সরকারি অনুদান পাওয়া ছবি ‘মুখোশ’ মুক্তি পাচ্ছে ২১ জানুয়ারি। তার আগে রোববার সন্ধ্যায় প্রকাশ পেয়েছে ছবির টাইটেল সং। ‘মুখোশ’ নামের এ গানটি এখন শোনা যাচ্ছে টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে।
রোববার সন্ধ্যায় বনানীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন ডেকে প্রকাশ করা হয় গানটি। ওই সময় ছিলেন পরিচালক ইফতেখার শুভ, মোশাররফ করিম, পরীমণি, জিয়াউল রোশান, টাইগার মিডিয়ার সিইও জাহিদ হাসান অভিসহ অনেকেই।
পরিচালক ইফতেখার শুভ বলেন, ‘করোনাসহ নানা প্রতিকূলতার মধ্য দিয়েও আমরা ‘‘মুখোশ’’ সিনেমা হলে মুক্তি দিতে যাচ্ছে। এটি আমার প্রথম সিনেমা, তাই চিন্তা ও উত্তেজনা দুটোই বেশি। টাইটেল গানসহ এই সিনেমার প্রত্যেকটি গান শ্রোতাদের মন ছুঁয়ে যাবে বলে আমার বিশ্বাস। সবাইকে প্রেক্ষাগৃহে এসে ছবিটি দেখার আমন্ত্রণ।’
‘মুখোশ’ সিনেমা পরিবেশনার দায়িত্ব নিয়েছে প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠান কপ ক্রিয়েশন।
‘মুখোশ’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন মাইনুল আহসান নোবেল। আব্রাহাম তামিমের কথায় গানটির সংগীতায়োজন করেছেন আহমেদ হুমায়ূন।
ছবির আরেকটি রোমান্টিক গানে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কণা। আব্রাহাম তামিমের কথায় ওই গানের সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী।
‘মুখোশ’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, জিয়াউল রোশান, পরীমণি, আজাদ আবুল কালাম, ইরেশ যাকের, প্রাণ রায়, রাশেদ মামুন অপু, ফারুক আহমেদ, তারেক স্বপন, ইলিনা শাম্মি, অলংকার চৌধুরী প্রমুখ।
ছবিটির চিত্রগ্রহণে ছিলেন ফরহাদ হোসেন ও নাহিয়ান বেলাল। সম্পাদনা করেছেন মাহি ইসলাম মিতুল, শিল্প নির্দেশনা দিয়েছেন রহমতুল্লাহ বসু।
ব্যাচেলর ডট কম প্রডাকশনের প্রযোজনায় ‘মুখোশ’ নির্মিত হয়েছে ইফতেখার শুভর নিজের লেখা ‘পেইজ নাম্বার ৪৪’ উপন্যাস অবলম্বনে।
শুনুন ‘মুখোশ’ ছবির টাইটেল সং:
সরকারি অনুদান পাওয়া ছবি ‘মুখোশ’ মুক্তি পাচ্ছে ২১ জানুয়ারি। তার আগে রোববার সন্ধ্যায় প্রকাশ পেয়েছে ছবির টাইটেল সং। ‘মুখোশ’ নামের এ গানটি এখন শোনা যাচ্ছে টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে।
রোববার সন্ধ্যায় বনানীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন ডেকে প্রকাশ করা হয় গানটি। ওই সময় ছিলেন পরিচালক ইফতেখার শুভ, মোশাররফ করিম, পরীমণি, জিয়াউল রোশান, টাইগার মিডিয়ার সিইও জাহিদ হাসান অভিসহ অনেকেই।
পরিচালক ইফতেখার শুভ বলেন, ‘করোনাসহ নানা প্রতিকূলতার মধ্য দিয়েও আমরা ‘‘মুখোশ’’ সিনেমা হলে মুক্তি দিতে যাচ্ছে। এটি আমার প্রথম সিনেমা, তাই চিন্তা ও উত্তেজনা দুটোই বেশি। টাইটেল গানসহ এই সিনেমার প্রত্যেকটি গান শ্রোতাদের মন ছুঁয়ে যাবে বলে আমার বিশ্বাস। সবাইকে প্রেক্ষাগৃহে এসে ছবিটি দেখার আমন্ত্রণ।’
‘মুখোশ’ সিনেমা পরিবেশনার দায়িত্ব নিয়েছে প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠান কপ ক্রিয়েশন।
‘মুখোশ’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন মাইনুল আহসান নোবেল। আব্রাহাম তামিমের কথায় গানটির সংগীতায়োজন করেছেন আহমেদ হুমায়ূন।
ছবির আরেকটি রোমান্টিক গানে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কণা। আব্রাহাম তামিমের কথায় ওই গানের সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী।
‘মুখোশ’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, জিয়াউল রোশান, পরীমণি, আজাদ আবুল কালাম, ইরেশ যাকের, প্রাণ রায়, রাশেদ মামুন অপু, ফারুক আহমেদ, তারেক স্বপন, ইলিনা শাম্মি, অলংকার চৌধুরী প্রমুখ।
ছবিটির চিত্রগ্রহণে ছিলেন ফরহাদ হোসেন ও নাহিয়ান বেলাল। সম্পাদনা করেছেন মাহি ইসলাম মিতুল, শিল্প নির্দেশনা দিয়েছেন রহমতুল্লাহ বসু।
ব্যাচেলর ডট কম প্রডাকশনের প্রযোজনায় ‘মুখোশ’ নির্মিত হয়েছে ইফতেখার শুভর নিজের লেখা ‘পেইজ নাম্বার ৪৪’ উপন্যাস অবলম্বনে।
শুনুন ‘মুখোশ’ ছবির টাইটেল সং:
সৌদি আরবের প্রথম দিকের কয়েকজন নারী র্যাপারের একজন জারা। সংগীতশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সৌদির সীমানা পেরিয়ে তিনি এখন সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে থাকছেন। আরবি, ইংরেজির পাশাপাশি সুইডিশ ভাষাতেও সাবলীল এই তরুণী। জানান, আরও একটি ভাষা শেখার ইচ্ছা আছে তাঁর। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর গান...
১৬ ঘণ্টা আগেবিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
১ দিন আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
১ দিন আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
১ দিন আগে