Ajker Patrika

নায়কহীন ‘ধাপ্পা’য় একসঙ্গে শ্রাবন্তী-প্রিয়াংকা

নায়কহীন ‘ধাপ্পা’য় একসঙ্গে শ্রাবন্তী-প্রিয়াংকা

১৫ বছর আগে, ২০০৫ সালে টালিউডে প্রথম পা রাখেন প্রিয়াংকা সরকার। ওই বছর মুক্তি পায় তাঁর প্রথম ছবি ‘দাদার আদেশ’। অন্যদিকে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের অভিনয় শুরু আরও ৮ বছর আগে। ১৯৯৭ সালে ‘মায়ার বাঁধন’ ছবি দিয়ে ক্যারিয়ার শুরু করেন শ্রাবন্তী। এই দীর্ঘ বছরে শ্রাবন্তী, প্রিয়াংকা দুজনেই চুটিয়ে কাজ করেছেন। ইন্ডাস্ট্রির বিভিন্ন পার্টিতে, অনুষ্ঠানে তাঁদের দেখা হয়েছে। কিন্তু এক ছবিতে, এক ফ্রেমে হাজির হওয়া হয়নি কখনো।

এই প্রথমবার এক ছবিতে কাজ করতে চলেছেন তাঁরা। অংশুমান প্রত্যুষ পরিচালিত ‘ধাপ্পা’ ছবিতে একসঙ্গে দেখা যাবে শ্রাবন্তী-প্রিয়াংকাকে। নারীকেন্দ্রিক গল্পের এই ছবির শুটিং শুরু হচ্ছে আজ থেকে।
টালিউডে এর আগেও নারীকেন্দ্রিক ছবি হয়েছে। এই প্রথম নয়। তবে অংশুমানের চমক অন্যখানে। শ্রাবন্তী-প্রিয়াংকার পাশাপাশি ‘ধাপ্পা’ ছবিতে কোনো নায়ক নেই। দুই অভিনেত্রীই থাকবেন মুখ্য চরিত্রে।

প্রিয়াংকা সরকারসাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার ছবি ‘ধাপ্পা’। দুই নারীর বিপরীতধর্মী মনস্তত্ত্ব নিয়ে এগিয়ে যাবে গল্প। ছবিতে শ্রাবন্তী এমন একটা চরিত্রে অভিনয় করছেন, যে নিজেকে বাইরের লোকজনের থেকে দূরে সরিয়ে রাখতে পছন্দ করে। অন্যদিকে প্রিয়াংকাকে দেখা যাবে বেসরকারি সংস্থার কর্মী হিসেবে। তবে গল্পের মোড় ঘোরে এক ঝড়-বৃষ্টির রাতে, যখন প্রিয়াংকা আশ্রয় নেয় শ্রাবন্তীর বাড়িতে।
ইতিমধ্যেই দুই নায়িকা প্রস্তুতি শুরু করে দিয়েছেন শুটিংয়ের জন্য। শ্রাবন্তী রয়েছেন কড়া ডায়েটে। তাঁরা দুজনই উচ্ছ্বসিত। একে-অপরের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছেন।

গণমাধ্যমকে পরিচালক অংশুমান প্রত্যুষ বলেন, ‘নির্ভয়া ছবি তৈরি করতে গিয়ে দেখেছি কী অসাধারণ অভিনেত্রী প্রিয়াংকা! আর শ্রাবন্তীর সঙ্গে কাজ করারও ইচ্ছে ছিল বহুদিন ধরেই। একসঙ্গে দুই বলিষ্ঠ অভিনেত্রীকে নিয়ে শুরু হচ্ছে ধাপ্পা ছবির যাত্রা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত