Ajker Patrika

আমি কখনো হারি না, হয় জিতি না হয় শিখি

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ২২: ০৩
ঢাকা ক্যাপিটালসের খেলার সময় স্টেডিয়ামে শাকিব খান। ছবি: বিসিবি
ঢাকা ক্যাপিটালসের খেলার সময় স্টেডিয়ামে শাকিব খান। ছবি: বিসিবি

প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা ক্যাপিটালসের মালিকানা নিয়েছে চিত্রনায়ক শাকিব খানের প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যান। দলটির হয়ে সরব ছিলেন ঢাকাই সিনেমার এই নায়ক। তবে আসরজুড়েই মাঠের খেলায় হতাশ করেছে ঢাকা ক্যাপিটালস। ১২ ম্যাচের মাত্র ৩টি খেলায় জয়ের মুখ দেখেছে দলটি। তবে দলের পারফরম্যান্সে হতাশ নন শাকিব। জানালেন ভবিষ্যতে আরও শক্তিশালী, আগ্রাসী এবং জয়ের জন্য প্রস্তুত হয়ে ফিরবে ঢাকা ক্যাপিটালস।

ঢাকা ক্যাপিটালসের প্রথম ম্যাচের মতো শেষ ম্যাচেও মাঠে উপস্থিত ছিলেন শাকিব খান। তবে দুই ম্যাচেই মাঠে বসে নিজ দলের হার দেখতে হলো তাঁকে। গতকাল খুলনা টাইগার্সের কাছে হেরে বিপিএলের এবারের আসর শেষ করেছে ঢাকা ক্যাপিটালস। প্রথম দিন দলের পরাজয় টের পেয়ে ম্যাচ শেষ হওয়ার আগেভাগে স্টেডিয়াম ছাড়লেও এদিন শেষ পর্যন্ত মাঠে ছিলেন। পুরস্কার বিতরণী মঞ্চেও দেখা গেছে শাকিব খানকে। ম্যাচ শেষে সোশ্যাল মিডিয়ায় প্রথমবার বিপিএল নিয়ে নিজের অভিজ্ঞতা জানান তিনি।

ঢাকা ক্যাপিটালসের খেলার সময় স্টেডিয়ামে শাকিব খান। ছবি: বিসিবি
ঢাকা ক্যাপিটালসের খেলার সময় স্টেডিয়ামে শাকিব খান। ছবি: বিসিবি

ফেসবুকে শাকিব লেখেন, ‘এবারের বিপিএলে আমরা ঢাকা ক্যাপিটালস দল নিয়ে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলাম। এটি আমাদের জন্য যেমন নতুন অভিজ্ঞতা ছিল, তেমনি ছিল নতুন চ্যালেঞ্জ। প্রথমবার ক্রিকেটের এমন আসরে অংশ নিয়ে আমরাও ভালো করার চেষ্টা করেছি। যেহেতু এবারই শুরু, তাই সবদিক থেকে নতুন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি। যাঁরা আমাকে পছন্দ করেন, তাঁরা হয়তো জেনে থাকবেন, আপনাদের নিঃস্বার্থ ভালোবাসায় আমি কখনো হারি না; হয় জিতি না হয় শিখি। হয়তো ভবিষ্যতে আমাদের আরও শক্তিশালী, আগ্রাসী এবং জয়ের জন্য আরও প্রস্তুত দেখতে পাবেন—এটাই আমাদের প্রতিশ্রুতি।’

ঢাকা ক্যাপিটালসকে বিপিএল চ্যাম্পিয়ন করার স্বপ্নের কথা জানিয়ে শাকিব লেখেন, ‘ঢাকা ক্যাপিটালসের খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট, সমর্থক এবং স্পনসর হিসেবে যাঁরা যুক্ত ছিলেন, সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। আপনাদের ভালোবাসা, সমর্থন আর বিশ্বাসই আমাদের সবচেয়ে বড় শক্তি। আসুন, ভবিষ্যতে সবাই মিলে ঢাকা ক্যাপিটালসকে চ্যাম্পিয়ন করার স্বপ্ন দেখি এবং সেটাকে বাস্তবে রূপ দিই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৫ আগস্টে আমরা পুলিশ মেরে ঝুলিয়ে রেখেছি—সিগন্যাল দেওয়ায় ট্রাফিক সার্জেন্টকে হুমকি

ছুটিতে গেলেন সেই বিচারক

জাতীয়করণের দাবিতে পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রায় অর্ধশত মাদ্রাসাশিক্ষক আহত

নির্বাচন বানচালের জন্য দেশের ভেতরে–বাইরে অনেক শক্তি কাজ করবে, প্রধান উপদেষ্টার সতর্কতা

‘শত শত কোটি ডলারের’ ক্ষতি: অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিশ্বব্যাংকের সালিস আদালতে এস আলম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ