১৫ বছর আগে, ২০০৫ সালে টালিউডে প্রথম পা রাখেন প্রিয়াংকা সরকার। ওই বছর মুক্তি পায় তাঁর প্রথম ছবি ‘দাদার আদেশ’। অন্যদিকে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের অভিনয় শুরু আরও ৮ বছর আগে। ১৯৯৭ সালে ‘মায়ার বাঁধন’ ছবি দিয়ে ক্যারিয়ার শুরু করেন শ্রাবন্তী। এই দীর্ঘ বছরে শ্রাবন্তী, প্রিয়াংকা দুজনেই চুটিয়ে কাজ করেছেন। ইন্ডাস্ট্রির বিভিন্ন পার্টিতে, অনুষ্ঠানে তাঁদের দেখা হয়েছে। কিন্তু এক ছবিতে, এক ফ্রেমে হাজির হওয়া হয়নি কখনো।
এই প্রথমবার এক ছবিতে কাজ করতে চলেছেন তাঁরা। অংশুমান প্রত্যুষ পরিচালিত ‘ধাপ্পা’ ছবিতে একসঙ্গে দেখা যাবে শ্রাবন্তী-প্রিয়াংকাকে। নারীকেন্দ্রিক গল্পের এই ছবির শুটিং শুরু হচ্ছে আজ থেকে।
টালিউডে এর আগেও নারীকেন্দ্রিক ছবি হয়েছে। এই প্রথম নয়। তবে অংশুমানের চমক অন্যখানে। শ্রাবন্তী-প্রিয়াংকার পাশাপাশি ‘ধাপ্পা’ ছবিতে কোনো নায়ক নেই। দুই অভিনেত্রীই থাকবেন মুখ্য চরিত্রে।
সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার ছবি ‘ধাপ্পা’। দুই নারীর বিপরীতধর্মী মনস্তত্ত্ব নিয়ে এগিয়ে যাবে গল্প। ছবিতে শ্রাবন্তী এমন একটা চরিত্রে অভিনয় করছেন, যে নিজেকে বাইরের লোকজনের থেকে দূরে সরিয়ে রাখতে পছন্দ করে। অন্যদিকে প্রিয়াংকাকে দেখা যাবে বেসরকারি সংস্থার কর্মী হিসেবে। তবে গল্পের মোড় ঘোরে এক ঝড়-বৃষ্টির রাতে, যখন প্রিয়াংকা আশ্রয় নেয় শ্রাবন্তীর বাড়িতে।
ইতিমধ্যেই দুই নায়িকা প্রস্তুতি শুরু করে দিয়েছেন শুটিংয়ের জন্য। শ্রাবন্তী রয়েছেন কড়া ডায়েটে। তাঁরা দুজনই উচ্ছ্বসিত। একে-অপরের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছেন।
গণমাধ্যমকে পরিচালক অংশুমান প্রত্যুষ বলেন, ‘নির্ভয়া ছবি তৈরি করতে গিয়ে দেখেছি কী অসাধারণ অভিনেত্রী প্রিয়াংকা! আর শ্রাবন্তীর সঙ্গে কাজ করারও ইচ্ছে ছিল বহুদিন ধরেই। একসঙ্গে দুই বলিষ্ঠ অভিনেত্রীকে নিয়ে শুরু হচ্ছে ধাপ্পা ছবির যাত্রা।’
১৫ বছর আগে, ২০০৫ সালে টালিউডে প্রথম পা রাখেন প্রিয়াংকা সরকার। ওই বছর মুক্তি পায় তাঁর প্রথম ছবি ‘দাদার আদেশ’। অন্যদিকে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের অভিনয় শুরু আরও ৮ বছর আগে। ১৯৯৭ সালে ‘মায়ার বাঁধন’ ছবি দিয়ে ক্যারিয়ার শুরু করেন শ্রাবন্তী। এই দীর্ঘ বছরে শ্রাবন্তী, প্রিয়াংকা দুজনেই চুটিয়ে কাজ করেছেন। ইন্ডাস্ট্রির বিভিন্ন পার্টিতে, অনুষ্ঠানে তাঁদের দেখা হয়েছে। কিন্তু এক ছবিতে, এক ফ্রেমে হাজির হওয়া হয়নি কখনো।
এই প্রথমবার এক ছবিতে কাজ করতে চলেছেন তাঁরা। অংশুমান প্রত্যুষ পরিচালিত ‘ধাপ্পা’ ছবিতে একসঙ্গে দেখা যাবে শ্রাবন্তী-প্রিয়াংকাকে। নারীকেন্দ্রিক গল্পের এই ছবির শুটিং শুরু হচ্ছে আজ থেকে।
টালিউডে এর আগেও নারীকেন্দ্রিক ছবি হয়েছে। এই প্রথম নয়। তবে অংশুমানের চমক অন্যখানে। শ্রাবন্তী-প্রিয়াংকার পাশাপাশি ‘ধাপ্পা’ ছবিতে কোনো নায়ক নেই। দুই অভিনেত্রীই থাকবেন মুখ্য চরিত্রে।
সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার ছবি ‘ধাপ্পা’। দুই নারীর বিপরীতধর্মী মনস্তত্ত্ব নিয়ে এগিয়ে যাবে গল্প। ছবিতে শ্রাবন্তী এমন একটা চরিত্রে অভিনয় করছেন, যে নিজেকে বাইরের লোকজনের থেকে দূরে সরিয়ে রাখতে পছন্দ করে। অন্যদিকে প্রিয়াংকাকে দেখা যাবে বেসরকারি সংস্থার কর্মী হিসেবে। তবে গল্পের মোড় ঘোরে এক ঝড়-বৃষ্টির রাতে, যখন প্রিয়াংকা আশ্রয় নেয় শ্রাবন্তীর বাড়িতে।
ইতিমধ্যেই দুই নায়িকা প্রস্তুতি শুরু করে দিয়েছেন শুটিংয়ের জন্য। শ্রাবন্তী রয়েছেন কড়া ডায়েটে। তাঁরা দুজনই উচ্ছ্বসিত। একে-অপরের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছেন।
গণমাধ্যমকে পরিচালক অংশুমান প্রত্যুষ বলেন, ‘নির্ভয়া ছবি তৈরি করতে গিয়ে দেখেছি কী অসাধারণ অভিনেত্রী প্রিয়াংকা! আর শ্রাবন্তীর সঙ্গে কাজ করারও ইচ্ছে ছিল বহুদিন ধরেই। একসঙ্গে দুই বলিষ্ঠ অভিনেত্রীকে নিয়ে শুরু হচ্ছে ধাপ্পা ছবির যাত্রা।’
বিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
২ ঘণ্টা আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
২ ঘণ্টা আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
২ ঘণ্টা আগেকালজয়ী রূপকথা ‘স্নো হোয়াইট’কে নতুনভাবে পর্দায় নিয়ে এসেছে ডিজনি। প্রায় ২৭০ মিলিয়ন ডলার বাজেটে তৈরি হয়েছে স্নো হোয়াইট। ডিজনির অন্যতম ব্যয়বহুল এই মিউজিক্যাল ফ্যান্টাসি মুক্তির আগে থেকেই নানা বিতর্কে জড়িয়েছিল। গত ২১ মার্চে মুক্তির পর বিতর্ক বেড়েছে আরও।
২ ঘণ্টা আগে