সবাইকে কাঁদিয়ে পরপারে পাড়ি জমালেন বাংলা সিনেমার মিষ্টি মেয়ে কবরী। করোনা আক্রান্ত হয়ে ১৩ দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটে মারা যান এই অভিনেত্রী ও রাজনীতিক। খবরটি শুক্রবার প্রথম প্রহরে আসার পর ঘুমন্ত সামাজিক যোগাযোগমাধ্যমটি যেন দুঃস্বপ্নে জেগে উঠলো। ফেসবুকের দেয়াল ঢেকে গেল বিষাদের ছায়ায়। প্রিয় অভিনেত্রীর এমন বিদায়ে শিল্পীরা জানিয়েছেন শ্রদ্ধা ও শোক। তাদের সেই কথালিপি দিয়েই সাজানো হলো এ আয়োজন-
অভিনেত্রী সুজাতা লেখেন, ‘ভাবনার বাহিরে যা ঘটে আমরা তা মেনে নিতে পারি না! আকাশের উজ্জ্বল নক্ষত্রগুলো বুঝি এইভাবেই ঝরে যায়! এইসব নক্ষত্রগুলো বিশাল আকাশে আর জ্বলবে না, কোনও কালেই না! একসাথে কাজ করেছি, পথ চলেছি, জীবনের কত গল্পই না আছে আমাদের। ভালো থেক ওপারে। আমিন।’
বরেণ্য অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা লেখেন, ‘আপনার হাসি, আপনার অভিনয়, আপনার মিষ্টিমুখ সকল বয়সের মানুষকে মন্ত্রমুগ্ধ করেছে। রূপালি পর্দার সেরা অভিনেত্রী। আমি কীভাবে আপনাকে বিদায় জানাব! দমবন্ধ লাগছে! শান্তিতে থাকুন কবরী ফুপু।’
কনক চাঁপা লেখেন,‘আসলেই আর পারছি না! কবরী আপা নেই। ঘণ্টা পাঁচেক আগে দোয়া চেয়ে স্ট্যাটাস দিলাম আর এখনই এটা শুনলাম! এভাবেই আমরা একে একে হারাবো আমাদের প্রিয়জনকে! প্রিয়জন চলে গেলে পাঁজরটাই মনে হয় ভেঙে যায়। আর যদি মোটামুটি নিয়মিত হয় তখন তা সহ্যের বাইরে চলে যায়। আল্লাহ, এই রমজানে চলে যাওয়া মানুষটিকে এবং আরও যারা চলে যাচ্ছেন সবাইকে তুমি দয়া করো।’
তিমির নন্দী লেখেন,‘আর নিতে পারছি না। করোনার কাছে পরাস্ত হয়ে চলে গেলেন সোনালি যুগের প্রিয় মুখ, প্রিয় নায়িকা, শ্রদ্ধেয় কবরী। সৃষ্টিকর্তা আপনার বিদেহী আত্মাকে চির শান্তি দান করুন। বিনম্র শ্রদ্ধাঞ্জলি।’
চঞ্চল চৌধুরী লেখেন, ‘কবরী আপা নেই। আমাদের স্বপের নায়িকা। কোন অনুষ্ঠানে প্রথম দেখা হয়েছিল মনে নেই। শেষ যে বার দেখা হয়েছিল তাঁর সাথে, আবদার করেছিলাম একটা ছবি তোলার। খুব স্পষ্ট মনে আছে, বলেছিলেন, চঞ্চল, আমি তোমার ‘মনপুরা’র ভক্ত। ভালো থাকবেন কবরী আপা। কয়েক দিন ধরেই আপনার সাথে তোলা ছবিগুলো খুঁজছিলাম। এখন পেলাম। যখন আপনি অনেক দুরে।’
অভিনেত্রী তারানা হালিম লেখেন, ‘বাংলা চলচ্চিত্রের বিখ্যাত অভিনেত্রী, নির্মাতা ও সাবেক এমপি সারাহ বেগম কবরী এর মৃত্যুতে-বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এর পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। এদেশের চলচ্চিত্রে কবরী আপা এক উজ্জ্বল নক্ষত্র। অভিনয়ের পাশাপাশি রাজনীতি ও সংস্কৃতি অঙ্গনে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’
চিত্রনায়িকা বুবলি লেখেন, ‘মৃত্যু সবচেয়ে বড় সত্য কিন্তু এতো অবিশ্বাস্য কেনো? আমাদের সবার মৃত্যু হবে জেনেও মানতে ইচ্ছে করেনা কেনো? পৃথিবীতে হয়তো এমন অনেক কেনোর কোনো উত্তর নেই। ওপারে ভালো থাকবেন কবরী ম্যাডাম । আপনার আত্মার মাগফেরাত কামনা করছি।’
সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ কবরীর একটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেন। ক্যাপশনে তিনি লেখেন, ‘বিদায় কবরী আপা! পরপারে ভালো থাকুন। গভীর শোক ও শ্রদ্ধা।’
চিত্রনায়ক বাপ্পী চৌধুরী লেখেন, ‘কবরী ম্যাডাম আপনার হাসিতে কতোশত মানুষ নিজেদের দুঃখ ভুলে ছিলে, মানুষের দুঃখ ভোলানে চাট্টিখানি কথা নয়। তাই তো আপনার এ জীবন স্বার্থক, আর আমরা স্বার্থক আপনাকে পেয়ে। আমি ঠিকই ধরে নিব আপনি আছেন। হুট করে কোথাও আবার আমাদের দেখা হবে আর আপনার হাসিটা দিয়ে আবার আমাদের রাজ্য জয় করে নেবেন। ভালোবাসি আপনাকে।’
সিয়াম আহমেদ লেখেন, ‘অবশেষে ঢাকাই চলচ্চিত্রের অন্যতম সেরা অভিনেত্রী চলচ্চিত্রের ‘মিষ্টি মেয়ে’খ্যাত সারাহ বেগম কবরী চলে গেলেন করোনা আক্রান্ত হয়ে। আমি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।’
আঁখি আলমগীর লেখেন, ‘কবরী আন্টি, ওপারে ভালো থাকবেন। আল্লাহ আপনাকে জান্নাত দান করুন, আমিন।’
ইমন সাহা লেখেন,‘কতো স্মৃতি... কতো আদর, ভালবাসা, শাসন পেয়েছি আপনার কাছ থেকে। ঈশ্বর আপনার আত্মার মঙ্গল করুক আন্টি।’
সবাইকে কাঁদিয়ে পরপারে পাড়ি জমালেন বাংলা সিনেমার মিষ্টি মেয়ে কবরী। করোনা আক্রান্ত হয়ে ১৩ দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটে মারা যান এই অভিনেত্রী ও রাজনীতিক। খবরটি শুক্রবার প্রথম প্রহরে আসার পর ঘুমন্ত সামাজিক যোগাযোগমাধ্যমটি যেন দুঃস্বপ্নে জেগে উঠলো। ফেসবুকের দেয়াল ঢেকে গেল বিষাদের ছায়ায়। প্রিয় অভিনেত্রীর এমন বিদায়ে শিল্পীরা জানিয়েছেন শ্রদ্ধা ও শোক। তাদের সেই কথালিপি দিয়েই সাজানো হলো এ আয়োজন-
অভিনেত্রী সুজাতা লেখেন, ‘ভাবনার বাহিরে যা ঘটে আমরা তা মেনে নিতে পারি না! আকাশের উজ্জ্বল নক্ষত্রগুলো বুঝি এইভাবেই ঝরে যায়! এইসব নক্ষত্রগুলো বিশাল আকাশে আর জ্বলবে না, কোনও কালেই না! একসাথে কাজ করেছি, পথ চলেছি, জীবনের কত গল্পই না আছে আমাদের। ভালো থেক ওপারে। আমিন।’
বরেণ্য অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা লেখেন, ‘আপনার হাসি, আপনার অভিনয়, আপনার মিষ্টিমুখ সকল বয়সের মানুষকে মন্ত্রমুগ্ধ করেছে। রূপালি পর্দার সেরা অভিনেত্রী। আমি কীভাবে আপনাকে বিদায় জানাব! দমবন্ধ লাগছে! শান্তিতে থাকুন কবরী ফুপু।’
কনক চাঁপা লেখেন,‘আসলেই আর পারছি না! কবরী আপা নেই। ঘণ্টা পাঁচেক আগে দোয়া চেয়ে স্ট্যাটাস দিলাম আর এখনই এটা শুনলাম! এভাবেই আমরা একে একে হারাবো আমাদের প্রিয়জনকে! প্রিয়জন চলে গেলে পাঁজরটাই মনে হয় ভেঙে যায়। আর যদি মোটামুটি নিয়মিত হয় তখন তা সহ্যের বাইরে চলে যায়। আল্লাহ, এই রমজানে চলে যাওয়া মানুষটিকে এবং আরও যারা চলে যাচ্ছেন সবাইকে তুমি দয়া করো।’
তিমির নন্দী লেখেন,‘আর নিতে পারছি না। করোনার কাছে পরাস্ত হয়ে চলে গেলেন সোনালি যুগের প্রিয় মুখ, প্রিয় নায়িকা, শ্রদ্ধেয় কবরী। সৃষ্টিকর্তা আপনার বিদেহী আত্মাকে চির শান্তি দান করুন। বিনম্র শ্রদ্ধাঞ্জলি।’
চঞ্চল চৌধুরী লেখেন, ‘কবরী আপা নেই। আমাদের স্বপের নায়িকা। কোন অনুষ্ঠানে প্রথম দেখা হয়েছিল মনে নেই। শেষ যে বার দেখা হয়েছিল তাঁর সাথে, আবদার করেছিলাম একটা ছবি তোলার। খুব স্পষ্ট মনে আছে, বলেছিলেন, চঞ্চল, আমি তোমার ‘মনপুরা’র ভক্ত। ভালো থাকবেন কবরী আপা। কয়েক দিন ধরেই আপনার সাথে তোলা ছবিগুলো খুঁজছিলাম। এখন পেলাম। যখন আপনি অনেক দুরে।’
অভিনেত্রী তারানা হালিম লেখেন, ‘বাংলা চলচ্চিত্রের বিখ্যাত অভিনেত্রী, নির্মাতা ও সাবেক এমপি সারাহ বেগম কবরী এর মৃত্যুতে-বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এর পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। এদেশের চলচ্চিত্রে কবরী আপা এক উজ্জ্বল নক্ষত্র। অভিনয়ের পাশাপাশি রাজনীতি ও সংস্কৃতি অঙ্গনে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’
চিত্রনায়িকা বুবলি লেখেন, ‘মৃত্যু সবচেয়ে বড় সত্য কিন্তু এতো অবিশ্বাস্য কেনো? আমাদের সবার মৃত্যু হবে জেনেও মানতে ইচ্ছে করেনা কেনো? পৃথিবীতে হয়তো এমন অনেক কেনোর কোনো উত্তর নেই। ওপারে ভালো থাকবেন কবরী ম্যাডাম । আপনার আত্মার মাগফেরাত কামনা করছি।’
সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ কবরীর একটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেন। ক্যাপশনে তিনি লেখেন, ‘বিদায় কবরী আপা! পরপারে ভালো থাকুন। গভীর শোক ও শ্রদ্ধা।’
চিত্রনায়ক বাপ্পী চৌধুরী লেখেন, ‘কবরী ম্যাডাম আপনার হাসিতে কতোশত মানুষ নিজেদের দুঃখ ভুলে ছিলে, মানুষের দুঃখ ভোলানে চাট্টিখানি কথা নয়। তাই তো আপনার এ জীবন স্বার্থক, আর আমরা স্বার্থক আপনাকে পেয়ে। আমি ঠিকই ধরে নিব আপনি আছেন। হুট করে কোথাও আবার আমাদের দেখা হবে আর আপনার হাসিটা দিয়ে আবার আমাদের রাজ্য জয় করে নেবেন। ভালোবাসি আপনাকে।’
সিয়াম আহমেদ লেখেন, ‘অবশেষে ঢাকাই চলচ্চিত্রের অন্যতম সেরা অভিনেত্রী চলচ্চিত্রের ‘মিষ্টি মেয়ে’খ্যাত সারাহ বেগম কবরী চলে গেলেন করোনা আক্রান্ত হয়ে। আমি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।’
আঁখি আলমগীর লেখেন, ‘কবরী আন্টি, ওপারে ভালো থাকবেন। আল্লাহ আপনাকে জান্নাত দান করুন, আমিন।’
ইমন সাহা লেখেন,‘কতো স্মৃতি... কতো আদর, ভালবাসা, শাসন পেয়েছি আপনার কাছ থেকে। ঈশ্বর আপনার আত্মার মঙ্গল করুক আন্টি।’
দীর্ঘদিনের অভিজ্ঞ অভিনেত্রী রওশন আরা বেগম ওরফে মৌ শিখা সম্প্রতি এক আবেগঘন ফেসবুক পোস্টে নিজের কাজ কমে যাওয়া এবং এর ফলে সৃষ্ট মানসিক ও অর্থনৈতিক সংকটের কথা তুলে ধরেছেন। তাঁর এই আর্তি মিডিয়াপাড়ায় অনেককেই নাড়া দিয়েছে। তিনি প্রশ্ন তুলেছেন, যেখানে একসময় মাসে ১৫ থেকে ২০ দিন কাজ করতেন, সেখানে গত আড়াই...
৪ ঘণ্টা আগেপরিচালক মোহিত সুরির নতুন চলচ্চিত্র ‘সায়ারা’ দ্বিতীয় সপ্তাহের মতো বক্স অফিস কাঁপাচ্ছে। দেশের বক্স অফিসে ২০০ কোটি রুপি আয়ের মাইলফলক অতিক্রম করার পথে রয়েছে ছবিটি। অভিনেতা আহান পাণ্ডের অভিষেক চলচ্চিত্র ‘সায়ারা’। প্রথম সিনেমাতেই বাজিমাত করলেন তিনি। প্রেক্ষাগৃহে দারুণ ব্যবসা করছে।
৬ ঘণ্টা আগেগত বছর জুনে পথচলার চার দশক পূর্ণ করেছে দেশের ব্যান্ড ওয়ারফেজ। সে সময় দলটির প্রধান শেখ মনিরুল আলম টিপু জানিয়েছিলেন, চার দশক পূর্তি উপলক্ষে বছরব্যাপী দেশের বিভিন্ন স্থানে কনসার্টের পাশাপাশি যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, ভারতসহ আরও কয়েকটি দেশে কনসার্ট করার পরিকল্পনা আছে তাদের।
১০ ঘণ্টা আগেবাদল সরকারের পেশাগত নাম সুধীন্দ্রনাথ সরকার। নাটক লিখেছেন প্রায় ৬০টি। তিনি মনে করতেন, নাটক সমাজের দর্পণ হওয়া উচিত। বাংলা থিয়েটারে ষাটের দশকের শেষ দিকে ‘থার্ড থিয়েটার’ নামক একটি নতুন নাট্যধারার প্রবর্তন করেন বাদল সরকার। ‘থার্ড থিয়েটার’ সমকালে অভিনব ও ব্যতিক্রমধর্মী নাট্যরীতি হিসেবে সমাদৃত হয়।
১০ ঘণ্টা আগে