Ajker Patrika

এত দিন উত্তর দিয়েছেন, এবার প্রশ্ন করবেন অপু বিশ্বাস

আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ২১: ১৮
এত দিন উত্তর দিয়েছেন, এবার প্রশ্ন করবেন অপু বিশ্বাস

অভিনয়ে নাম লেখানোর পর থেকে সাংবাদিকদের নানা প্রশ্নের মুখোমুখি হয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। এবার প্রশ্ন করবেন অপু বিশ্বাস, আর উত্তর দেবেন সাংবাদিক ও চলচ্চিত্র নির্মাতারা। নিজের ইউটিউব চ্যানেলের জন্য নতুন অনুষ্ঠান নিয়ে আসছেন অপু বিশ্বাস। সেই অনুষ্ঠানেই অপুর মুখোমুখি হবেন অতিথি সাংবাদিক ও নির্মাতারা।

নতুন এই অনুষ্ঠান নিয়ে অপু বিশ্বাস বলেন, ‘এত দিন যারা আমাকে প্রশ্ন করেছেন, এবার এই অনুষ্ঠানে আমি তাঁদের প্রশ্ন করব। গণমাধ্যমকর্মী ও চলচ্চিত্র নির্মাতারা আমার অতিথি। দারুণ সব প্রশ্নোত্তরে অনেক বিষয়েই জানা যাবে। এটা আমার জন্য নতুন অভিজ্ঞতা।’

জানা গেছে, ইতিমধ্যে রাজধানীর মিরপুর ডিওএইচএসের একটি স্টুডিওতে প্রথম ধাপের সব পর্বের শুটিং সম্পন্ন হয়েছে। শিগগিরই অপু বিশ্বাসের ইউটিউব চ্যানেলে প্রচার শুরু হবে অনুষ্ঠানটির। এর আগে নিজের ইউটিউব চ্যানেলে রান্নাবিষয়ক অনুষ্ঠান উপস্থাপনা করেছিলেন অপু বিশ্বাস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত