বিনোদন ডেস্ক
বলিউডে এ বছরের বক্স অফিসটা যেন ভূতেদের দখলে। অ্যাকশন, কমেডি কিংবা ড্রামা—অনেক ধরনের সিনেমাই যখন মুখ থুবড়ে পড়ছে, তখন হল ভরিয়ে দিচ্ছে ভূতের সিনেমা। এ বছর মুক্তি পাওয়া ‘মুঞ্ঝা’, ‘স্ত্রী টু’, ‘ভুলভুলাইয়া থ্রি’—সবই বক্স অফিসে সফল। স্ত্রী টু প্রায় ৯০০ কোটি রুপি আয় করে রেকর্ড গড়েছে। প্রায় ছয় বছর আগে মুক্তি পাওয়া ‘তুম্বড়’ এ বছর আবারও মুক্তি দেওয়া হয়। প্রথমবারের চেয়ে তিন গুণ বেশি ব্যবসা করেছে এ বছর।
পশ্চিমবঙ্গেও দেখা যাচ্ছে ভূতকে কেন্দ্র করে সিনেমা-সিরিজ নির্মাণের হিড়িক। সেখানে এ বছর মুক্তি পাওয়া ‘নিকষছায়া’ ও ‘পর্ণশবরীর শাপ’ প্রশংসিত হয়েছে। জয়া আহসান অভিনীত ‘ভূতপরী’ এ বছর ভালো ব্যবসা করেছে সিনেমা হলে। জায়গা পেয়েছে গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও।
ভূতেদের দাপট লক্ষ করা যাচ্ছে বাংলাদেশেও। এ বছর মুক্তি পাওয়া ‘আধুনিক বাংলা হোটেল’, ‘বিভাবরী’, ‘একটি খোলা জানালা’ কিংবা ‘চক্র’ ওয়েব কনটেন্টগুলো সবই ভৌতিক গল্পে তৈরি। কয়েক দিন আগে ঘোষণা এসেছে, তৈরি হচ্ছে ‘পেট কাটা ষ’ ভৌতিক সিরিজের সিক্যুয়েল।
যেহেতু ভূতের বাজার এখন ভালো, তাই বক্স অফিস দখলে রাখতে হিন্দি ইন্ডাস্ট্রিতেও পরপর হরর কমেডি সিনেমার ঘোষণা আসছে। প্রিয়দর্শনের সঙ্গে হরর-কমেডি সিনেমা ‘ভূত বাংলো’য় নাম লিখিয়েছেন অক্ষয়। অন্যদিকে, আনন্দ এল রাইয়ের পরিচালনায় ভৌতিক গল্পের ‘নয়ি নভেলি’ শুরু করছেন কৃতি শ্যানন। বলিউডে ভূতের সিনেমা আগেও তৈরি হয়েছে, কিন্তু তা ছিল অনেকটা পেছনের সারিতে। প্রধান সারির তারকাদের সেসব সিনেমায় কমই দেখা যেত। কিন্তু এখন মেইনস্ট্রিম সিনেমার সুপারস্টাররাই ভূত হচ্ছেন। বক্স অফিসে সাফল্য পেতে ভূতের রাজার বরই যে ব্রহ্মাস্ত্র, তার প্রমাণ তো পাওয়াই যাচ্ছে।
দেখতে পারেন দক্ষিণের ৫ ভূতের সিনেমা
ভূমিকা (তামিল সিনেমা)
এক নবদম্পতির গল্প। পরিত্যক্ত এক স্কুল সংস্কার করে সেখানে বাড়ি তৈরির কাজ শুরু করে তারা। কয়েক দিনের মধ্যে তারা বিভিন্ন অস্বাভাবিক কার্যকলাপ টের পেতে শুরু করে। মনে হয়, কোনো এক অদৃশ্য শক্তি তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে। সিনেমাটি দেখা যাচ্ছে নেটফ্লিক্সে।
মাসু এঙ্গিরা মাসিলামণি (তামিল সিনেমা)
অ্যাকশন হররের ভক্ত হয়ে থাকলে এই সিনেমা আপনার জন্য। এক প্রতারকের গল্প। ভয়াবহ সড়ক দুর্ঘটনার পর সে ভূতের সঙ্গে যোগাযোগের ক্ষমতা অর্জন করে। এমন এক ভূতের সন্ধান সে পায়, যে প্রতিশোধ নিতে চায়। দেখতে পারেন জি ফাইভে।
ভাগামাথি (তেলুগু সিনেমা)
এটিও অ্যাকশন হরর সিনেমা। এক পুলিশ কর্মকর্তা তার হবু স্বামীকে হত্যার দায়ে অভিযুক্ত হয়। জিজ্ঞাসাবাদের জন্য তাকে নিয়ে যাওয়া হয় পরিত্যক্ত এক বাড়িতে। সেখানে ঘটতে থাকে অস্বাভাবিক সব ঘটনা। দেখা যাচ্ছে জি ফাইভে।
এজরা (মালয়ালম সিনেমা)
পারিবারিক হরর থ্রিলার পছন্দ থাকলে এ সিনেমাটি দেখতে পারেন। রঞ্জন ও প্রিয়া নামের এক দম্পতি ঘুরতে যায়। একটি পুরোনো বাক্স খুঁজে পায় প্রিয়া। সেটা খুলতেই এক ভূত তার ওপর ভর করে। জানা যায়, বহুকাল ধরে অতৃপ্ত এক আত্মা বন্দী ছিল ওই বাক্সে। দেখা যাচ্ছে ডিজনি প্লাস হটস্টারে।
গেম ওভার (তামিল ও তেলুগু সিনেমা)
স্বপ্না নামের এক গেম ডিজাইনারের গল্প। এক দুর্ঘটনার পর চলার ক্ষমতা হারিয়ে ফেলে সে। হুইলচেয়ারই ভরসা তখন। একদিন কয়েকজন সিরিয়াল কিলার তার বাড়িতে ঢুকে পড়ে। তাকে বিভিন্ন ধরনের গেম খেলতে বাধ্য করে। দেখা যাচ্ছে নেটফ্লিক্সে।
বলিউডে এ বছরের বক্স অফিসটা যেন ভূতেদের দখলে। অ্যাকশন, কমেডি কিংবা ড্রামা—অনেক ধরনের সিনেমাই যখন মুখ থুবড়ে পড়ছে, তখন হল ভরিয়ে দিচ্ছে ভূতের সিনেমা। এ বছর মুক্তি পাওয়া ‘মুঞ্ঝা’, ‘স্ত্রী টু’, ‘ভুলভুলাইয়া থ্রি’—সবই বক্স অফিসে সফল। স্ত্রী টু প্রায় ৯০০ কোটি রুপি আয় করে রেকর্ড গড়েছে। প্রায় ছয় বছর আগে মুক্তি পাওয়া ‘তুম্বড়’ এ বছর আবারও মুক্তি দেওয়া হয়। প্রথমবারের চেয়ে তিন গুণ বেশি ব্যবসা করেছে এ বছর।
পশ্চিমবঙ্গেও দেখা যাচ্ছে ভূতকে কেন্দ্র করে সিনেমা-সিরিজ নির্মাণের হিড়িক। সেখানে এ বছর মুক্তি পাওয়া ‘নিকষছায়া’ ও ‘পর্ণশবরীর শাপ’ প্রশংসিত হয়েছে। জয়া আহসান অভিনীত ‘ভূতপরী’ এ বছর ভালো ব্যবসা করেছে সিনেমা হলে। জায়গা পেয়েছে গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও।
ভূতেদের দাপট লক্ষ করা যাচ্ছে বাংলাদেশেও। এ বছর মুক্তি পাওয়া ‘আধুনিক বাংলা হোটেল’, ‘বিভাবরী’, ‘একটি খোলা জানালা’ কিংবা ‘চক্র’ ওয়েব কনটেন্টগুলো সবই ভৌতিক গল্পে তৈরি। কয়েক দিন আগে ঘোষণা এসেছে, তৈরি হচ্ছে ‘পেট কাটা ষ’ ভৌতিক সিরিজের সিক্যুয়েল।
যেহেতু ভূতের বাজার এখন ভালো, তাই বক্স অফিস দখলে রাখতে হিন্দি ইন্ডাস্ট্রিতেও পরপর হরর কমেডি সিনেমার ঘোষণা আসছে। প্রিয়দর্শনের সঙ্গে হরর-কমেডি সিনেমা ‘ভূত বাংলো’য় নাম লিখিয়েছেন অক্ষয়। অন্যদিকে, আনন্দ এল রাইয়ের পরিচালনায় ভৌতিক গল্পের ‘নয়ি নভেলি’ শুরু করছেন কৃতি শ্যানন। বলিউডে ভূতের সিনেমা আগেও তৈরি হয়েছে, কিন্তু তা ছিল অনেকটা পেছনের সারিতে। প্রধান সারির তারকাদের সেসব সিনেমায় কমই দেখা যেত। কিন্তু এখন মেইনস্ট্রিম সিনেমার সুপারস্টাররাই ভূত হচ্ছেন। বক্স অফিসে সাফল্য পেতে ভূতের রাজার বরই যে ব্রহ্মাস্ত্র, তার প্রমাণ তো পাওয়াই যাচ্ছে।
দেখতে পারেন দক্ষিণের ৫ ভূতের সিনেমা
ভূমিকা (তামিল সিনেমা)
এক নবদম্পতির গল্প। পরিত্যক্ত এক স্কুল সংস্কার করে সেখানে বাড়ি তৈরির কাজ শুরু করে তারা। কয়েক দিনের মধ্যে তারা বিভিন্ন অস্বাভাবিক কার্যকলাপ টের পেতে শুরু করে। মনে হয়, কোনো এক অদৃশ্য শক্তি তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে। সিনেমাটি দেখা যাচ্ছে নেটফ্লিক্সে।
মাসু এঙ্গিরা মাসিলামণি (তামিল সিনেমা)
অ্যাকশন হররের ভক্ত হয়ে থাকলে এই সিনেমা আপনার জন্য। এক প্রতারকের গল্প। ভয়াবহ সড়ক দুর্ঘটনার পর সে ভূতের সঙ্গে যোগাযোগের ক্ষমতা অর্জন করে। এমন এক ভূতের সন্ধান সে পায়, যে প্রতিশোধ নিতে চায়। দেখতে পারেন জি ফাইভে।
ভাগামাথি (তেলুগু সিনেমা)
এটিও অ্যাকশন হরর সিনেমা। এক পুলিশ কর্মকর্তা তার হবু স্বামীকে হত্যার দায়ে অভিযুক্ত হয়। জিজ্ঞাসাবাদের জন্য তাকে নিয়ে যাওয়া হয় পরিত্যক্ত এক বাড়িতে। সেখানে ঘটতে থাকে অস্বাভাবিক সব ঘটনা। দেখা যাচ্ছে জি ফাইভে।
এজরা (মালয়ালম সিনেমা)
পারিবারিক হরর থ্রিলার পছন্দ থাকলে এ সিনেমাটি দেখতে পারেন। রঞ্জন ও প্রিয়া নামের এক দম্পতি ঘুরতে যায়। একটি পুরোনো বাক্স খুঁজে পায় প্রিয়া। সেটা খুলতেই এক ভূত তার ওপর ভর করে। জানা যায়, বহুকাল ধরে অতৃপ্ত এক আত্মা বন্দী ছিল ওই বাক্সে। দেখা যাচ্ছে ডিজনি প্লাস হটস্টারে।
গেম ওভার (তামিল ও তেলুগু সিনেমা)
স্বপ্না নামের এক গেম ডিজাইনারের গল্প। এক দুর্ঘটনার পর চলার ক্ষমতা হারিয়ে ফেলে সে। হুইলচেয়ারই ভরসা তখন। একদিন কয়েকজন সিরিয়াল কিলার তার বাড়িতে ঢুকে পড়ে। তাকে বিভিন্ন ধরনের গেম খেলতে বাধ্য করে। দেখা যাচ্ছে নেটফ্লিক্সে।
অভিনয়ের পাশাপাশি অনেক তারকা বিভিন্ন ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত হন। কারও রয়েছে রেস্তোরাঁ, কেউ যুক্ত স্যালন ও পারলারের সঙ্গে, কারও রয়েছে ফ্যাশন ব্র্যান্ড। অভিনেত্রী মেহজাবীন চৌধুরীও যুক্ত হয়েছেন ব্যবসার সঙ্গে।
৯ ঘণ্টা আগেঅপু বিশ্বাসের পর এবার শবনম বুবলী ও ছেলে বীরকে নিয়ে যুক্তরাষ্ট্রে ঘুরছেন শাকিব। আজ দুপুরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে তাঁদের একসঙ্গে সময় কাটানোর কয়েকটি ছবি। এরপর বিষয়টি আর গোপন রাখেননি বুবলী। তিনজনের বেশ কয়েকটি ছবি ফেসবুকে শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘লাইফ ইন ইউএসএ’।
১০ ঘণ্টা আগেনাট্যদল বাতিঘর থিয়েটারের আলোচিত নাটক ‘র্যাডক্লিফ লাইন’ আবার ফিরছে মঞ্চে। সর্বশেষ ২০২৩ সালের আগস্টে মঞ্চস্থ হয়েছিল নাটকটি। দুই বছর পর ১৫ আগস্ট সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে আবার দেখা যাবে র্যাডক্লিফ লাইন।
১৮ ঘণ্টা আগেগতকাল প্রকাশিত হলো আসিফ আকবরের ‘যত ভালোবাসি তোরে’ গানের ভিডিও। ডিপি মিউজিক স্টেশন ইউটিউব চ্যানেলে প্রকাশিত গানটির ভিডিওতে মডেল হয়েছেন নয়ন সানি ও অভিনেত্রী প্রিয়া অনন্যা। ভিডিও পরিচালনা করেছেন মোহন ইসলাম।
১ দিন আগে