‘পোস্ত’র কথা মনে আছে? নির্মাতা জুটি শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের এ সিনেমা মুক্তি পায় ২০১৭ সালে। এর আগের দুই বছরে তাঁদের ‘বেলাশেষে’ ও ‘প্রাক্তন’ বক্স অফিসে বলতে গেলে ঝড় তুলেছিল। তাই ‘পোস্ত’ যখন মুক্তি পায়, হইহই করে দেখেছিল দর্শক।
সন্তানের অভিভাবকত্ব নিয়ে বাবা ও ঠাকুরদার লড়াই গড়ায় আদালতে—মোটাদাগে এটিই ‘পোস্ত’র গল্প। সৌমিত্র চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী, যিশু সেনগুপ্ত, পরান বন্দ্যোপাধ্যায়, লিলি চক্রবর্তী—প্রত্যেকেরই অভিনয় হাসিয়েছিল, কাঁদিয়েছিল দর্শকদের।
বছর পাঁচেকের মাথায় এসে ‘পোস্ত’ নিয়ে নতুন খবর শোনা গেল। পরিচালক জুটি শিবপ্রসাদ-নন্দিতা এ সিনেমার হিন্দি রিমেক বানাচ্ছেন। সমস্ত প্রস্তুতি শেষ, এ মাস থেকেই শুরু হবে শুটিং।
যেহেতু হিন্দি সিনেমা, আর ‘পোস্ত’র অন্যতম প্রধান শক্তি সৌমিত্র চট্টোপাধ্যায়ও প্রয়াত হয়েছেন; তাই হিন্দি রিমেকে বদলে যাচ্ছে অভিনয়শিল্পী। সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত চরিত্রে থাকবেন পরেশ রাওয়াল। যিশু সেনগুপ্ত অভিনীত চরিত্রে দেখা যাবে অমিত সাধকে। একটি গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য নাসিরুদ্দিন শাহকে প্রস্তাব দেওয়া হয়েছে। তবে তাঁর পক্ষ থেকে এখনও সবুজ সংকেত আসেনি।
বাংলা ‘পোস্ত’র মূল চরিত্রে অভিনয় করেছিল শিশুশিল্পী অর্ঘ্য বসু। হিন্দি রিমেকে এ চরিত্রের অভিনেতা নেওয়া হয়েছে বলিউড থেকে।
কেবল মিমি চক্রবর্তী বদল হচ্ছেন না। তিনি থাকছেন ‘পোস্ত’র হিন্দি রিমেকে। একই চরিত্রে। সে হিসেবে এটিই হতে যাচ্ছে মিমির প্রথম হিন্দি সিনেমা।
হিন্দিতে ‘পোস্ত’ সিনেমাটির নাম কী হবে, তা জানা যায়নি এখনো।
‘পোস্ত’র কথা মনে আছে? নির্মাতা জুটি শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের এ সিনেমা মুক্তি পায় ২০১৭ সালে। এর আগের দুই বছরে তাঁদের ‘বেলাশেষে’ ও ‘প্রাক্তন’ বক্স অফিসে বলতে গেলে ঝড় তুলেছিল। তাই ‘পোস্ত’ যখন মুক্তি পায়, হইহই করে দেখেছিল দর্শক।
সন্তানের অভিভাবকত্ব নিয়ে বাবা ও ঠাকুরদার লড়াই গড়ায় আদালতে—মোটাদাগে এটিই ‘পোস্ত’র গল্প। সৌমিত্র চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী, যিশু সেনগুপ্ত, পরান বন্দ্যোপাধ্যায়, লিলি চক্রবর্তী—প্রত্যেকেরই অভিনয় হাসিয়েছিল, কাঁদিয়েছিল দর্শকদের।
বছর পাঁচেকের মাথায় এসে ‘পোস্ত’ নিয়ে নতুন খবর শোনা গেল। পরিচালক জুটি শিবপ্রসাদ-নন্দিতা এ সিনেমার হিন্দি রিমেক বানাচ্ছেন। সমস্ত প্রস্তুতি শেষ, এ মাস থেকেই শুরু হবে শুটিং।
যেহেতু হিন্দি সিনেমা, আর ‘পোস্ত’র অন্যতম প্রধান শক্তি সৌমিত্র চট্টোপাধ্যায়ও প্রয়াত হয়েছেন; তাই হিন্দি রিমেকে বদলে যাচ্ছে অভিনয়শিল্পী। সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত চরিত্রে থাকবেন পরেশ রাওয়াল। যিশু সেনগুপ্ত অভিনীত চরিত্রে দেখা যাবে অমিত সাধকে। একটি গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য নাসিরুদ্দিন শাহকে প্রস্তাব দেওয়া হয়েছে। তবে তাঁর পক্ষ থেকে এখনও সবুজ সংকেত আসেনি।
বাংলা ‘পোস্ত’র মূল চরিত্রে অভিনয় করেছিল শিশুশিল্পী অর্ঘ্য বসু। হিন্দি রিমেকে এ চরিত্রের অভিনেতা নেওয়া হয়েছে বলিউড থেকে।
কেবল মিমি চক্রবর্তী বদল হচ্ছেন না। তিনি থাকছেন ‘পোস্ত’র হিন্দি রিমেকে। একই চরিত্রে। সে হিসেবে এটিই হতে যাচ্ছে মিমির প্রথম হিন্দি সিনেমা।
হিন্দিতে ‘পোস্ত’ সিনেমাটির নাম কী হবে, তা জানা যায়নি এখনো।
সৌদি আরবের প্রথম দিকের কয়েকজন নারী র্যাপারের একজন জারা। সংগীতশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সৌদির সীমানা পেরিয়ে তিনি এখন সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে থাকছেন। আরবি, ইংরেজির পাশাপাশি সুইডিশ ভাষাতেও সাবলীল এই তরুণী। জানান, আরও একটি ভাষা শেখার ইচ্ছা আছে তাঁর। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর গান...
৫ ঘণ্টা আগেবিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
১২ ঘণ্টা আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
১২ ঘণ্টা আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
১২ ঘণ্টা আগে