Ajker Patrika

এ মাসেই মাঝি হয়ে ক্যামেরার সামনে দাঁড়াবেন শাকিব খান

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২১, ১০: ৩৯
এ মাসেই মাঝি হয়ে ক্যামেরার সামনে দাঁড়াবেন শাকিব খান

একটি গ্রামীণ জনপদ, ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা, আর মানুষের সাধারণ জীবনযাপন— এ নিয়েই তৈরি হচ্ছে সিনেমা ‘গলুই’। সরকারি অনুদানপ্রাপ্ত এ ছবিতে শাকিব খান অভিনয় করবেন, এ খবরটি যেন ‘গলুই’ নিয়ে আকর্ষণ বাড়িয়েছে আরও। এ ছবিতে শাকিব খান হবেন নৌকার মাঝি। যিনি নৌকা বাইচ প্রতিযোগিতায় নেতৃত্ব দেবেন।

ক্যারিয়ারের প্রথম দিকে বেশ কিছু ছবিতে শাকিব খান চেষ্টা করেছিলেন, গতানুগতিক চরিত্র থেকে বেরিয়ে ভিন্ন ধরনের চরিত্রে হাজির হওয়ার। তবে যত দিন গেছে, শাকিব খান অ্যাকশন-রোমান্টিক-ক্রাইম এসব প্রচলিত বাণিজ্যিক ঘরানায় আটকে গিয়েছিলেন। শাকিব খানের ‘মাঝি’ চরিত্রে হাজির হওয়ার খবরটি তাই ভক্তদের মাঝে উৎসাহ জুগিয়েছে।

শাকিব খানএরইমধ্যে ছবির শুটিংয়ের তারিখ ও লোকেশন ঠিক হয়ে গেছে। আগামী ২০ সেপ্টেম্বর থেকে ‘গলুই’ ছবির শুটিং শুরু হবে। সংশ্লিষ্টরা সেভাবে প্রস্তুতি নিচ্ছেন।

ছবির পরিচালক এস এ হক অলিক জানিয়েছেন, অনেকটা দুর্গম এলাকায় শুটিং হবে। যে সব অঞ্চলে আগে কখনো কোনো ছবির শুটিং হয়নি, এমন লোকেশনই নির্বাচন করা হয়েছে। ছবির বড় অংশ জুড়ে থাকবে নৌকা বাইচ। শুটিং হবে জামালপুর ও টাঙ্গাইলে।

শাকিব খাননির্মাতা বলেন, ‘নৌকার একপ্রান্তে থাকে মাঝির আসন, অন্যপ্রান্তের নিশানা যদি ঠিক না থাকে– তাহলে নৌকা কিন্তু এদিক সেদিক করবে। জীবনটাও তাই। পরিবারে স্বামী-স্ত্রীর সম্পর্কের মধ্যে যদি একটু এদিক সেদিক হয়, তাহলে সংসারটা কিন্তু ঠিকঠাক চলে না। এটাই গলুই ছবির দার্শনিক জায়গা।’

শাকিব খান‘গলুই’ ছবির প্রযোজক খোরশেদ আলম খসরু। তিনি বলেন, ‘এটি হবে ভিন্নধারার বাণিজ্যিক ছবি। সাধারণত অনুদানের ছবিতে বাজেট কম থাকে, এ ধারণা থেকে বেরিয়ে আসছি আমরা। বড় আয়োজনে নির্মিত হচ্ছে ছবিটি।’

এ ছবিতে শাকিব খানের নায়িকা হিসেবে অভিনয় করবেন পূজা চেরী—এমনটাই শোনা যাচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

৪ দাবি নিয়ে মার্কিন চাপ, বাংলাদেশের সায় ৩ শর্তে

রাজশাহী টেক্সটাইল মিলসে তৈরি হচ্ছে মানিব্যাগ, জুতা

রাবিতে শিক্ষক নিয়োগে জামায়াত নেতার সুপারিশ, উপ-উপাচার্যের ফেসবুক থেকে ভাইরাল

স্ত্রীকে ঘরে রেখে তালা দিয়ে পুড়িয়ে মারলেন স্বামী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত