একটি গ্রামীণ জনপদ, ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা, আর মানুষের সাধারণ জীবনযাপন— এ নিয়েই তৈরি হচ্ছে সিনেমা ‘গলুই’। সরকারি অনুদানপ্রাপ্ত এ ছবিতে শাকিব খান অভিনয় করবেন, এ খবরটি যেন ‘গলুই’ নিয়ে আকর্ষণ বাড়িয়েছে আরও। এ ছবিতে শাকিব খান হবেন নৌকার মাঝি। যিনি নৌকা বাইচ প্রতিযোগিতায় নেতৃত্ব দেবেন।
ক্যারিয়ারের প্রথম দিকে বেশ কিছু ছবিতে শাকিব খান চেষ্টা করেছিলেন, গতানুগতিক চরিত্র থেকে বেরিয়ে ভিন্ন ধরনের চরিত্রে হাজির হওয়ার। তবে যত দিন গেছে, শাকিব খান অ্যাকশন-রোমান্টিক-ক্রাইম এসব প্রচলিত বাণিজ্যিক ঘরানায় আটকে গিয়েছিলেন। শাকিব খানের ‘মাঝি’ চরিত্রে হাজির হওয়ার খবরটি তাই ভক্তদের মাঝে উৎসাহ জুগিয়েছে।
এরইমধ্যে ছবির শুটিংয়ের তারিখ ও লোকেশন ঠিক হয়ে গেছে। আগামী ২০ সেপ্টেম্বর থেকে ‘গলুই’ ছবির শুটিং শুরু হবে। সংশ্লিষ্টরা সেভাবে প্রস্তুতি নিচ্ছেন।
ছবির পরিচালক এস এ হক অলিক জানিয়েছেন, অনেকটা দুর্গম এলাকায় শুটিং হবে। যে সব অঞ্চলে আগে কখনো কোনো ছবির শুটিং হয়নি, এমন লোকেশনই নির্বাচন করা হয়েছে। ছবির বড় অংশ জুড়ে থাকবে নৌকা বাইচ। শুটিং হবে জামালপুর ও টাঙ্গাইলে।
নির্মাতা বলেন, ‘নৌকার একপ্রান্তে থাকে মাঝির আসন, অন্যপ্রান্তের নিশানা যদি ঠিক না থাকে– তাহলে নৌকা কিন্তু এদিক সেদিক করবে। জীবনটাও তাই। পরিবারে স্বামী-স্ত্রীর সম্পর্কের মধ্যে যদি একটু এদিক সেদিক হয়, তাহলে সংসারটা কিন্তু ঠিকঠাক চলে না। এটাই গলুই ছবির দার্শনিক জায়গা।’
‘গলুই’ ছবির প্রযোজক খোরশেদ আলম খসরু। তিনি বলেন, ‘এটি হবে ভিন্নধারার বাণিজ্যিক ছবি। সাধারণত অনুদানের ছবিতে বাজেট কম থাকে, এ ধারণা থেকে বেরিয়ে আসছি আমরা। বড় আয়োজনে নির্মিত হচ্ছে ছবিটি।’
এ ছবিতে শাকিব খানের নায়িকা হিসেবে অভিনয় করবেন পূজা চেরী—এমনটাই শোনা যাচ্ছে।
একটি গ্রামীণ জনপদ, ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা, আর মানুষের সাধারণ জীবনযাপন— এ নিয়েই তৈরি হচ্ছে সিনেমা ‘গলুই’। সরকারি অনুদানপ্রাপ্ত এ ছবিতে শাকিব খান অভিনয় করবেন, এ খবরটি যেন ‘গলুই’ নিয়ে আকর্ষণ বাড়িয়েছে আরও। এ ছবিতে শাকিব খান হবেন নৌকার মাঝি। যিনি নৌকা বাইচ প্রতিযোগিতায় নেতৃত্ব দেবেন।
ক্যারিয়ারের প্রথম দিকে বেশ কিছু ছবিতে শাকিব খান চেষ্টা করেছিলেন, গতানুগতিক চরিত্র থেকে বেরিয়ে ভিন্ন ধরনের চরিত্রে হাজির হওয়ার। তবে যত দিন গেছে, শাকিব খান অ্যাকশন-রোমান্টিক-ক্রাইম এসব প্রচলিত বাণিজ্যিক ঘরানায় আটকে গিয়েছিলেন। শাকিব খানের ‘মাঝি’ চরিত্রে হাজির হওয়ার খবরটি তাই ভক্তদের মাঝে উৎসাহ জুগিয়েছে।
এরইমধ্যে ছবির শুটিংয়ের তারিখ ও লোকেশন ঠিক হয়ে গেছে। আগামী ২০ সেপ্টেম্বর থেকে ‘গলুই’ ছবির শুটিং শুরু হবে। সংশ্লিষ্টরা সেভাবে প্রস্তুতি নিচ্ছেন।
ছবির পরিচালক এস এ হক অলিক জানিয়েছেন, অনেকটা দুর্গম এলাকায় শুটিং হবে। যে সব অঞ্চলে আগে কখনো কোনো ছবির শুটিং হয়নি, এমন লোকেশনই নির্বাচন করা হয়েছে। ছবির বড় অংশ জুড়ে থাকবে নৌকা বাইচ। শুটিং হবে জামালপুর ও টাঙ্গাইলে।
নির্মাতা বলেন, ‘নৌকার একপ্রান্তে থাকে মাঝির আসন, অন্যপ্রান্তের নিশানা যদি ঠিক না থাকে– তাহলে নৌকা কিন্তু এদিক সেদিক করবে। জীবনটাও তাই। পরিবারে স্বামী-স্ত্রীর সম্পর্কের মধ্যে যদি একটু এদিক সেদিক হয়, তাহলে সংসারটা কিন্তু ঠিকঠাক চলে না। এটাই গলুই ছবির দার্শনিক জায়গা।’
‘গলুই’ ছবির প্রযোজক খোরশেদ আলম খসরু। তিনি বলেন, ‘এটি হবে ভিন্নধারার বাণিজ্যিক ছবি। সাধারণত অনুদানের ছবিতে বাজেট কম থাকে, এ ধারণা থেকে বেরিয়ে আসছি আমরা। বড় আয়োজনে নির্মিত হচ্ছে ছবিটি।’
এ ছবিতে শাকিব খানের নায়িকা হিসেবে অভিনয় করবেন পূজা চেরী—এমনটাই শোনা যাচ্ছে।
অভিনয়ের পাশাপাশি অনেক তারকা বিভিন্ন ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত হন। কারও আছে রেস্তোরাঁ, কেউ যুক্ত স্যালন ও পারলারের সঙ্গে, কারও আছে ফ্যাশন ব্র্যান্ড। অভিনেত্রী মেহজাবীন চৌধুরীও যুক্ত হয়েছেন ব্যবসার সঙ্গে।
২৪ মিনিট আগেঅপু বিশ্বাসের পর এবার শবনম বুবলী ও ছেলে বীরকে নিয়ে যুক্তরাষ্ট্রে ঘুরছেন শাকিব। আজ দুপুরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে তাঁদের একসঙ্গে সময় কাটানোর কয়েকটি ছবি। এরপর বিষয়টি আর গোপন রাখেননি বুবলী। তিনজনের বেশ কয়েকটি ছবি ফেসবুকে শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘লাইফ ইন ইউএসএ’।
১ ঘণ্টা আগেনাট্যদল বাতিঘর থিয়েটারের আলোচিত নাটক ‘র্যাডক্লিফ লাইন’ আবার ফিরছে মঞ্চে। সর্বশেষ ২০২৩ সালের আগস্টে মঞ্চস্থ হয়েছিল নাটকটি। দুই বছর পর ১৫ আগস্ট সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে আবার দেখা যাবে র্যাডক্লিফ লাইন।
৯ ঘণ্টা আগেগতকাল প্রকাশিত হলো আসিফ আকবরের ‘যত ভালোবাসি তোরে’ গানের ভিডিও। ডিপি মিউজিক স্টেশন ইউটিউব চ্যানেলে প্রকাশিত গানটির ভিডিওতে মডেল হয়েছেন নয়ন সানি ও অভিনেত্রী প্রিয়া অনন্যা। ভিডিও পরিচালনা করেছেন মোহন ইসলাম।
১৩ ঘণ্টা আগে