টিউমার হয়েছিল অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর। গত বছর অপারেশনও হয়েছে। কিছুটা সুস্থ হয়ে শুটিং শুরু করেছিলেন। কিছুদিন পর ব্যথা বাড়তে থাকে। এই বছর মার্চে ফের অপারেশন করাতে হয়। চিকিৎসকের পরামর্শে শুরু হয় ছয় মাসের বিশ্রাম। এর মধ্যে পেয়ে বসে ডিপ্রেশন।
মানসিকভাবে ভাঙাচোরা সময় কাটাচ্ছিলেন ঋতাভরী। সেই সময় এক ‘ডাক্তার বন্ধু’র আগমন। পাশাপাশি থেকে বন্ধুর চেয়েও বেশি জীবনসঙ্গী হয়ে উঠেছেন তিনি। এখন বিয়ের কথা ভাবছেন ঋতাভরী। হবু বর পেশায় মনোবিদ। নাম তথাগত চট্টোপাধ্যায়। ঋতাভরীর মতে, বাঙালি ছেলের সঙ্গে প্রেম করতে আরাম আছে। বাংলায় কথা বলা যায়। সেই সঙ্গে রুচি, শিল্পবোধ এসবের মিল তো রয়েছেই। এর আগে যাঁর সঙ্গে প্রেম করতেন, তিনি ছিলেন মুম্বাইয়ের। বাংলায় কথা বলতে পারতেন না।
ঋতাভরী আর তথাগতর প্রেমের বয়স খুব বেশি দিনের নয়। আর ওই সময়টা ঋতাভরী ছিলেন শয্যাশায়ী। ভারতীয় গণমাধ্যমকে ঋতা বলেন, ‘দ্বিতীয় সার্জারির পরে ও আমার বাড়িতে আসত দেখা করতে। খুব তাড়াতাড়ি আমরা কাছাকাছি এসেছিলাম। ধীরে ধীরে অনুভব করতে শুরু করলাম, আমিও কারও ওপর নির্ভর করতে পারি।’
বিয়েতে ভয় পান ঋতাভরী। কারণ, ঋতাভরীর বেড়ে ওঠা একটা ব্রোকেন ফ্যামিলিতে। তা ছাড়া হুট করে কেউ যদি এসে খবরদারি শুরু করেন, মেনে নিতে পারেন না। তবে তথাগত নাকি ব্যতিক্রম। ঋতাভরী বলেন, ‘সত্যি বলতে, এর আগে কাউকে দেখে মনে হয়নি, তার সঙ্গে সংসার করতে পারব। তবে আমার কিছু বলার আগে হঠাৎ একদিন ও-ই বলল, তুমি পাশে থাকলে তোমার প্রতি কেমন বউ বউ ফিলিং আসে।’
ঋতাভরীর একটাই শর্ত ছিল, যাকে বিয়ে করব, বিয়ের আগে তার সঙ্গে কিছুদিন থাকতে চাই। জানতে চাই দুজনকে। তাই ঠিক হলো, এ বছর ডিসেম্বরে এনগেজমেন্ট করে একসঙ্গে থাকবেন কিছুদিন। করোনা পরিস্থিতি ঠিক হলে জাঁকজমক করে বিয়ে করবেন। নিজেদের বোঝাপড়াটা নাকি বেশ ভালো মনে হচ্ছে। তাই ঋতাভরী এখন নিজেকে গোছাচ্ছেন বিয়ের জন্য।
‘ওগো বধু সুন্দরী’ ধারাবাহিকের মূল চরিত্রে অভিনয় দিয়ে টিভি সিরিয়ালে যাত্রা শুরু ঋতাভরীর। তাঁর অভিনীত ছবি ‘এফআইআর’ মুক্তি পাচ্ছে সামনে পূজায়। এ ছাড়া অনুরাগ কাশ্যপের প্রযোজনায় একটি হিন্দি ছবি হাতে রয়েছে। ‘মায়া মৃগয়া’ নামে আরেকটা ছবির শুটিং শুরু করবেন। অংশুমান প্রত্যুষের নাম ঠিক না হওয়া একটি ছবিও পাকাপাকি হয়ে আছে।
টিউমার হয়েছিল অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর। গত বছর অপারেশনও হয়েছে। কিছুটা সুস্থ হয়ে শুটিং শুরু করেছিলেন। কিছুদিন পর ব্যথা বাড়তে থাকে। এই বছর মার্চে ফের অপারেশন করাতে হয়। চিকিৎসকের পরামর্শে শুরু হয় ছয় মাসের বিশ্রাম। এর মধ্যে পেয়ে বসে ডিপ্রেশন।
মানসিকভাবে ভাঙাচোরা সময় কাটাচ্ছিলেন ঋতাভরী। সেই সময় এক ‘ডাক্তার বন্ধু’র আগমন। পাশাপাশি থেকে বন্ধুর চেয়েও বেশি জীবনসঙ্গী হয়ে উঠেছেন তিনি। এখন বিয়ের কথা ভাবছেন ঋতাভরী। হবু বর পেশায় মনোবিদ। নাম তথাগত চট্টোপাধ্যায়। ঋতাভরীর মতে, বাঙালি ছেলের সঙ্গে প্রেম করতে আরাম আছে। বাংলায় কথা বলা যায়। সেই সঙ্গে রুচি, শিল্পবোধ এসবের মিল তো রয়েছেই। এর আগে যাঁর সঙ্গে প্রেম করতেন, তিনি ছিলেন মুম্বাইয়ের। বাংলায় কথা বলতে পারতেন না।
ঋতাভরী আর তথাগতর প্রেমের বয়স খুব বেশি দিনের নয়। আর ওই সময়টা ঋতাভরী ছিলেন শয্যাশায়ী। ভারতীয় গণমাধ্যমকে ঋতা বলেন, ‘দ্বিতীয় সার্জারির পরে ও আমার বাড়িতে আসত দেখা করতে। খুব তাড়াতাড়ি আমরা কাছাকাছি এসেছিলাম। ধীরে ধীরে অনুভব করতে শুরু করলাম, আমিও কারও ওপর নির্ভর করতে পারি।’
বিয়েতে ভয় পান ঋতাভরী। কারণ, ঋতাভরীর বেড়ে ওঠা একটা ব্রোকেন ফ্যামিলিতে। তা ছাড়া হুট করে কেউ যদি এসে খবরদারি শুরু করেন, মেনে নিতে পারেন না। তবে তথাগত নাকি ব্যতিক্রম। ঋতাভরী বলেন, ‘সত্যি বলতে, এর আগে কাউকে দেখে মনে হয়নি, তার সঙ্গে সংসার করতে পারব। তবে আমার কিছু বলার আগে হঠাৎ একদিন ও-ই বলল, তুমি পাশে থাকলে তোমার প্রতি কেমন বউ বউ ফিলিং আসে।’
ঋতাভরীর একটাই শর্ত ছিল, যাকে বিয়ে করব, বিয়ের আগে তার সঙ্গে কিছুদিন থাকতে চাই। জানতে চাই দুজনকে। তাই ঠিক হলো, এ বছর ডিসেম্বরে এনগেজমেন্ট করে একসঙ্গে থাকবেন কিছুদিন। করোনা পরিস্থিতি ঠিক হলে জাঁকজমক করে বিয়ে করবেন। নিজেদের বোঝাপড়াটা নাকি বেশ ভালো মনে হচ্ছে। তাই ঋতাভরী এখন নিজেকে গোছাচ্ছেন বিয়ের জন্য।
‘ওগো বধু সুন্দরী’ ধারাবাহিকের মূল চরিত্রে অভিনয় দিয়ে টিভি সিরিয়ালে যাত্রা শুরু ঋতাভরীর। তাঁর অভিনীত ছবি ‘এফআইআর’ মুক্তি পাচ্ছে সামনে পূজায়। এ ছাড়া অনুরাগ কাশ্যপের প্রযোজনায় একটি হিন্দি ছবি হাতে রয়েছে। ‘মায়া মৃগয়া’ নামে আরেকটা ছবির শুটিং শুরু করবেন। অংশুমান প্রত্যুষের নাম ঠিক না হওয়া একটি ছবিও পাকাপাকি হয়ে আছে।
বরবাদ দিয়ে নতুন রেকর্ড গড়েছেন শাকিব খান। দেশের পাশাপাশি বিদেশেও ভালো সাড়া ফেলেছে মেহেদি হাসান হৃদয় পরিচালিত সিনেমাটি। তবে শাকিব এবার আরও বড় স্বপ্ন দেখছেন। এবার তাঁর স্বপ্ন ১০০ কোটির। বলিউডের মতো তাঁর সিনেমাও ভবিষ্যতে শতকোটির ক্লাবে নাম লেখাবে, আশা শাকিবের।
২ ঘণ্টা আগেগত সোমবার হঠাৎ ছড়িয়ে পড়ে গুজব—ববিতা অসুস্থ! ফরিদা আক্তার ববিতা নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয় হাতে ক্যানুলা লাগানো একটি ছবি। সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে সে খবর। তবে ববিতা গণমাধ্যমকে জানালেন, তিনি সুস্থ আছেন। অসুস্থতার ভুয়া খবর ছড়ানোয় বিব্রত অভিনেত্রী।
২ ঘণ্টা আগেখ্যাতিমান কথাসাহিত্যিক শহীদুল জহিরের ছোটগল্পের অনুপ্রেরণায় তৈরি হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দাঁড়কাক’। বানিয়েছেন জায়েদ সিদ্দিকী। তোরাব শেখ নামের একজন বয়স্ক মানুষকে নিয়ে এ সিনেমার গল্প। তার উপার্জন নেই, ফলে এই সংসারে নিজেকে অপ্রয়োজনীয় বোধ করে সে। তার অজান্তে মেয়ের বিয়ে দেওয়ায় সে ক্ষুব্ধ হয়।
১৪ ঘণ্টা আগেমুহাম্মদ ইমরান হোসেনের ‘অন্তরালে প্রেম’ নাটকে প্রথম একসঙ্গে অভিনয় করেছিলেন তানিয়া বৃষ্টি ও পার্থ শেখ। আগামী কোরবানির ঈদের জন্য আবার তাঁরা একসঙ্গে অভিনয় করলেন। নাটকের নাম ‘এই শহরে মেঘেরা একা’। মেহরাব জাহিদের রচনায় নাটকটি পরিচালনা করছেন সোহেল রানা ইমন। গত রোব ও সোমবার রাজধানীর উত্তরার দোলনচাঁপা শুটিং
১৪ ঘণ্টা আগে