ঢাকা: লকডাউনের ফলে ভারতে কাজ হারিয়েছেন বহু মানুষ। কাজ চলে যাওয়ায় নিজের পছন্দের পেশা ছেড়ে কেউ বেছে নিয়েছেন আয়ের বিকল্প উপায়। সংসার চালাতে হবে যে। ঠিক এমনটাই করেছিলেন ‘ডান্স ইন্ডিয়া ডান্স’-এর তৃতীয় স্থান অধিকারী ভিকি দাস। ভিকির বয়স ২৭। পেশায় ডান্সার, কোরিওগ্রাফার। ২০১৪ সালে রিয়েলিটি শো ‘ডান্স ইন্ডিয়া ডান্স’-এ তৃতীয় হন ভিকি। কলকাতা ও মুম্বাইয়ে বিভিন্ন নাচের ওয়ার্কশপ, শো ইত্যাদি করেই চলছিল সংসার। লকডাইনের ফলে বন্ধ হয়ে গেছে নাচের শো। সংসার চালাতে ডেলিভারি বয়ের কাজ শুরু করেন তিনি। কিন্তু হঠাৎই এক পথ দুর্ঘটনায় এখন অনিশ্চয়তার মুখে দুই পেশাই। চোখের সামনে ভেঙে চুরমার এত বছর ধরে একটু একটু করে গড়ে তোলা স্বপ্নগুলো।
শুক্রবার রাতে ঘটল অঘটনটি। খাবার ডেলিভারি করতে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়েন তিনি। অভিযোগ, এক পুলিশ কর্মীর বাইক তাঁকে সজোরে ধাক্কা দেয়। পড়ে গিয়ে শরীরের একাধিক জায়গায় চোট পান ভিকি। তাঁর পাঁজরে গুরুতর চোট ধরা পড়ে। ভিকির অভিযোগ, ঘটনার সময় মদ্যপ অবস্থায় প্রবল গতিতে বাইক চালাচ্ছিলেন অভিযুক্ত পুলিশ কর্মী। ইতিমধ্যে ওই পুলিশ কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করেছেন ভিকি। তাঁকে কমপক্ষে তিন মাস বেড রেস্টে থাকার পরামর্শ দিয়েছেন ডাক্তাররা। আর তাতেই ভিকির মাথায় চিন্তার ভাঁজ পড়েছে। একদিকে এখন সংসার কীভাবে চলবে সেই চিন্তা, অন্যদিকে পরবর্তী সময়ে আর নাচের জগতে ফিরতে পারবেন কি না, সেটাও ভাবাচ্ছে।
জানা গেছে, ছোট থেকেই বড় ডান্সার হওয়ার স্বপ্ন দেখতেন ভিকি। নিজের স্বপ্ন সত্যি করার পথে একটু একটু করে এগিয়েও যাচ্ছিলেন তিনি। ‘সুপার ডান্সার চ্যাপ্টার ১’, ‘সুপার গুরু’র মতো ডান্স রিয়্যালিটি শোতেও অংশগ্রহণ করেন। টলিউডের দুটো সিনেমাতেও অ্যাসিস্ট্যান্ট কোরিওগ্রাফার হিসেবে কাজ করেছেন ভিকি।
ঢাকা: লকডাউনের ফলে ভারতে কাজ হারিয়েছেন বহু মানুষ। কাজ চলে যাওয়ায় নিজের পছন্দের পেশা ছেড়ে কেউ বেছে নিয়েছেন আয়ের বিকল্প উপায়। সংসার চালাতে হবে যে। ঠিক এমনটাই করেছিলেন ‘ডান্স ইন্ডিয়া ডান্স’-এর তৃতীয় স্থান অধিকারী ভিকি দাস। ভিকির বয়স ২৭। পেশায় ডান্সার, কোরিওগ্রাফার। ২০১৪ সালে রিয়েলিটি শো ‘ডান্স ইন্ডিয়া ডান্স’-এ তৃতীয় হন ভিকি। কলকাতা ও মুম্বাইয়ে বিভিন্ন নাচের ওয়ার্কশপ, শো ইত্যাদি করেই চলছিল সংসার। লকডাইনের ফলে বন্ধ হয়ে গেছে নাচের শো। সংসার চালাতে ডেলিভারি বয়ের কাজ শুরু করেন তিনি। কিন্তু হঠাৎই এক পথ দুর্ঘটনায় এখন অনিশ্চয়তার মুখে দুই পেশাই। চোখের সামনে ভেঙে চুরমার এত বছর ধরে একটু একটু করে গড়ে তোলা স্বপ্নগুলো।
শুক্রবার রাতে ঘটল অঘটনটি। খাবার ডেলিভারি করতে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়েন তিনি। অভিযোগ, এক পুলিশ কর্মীর বাইক তাঁকে সজোরে ধাক্কা দেয়। পড়ে গিয়ে শরীরের একাধিক জায়গায় চোট পান ভিকি। তাঁর পাঁজরে গুরুতর চোট ধরা পড়ে। ভিকির অভিযোগ, ঘটনার সময় মদ্যপ অবস্থায় প্রবল গতিতে বাইক চালাচ্ছিলেন অভিযুক্ত পুলিশ কর্মী। ইতিমধ্যে ওই পুলিশ কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করেছেন ভিকি। তাঁকে কমপক্ষে তিন মাস বেড রেস্টে থাকার পরামর্শ দিয়েছেন ডাক্তাররা। আর তাতেই ভিকির মাথায় চিন্তার ভাঁজ পড়েছে। একদিকে এখন সংসার কীভাবে চলবে সেই চিন্তা, অন্যদিকে পরবর্তী সময়ে আর নাচের জগতে ফিরতে পারবেন কি না, সেটাও ভাবাচ্ছে।
জানা গেছে, ছোট থেকেই বড় ডান্সার হওয়ার স্বপ্ন দেখতেন ভিকি। নিজের স্বপ্ন সত্যি করার পথে একটু একটু করে এগিয়েও যাচ্ছিলেন তিনি। ‘সুপার ডান্সার চ্যাপ্টার ১’, ‘সুপার গুরু’র মতো ডান্স রিয়্যালিটি শোতেও অংশগ্রহণ করেন। টলিউডের দুটো সিনেমাতেও অ্যাসিস্ট্যান্ট কোরিওগ্রাফার হিসেবে কাজ করেছেন ভিকি।
২০২৪ সালের মে মাসে সড়ক দুর্ঘটনায় মারা যান অড সিগনেচারের ভোকাল আহাসান তানভীর পিয়াল। সেই ঘটনার পর প্রায় এক বছর গান থেকে দূরে ছিল ব্যান্ডটি। গত মে মাসে ‘জগৎ মঞ্চ’ নামে একটি নতুন গান প্রকাশের মাধ্যমে আবার নতুন করে গানে ফেরে অড সিগনেচার।
৬ ঘণ্টা আগেসোশ্যাল মিডিয়ায় ছেলেকে নিয়ে নিয়মিত হাজির হন চিত্রনায়িকা পরীমনি। তবে তাঁর মেয়েকে তেমন একটা দেখা যায় না। নেটিজেনদের অনেকের ধারণা, দত্তক নিয়েছেন বলেই কন্যাকে সবার সামনে আনতে চান না নায়িকা। অবশেষ গতকাল রোববার ফেসবুকে এক পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন পরীমনি।
৬ ঘণ্টা আগেগণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামীকাল ৫ আগস্ট বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে মূকাভিনয়ের দল মাইম আর্ট। থাকবে জুলাইয়ের কবিতা আবৃত্তি, মুক্ত আলোচনা ও ‘রক্তে আগুন লেগেছে’ মূকনাট্যের প্রদর্শনী।
৭ ঘণ্টা আগেএক যুগ পর রানঝানা নতুনভাবে মুক্তি দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ইরোস ইন্টারন্যাশনাল। তবে রি-রিলিজে শেষ দৃশ্যে বদল আনা হয়েছে। এআই প্রযুক্তি ব্যবহার করে শেষ দৃশ্যে কুন্দন চরিত্রটিকে আবার জীবিত করে তোলা হয়েছে।
৯ ঘণ্টা আগে