্ধে আছে ধর্ষণের অভিযোগ, একের পর এক হত্যা করছে শত্রুপক্ষের লোকজনকে। রক্ত ছিটকে এসে লাগছে তার মুখে। ব্যাকগ্রাউন্ড থেকে শোনা গেল, ‘এখনই এই অবস্থা হলে ওর ভবিষ্যৎ কী?’ এরপরেই ব্যাকগ্রাউন্ডে শাকিবের কণ্ঠে শোনা যায়, ‘আমি আমার ভবিষ্যৎ নিয়ে ভাবি না, অতীত নিয়েও ভাবি না। আমি শুধু একটা জিনিসই ভাবি, নিতু শুধুই আমার। নিতুরে না পাইলে আমি এই দুনিয়া বরবাদ কইরা দিতে পারি।’
এরপরেই টিজারে আগমন ঘটে যিশু সেনগুপ্তের। বিধ্বস্ত জেলখানায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা মৃতদেহের মাঝ থেকে উঠে দাঁড়িয়ে উড়ন্ত চুমু ছুড়ে দেন তিনি। বোঝাই যাচ্ছে বরবাদে পুলিশ কর্মকর্তার চরিত্রে হাজির হবেন টালিউডের এই অভিনেতা, যাঁর লড়াইটা হবে ভয়ংকর শাকিবের সঙ্গে। টিজার শেষ হয় শাকিব খানের ভিন্ন এক লুক দিয়ে, যেখানে তাঁকে দেখা যায় ব্যান্ডেজ হাতে রাইফেল নিয়ে এগিয়ে যাচ্ছেন হেলিকপ্টারের দিকে। মুখভর্তি দাঁড়ি, মাথা ও মুখে ক্ষতচিহ্ন।
বরবাদ সিনেমায় আবারও শাকিব খানের সঙ্গী হয়েছেন পশ্চিমবঙ্গের ইধিকা পাল। শাকিব খানের সঙ্গে ‘প্রিয়তমা’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছিল তাঁর। সেই সিনেমায় জনপ্রিয় হয়েছিল শাকিব-ইধিকা জুটি। বরবাদে ইধিকা পাল অভিনয় করেছেন নিতু চরিত্রে। অন্যান্য চরিত্রে আছেন শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর প্রমুখ।
পর্দায় শাকিব খানের সঙ্গে দেখা যাবে পশ্চিমবঙ্গের অভিনেতা যিশু সেনগুপ্তকে। গুঞ্জনটা প্রায় এক বছরের। রায়হান রাফীর ‘তুফান’ সিনেমার শুটিং শুরুর পর এ নিয়ে প্রথম চর্চা শুরু হয়। শেষ পর্যন্ত তুফানে দেখা যায়নি যিশুকে। সেই রেশ কাটতে না-কাটতে গত বছরের শেষ দিকে আবার শুরু হয় একই গুঞ্জন। এবার খবর ছড়িয়ে পড়ে মেহেদী হাসান হৃদয়ের ‘বরবাদ’ সিনেমায় দেখা যাবে শাকিব ও যিশুর দ্বৈরথ। তবে এবার গুঞ্জন হলো সত্য। গতকাল সন্ধ্যায় প্রকাশ পাওয়া বরবাদ সিনেমার টিজারে দেখা মিলল যিশু সেনগুপ্তের।
শুটিং শুরুর আগেই জানানো হয়েছিল আসছে রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বরবাদ। ইতিমধ্যে শেষ হয়েছে শুটিং। এখন চলছে শেষ মুহূর্তের সম্পাদনার কাজ। টিজার প্রকাশের মধ্য দিয়ে আনুষ্ঠানিক প্রচার শুরু হলো সিনেমার।
প্রথম থেকেই নির্মাতা হৃদয় বলছিলেন, বরবাদ সিনেমায় দেখা যাবে ভায়োলেন্স। টিজারে সেই আভাসটাই দিলেন নির্মাতা। ১ মিনিট ৪৪ সেকেন্ডের ভিডিওর বেশির ভাগজুড়েই ছিল নৃশংসতা। শাকিব খান অভিনীত চরিত্রটি ড্রাগ নিচ্ছে, তার বিরুদ্ধে আছে ধর্ষণের অভিযোগ, একের পর এক হত্যা করছে শত্রুপক্ষের লোকজনকে। রক্ত ছিটকে এসে লাগছে তার মুখে। ব্যাকগ্রাউন্ড থেকে শোনা গেল, ‘এখনই এই অবস্থা হলে ওর ভবিষ্যৎ কী?’ এরপরেই ব্যাকগ্রাউন্ডে শাকিবের কণ্ঠে শোনা যায়, ‘আমি আমার ভবিষ্যৎ নিয়ে ভাবি না, অতীত নিয়েও ভাবি না। আমি শুধু একটা জিনিসই ভাবি, নিতু শুধুই আমার। নিতুরে না পাইলে আমি এই দুনিয়া বরবাদ কইরা দিতে পারি।’
এরপরেই টিজারে আগমন ঘটে যিশু সেনগুপ্তের। বিধ্বস্ত জেলখানায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা মৃতদেহের মাঝ থেকে উঠে দাঁড়িয়ে উড়ন্ত চুমু ছুড়ে দেন তিনি। বোঝাই যাচ্ছে বরবাদে পুলিশ কর্মকর্তার চরিত্রে হাজির হবেন টালিউডের এই অভিনেতা, যাঁর লড়াইটা হবে ভয়ংকর শাকিবের সঙ্গে। টিজার শেষ হয় শাকিব খানের ভিন্ন এক লুক দিয়ে, যেখানে তাঁকে দেখা যায় ব্যান্ডেজ হাতে রাইফেল নিয়ে এগিয়ে যাচ্ছেন হেলিকপ্টারের দিকে। মুখভর্তি দাঁড়ি, মাথা ও মুখে ক্ষতচিহ্ন।
বরবাদ সিনেমায় আবারও শাকিব খানের সঙ্গী হয়েছেন পশ্চিমবঙ্গের ইধিকা পাল। শাকিব খানের সঙ্গে ‘প্রিয়তমা’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছিল তাঁর। সেই সিনেমায় জনপ্রিয় হয়েছিল শাকিব-ইধিকা জুটি। বরবাদে ইধিকা পাল অভিনয় করেছেন নিতু চরিত্রে। অন্যান্য চরিত্রে আছেন শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর প্রমুখ।
কনসার্টপ্রেমীদের জন্য গত কয়েক মাস ভালো যায়নি। নিরাপত্তার অজুহাত দেখিয়ে বেশ কটি কনসার্ট স্থগিত করা হয়েছে। তবে আজ কনসার্টপ্রেমীদের জন্য রয়েছে আনন্দের সংবাদ। কেননা আজ ঢাকার দুই ভেন্যুতে অনুষ্ঠিত হবে দু্ইটি কনসার্ট।
৫ ঘণ্টা আগে২১ ফেব্রুয়ারি প্রতিষ্ঠার ২৯ বছরে পা রাখে নাট্যদল প্রাচ্যনাট। এ উপলক্ষে ফেব্রুয়ারি মাসব্যাপী নানা আয়োজন করে দলটি। আজ রাজধানীর শিল্পকলা একাডেমিতে বর্ষপূর্তির সমাপনী অনুষ্ঠান দিয়ে শেষ হচ্ছে মাসব্যাপী এই আয়োজন।
৫ ঘণ্টা আগেবলিউড বাদশা শাহরুখ খানের যারা ভক্ত তাদের কাছে তাঁর বাড়ি ‘মান্নাত’ যেন এক তীর্থস্থান। জন্মদিন, সিনেমার মুক্তি, ঈদে মান্নাতের বারান্দায় শুধু ভক্তদের জন্য দেখা দেন কিং খান। বান্দ্রার এই বাড়িটির সামনে বিশেষ দিনগুলোতে নামে অগণিত মানুষের ঢল। কিন্তু এই এই হেরিটেজ ছেড়ে স্ত্রী গৌরী ও সন্তানদের নিয়ে ভাড়া...
১ দিন আগেজাজ মাল্টিমিডিয়ার ‘পাপ’ সিনেমা দিয়ে ২০২৩ সালে ঢালিউডে অভিষেক হয় জাকিয়া কামাল মুনের। দুই বছর পর এবার জানা গেল, এই সিনেমা নির্মাণের জন্য জাজের কর্ণধার আবদুল আজিজকে ৬০ লাখ টাকা ঋণ দিয়েছিলেন তিনি। সময়মতো টাকা ফেরত না পাওয়ায় গত বছর আজিজের নামে প্রতারণার মামলা ঠুকে দেন মুন। সেই মামলায় ১৯ ফেব্রুয়ারি...
১ দিন আগে