টিউমার হয়েছিল অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর। গত বছর অপারেশনও হয়েছে। কিছুটা সুস্থ হয়ে শুটিং শুরু করেছিলেন। কিছুদিন পর ব্যথা বাড়তে থাকে। এই বছর মার্চে ফের অপারেশন করাতে হয়। চিকিৎসকের পরামর্শে শুরু হয় ছয় মাসের বিশ্রাম। এর মধ্যে পেয়ে বসে ডিপ্রেশন।
মানসিকভাবে ভাঙাচোরা সময় কাটাচ্ছিলেন ঋতাভরী। সেই সময় এক ‘ডাক্তার বন্ধু’র আগমন। পাশাপাশি থেকে বন্ধুর চেয়েও বেশি জীবনসঙ্গী হয়ে উঠেছেন তিনি। এখন বিয়ের কথা ভাবছেন ঋতাভরী। হবু বর পেশায় মনোবিদ। নাম তথাগত চট্টোপাধ্যায়। ঋতাভরীর মতে, বাঙালি ছেলের সঙ্গে প্রেম করতে আরাম আছে। বাংলায় কথা বলা যায়। সেই সঙ্গে রুচি, শিল্পবোধ এসবের মিল তো রয়েছেই। এর আগে যাঁর সঙ্গে প্রেম করতেন, তিনি ছিলেন মুম্বাইয়ের। বাংলায় কথা বলতে পারতেন না।
ঋতাভরী আর তথাগতর প্রেমের বয়স খুব বেশি দিনের নয়। আর ওই সময়টা ঋতাভরী ছিলেন শয্যাশায়ী। ভারতীয় গণমাধ্যমকে ঋতা বলেন, ‘দ্বিতীয় সার্জারির পরে ও আমার বাড়িতে আসত দেখা করতে। খুব তাড়াতাড়ি আমরা কাছাকাছি এসেছিলাম। ধীরে ধীরে অনুভব করতে শুরু করলাম, আমিও কারও ওপর নির্ভর করতে পারি।’
বিয়েতে ভয় পান ঋতাভরী। কারণ, ঋতাভরীর বেড়ে ওঠা একটা ব্রোকেন ফ্যামিলিতে। তা ছাড়া হুট করে কেউ যদি এসে খবরদারি শুরু করেন, মেনে নিতে পারেন না। তবে তথাগত নাকি ব্যতিক্রম। ঋতাভরী বলেন, ‘সত্যি বলতে, এর আগে কাউকে দেখে মনে হয়নি, তার সঙ্গে সংসার করতে পারব। তবে আমার কিছু বলার আগে হঠাৎ একদিন ও-ই বলল, তুমি পাশে থাকলে তোমার প্রতি কেমন বউ বউ ফিলিং আসে।’
ঋতাভরীর একটাই শর্ত ছিল, যাকে বিয়ে করব, বিয়ের আগে তার সঙ্গে কিছুদিন থাকতে চাই। জানতে চাই দুজনকে। তাই ঠিক হলো, এ বছর ডিসেম্বরে এনগেজমেন্ট করে একসঙ্গে থাকবেন কিছুদিন। করোনা পরিস্থিতি ঠিক হলে জাঁকজমক করে বিয়ে করবেন। নিজেদের বোঝাপড়াটা নাকি বেশ ভালো মনে হচ্ছে। তাই ঋতাভরী এখন নিজেকে গোছাচ্ছেন বিয়ের জন্য।
‘ওগো বধু সুন্দরী’ ধারাবাহিকের মূল চরিত্রে অভিনয় দিয়ে টিভি সিরিয়ালে যাত্রা শুরু ঋতাভরীর। তাঁর অভিনীত ছবি ‘এফআইআর’ মুক্তি পাচ্ছে সামনে পূজায়। এ ছাড়া অনুরাগ কাশ্যপের প্রযোজনায় একটি হিন্দি ছবি হাতে রয়েছে। ‘মায়া মৃগয়া’ নামে আরেকটা ছবির শুটিং শুরু করবেন। অংশুমান প্রত্যুষের নাম ঠিক না হওয়া একটি ছবিও পাকাপাকি হয়ে আছে।
টিউমার হয়েছিল অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর। গত বছর অপারেশনও হয়েছে। কিছুটা সুস্থ হয়ে শুটিং শুরু করেছিলেন। কিছুদিন পর ব্যথা বাড়তে থাকে। এই বছর মার্চে ফের অপারেশন করাতে হয়। চিকিৎসকের পরামর্শে শুরু হয় ছয় মাসের বিশ্রাম। এর মধ্যে পেয়ে বসে ডিপ্রেশন।
মানসিকভাবে ভাঙাচোরা সময় কাটাচ্ছিলেন ঋতাভরী। সেই সময় এক ‘ডাক্তার বন্ধু’র আগমন। পাশাপাশি থেকে বন্ধুর চেয়েও বেশি জীবনসঙ্গী হয়ে উঠেছেন তিনি। এখন বিয়ের কথা ভাবছেন ঋতাভরী। হবু বর পেশায় মনোবিদ। নাম তথাগত চট্টোপাধ্যায়। ঋতাভরীর মতে, বাঙালি ছেলের সঙ্গে প্রেম করতে আরাম আছে। বাংলায় কথা বলা যায়। সেই সঙ্গে রুচি, শিল্পবোধ এসবের মিল তো রয়েছেই। এর আগে যাঁর সঙ্গে প্রেম করতেন, তিনি ছিলেন মুম্বাইয়ের। বাংলায় কথা বলতে পারতেন না।
ঋতাভরী আর তথাগতর প্রেমের বয়স খুব বেশি দিনের নয়। আর ওই সময়টা ঋতাভরী ছিলেন শয্যাশায়ী। ভারতীয় গণমাধ্যমকে ঋতা বলেন, ‘দ্বিতীয় সার্জারির পরে ও আমার বাড়িতে আসত দেখা করতে। খুব তাড়াতাড়ি আমরা কাছাকাছি এসেছিলাম। ধীরে ধীরে অনুভব করতে শুরু করলাম, আমিও কারও ওপর নির্ভর করতে পারি।’
বিয়েতে ভয় পান ঋতাভরী। কারণ, ঋতাভরীর বেড়ে ওঠা একটা ব্রোকেন ফ্যামিলিতে। তা ছাড়া হুট করে কেউ যদি এসে খবরদারি শুরু করেন, মেনে নিতে পারেন না। তবে তথাগত নাকি ব্যতিক্রম। ঋতাভরী বলেন, ‘সত্যি বলতে, এর আগে কাউকে দেখে মনে হয়নি, তার সঙ্গে সংসার করতে পারব। তবে আমার কিছু বলার আগে হঠাৎ একদিন ও-ই বলল, তুমি পাশে থাকলে তোমার প্রতি কেমন বউ বউ ফিলিং আসে।’
ঋতাভরীর একটাই শর্ত ছিল, যাকে বিয়ে করব, বিয়ের আগে তার সঙ্গে কিছুদিন থাকতে চাই। জানতে চাই দুজনকে। তাই ঠিক হলো, এ বছর ডিসেম্বরে এনগেজমেন্ট করে একসঙ্গে থাকবেন কিছুদিন। করোনা পরিস্থিতি ঠিক হলে জাঁকজমক করে বিয়ে করবেন। নিজেদের বোঝাপড়াটা নাকি বেশ ভালো মনে হচ্ছে। তাই ঋতাভরী এখন নিজেকে গোছাচ্ছেন বিয়ের জন্য।
‘ওগো বধু সুন্দরী’ ধারাবাহিকের মূল চরিত্রে অভিনয় দিয়ে টিভি সিরিয়ালে যাত্রা শুরু ঋতাভরীর। তাঁর অভিনীত ছবি ‘এফআইআর’ মুক্তি পাচ্ছে সামনে পূজায়। এ ছাড়া অনুরাগ কাশ্যপের প্রযোজনায় একটি হিন্দি ছবি হাতে রয়েছে। ‘মায়া মৃগয়া’ নামে আরেকটা ছবির শুটিং শুরু করবেন। অংশুমান প্রত্যুষের নাম ঠিক না হওয়া একটি ছবিও পাকাপাকি হয়ে আছে।
সাধারণত ‘সুপারস্টার’ কিংবা ‘মেগাস্টার’—এ ধরনের তকমা পছন্দ নয় দেবের। রঘু ডাকাত সিনেমায়ও তাঁর নামের আগে মেগাস্টার শব্দটি ব্যবহার করার বিরোধী ছিলেন তিনি।
৯ ঘণ্টা আগেনায়ক জসীমের ছেলে ‘ওন্ড’ ব্যান্ডের ভোকাল এ কে রাতুল মারা গেছেন। আজ রোববার বেলা সাড়ে ৩টার দিকে জিমে শরীরচর্চা করার সময় তিনি হৃদ্রোগে আক্রান্ত হন। এরপর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। রাতুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সংগীতশিল্পী আলিফ আলাউদ্দীনসহ একাধিকজন।
১০ ঘণ্টা আগেবলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের সাবেক স্বামী বিশিষ্ট ব্যবসায়ী সঞ্জয় কাপুর গত ১২ জুন মারা গেছেন। তাঁর আকস্মিক মৃত্যুর এক মাস পর, তাঁর পরিবারের ৩০ হাজার কোটি রুপির সম্পত্তি নিয়ে নতুন করে বিরোধ দেখা দিয়েছে।
১১ ঘণ্টা আগেবলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত আবারও খবরের শিরোনামে এসেছেন। তবে এবার কোনো সিনেমা নয়, শ্রাবণ মাসে পাঁঠার মাংস খাওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে বিতর্কের মুখে পড়েছেন তিনি। সম্প্রতি একটি ভিডিও পোস্ট করে অভিনেত্রী তাঁর উপবাস ও খাদ্য গ্রহণ নিয়ে ব্যক্তিগত ও সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন।
১১ ঘণ্টা আগে