Ajker Patrika

এক মুহূর্তে ভেঙে যায় স্বপ্ন

এক মুহূর্তে ভেঙে যায় স্বপ্ন

ঢাকা: লকডাউনের ফলে ভারতে কাজ হারিয়েছেন বহু মানুষ। কাজ চলে যাওয়ায় নিজের পছন্দের পেশা ছেড়ে কেউ বেছে নিয়েছেন আয়ের বিকল্প উপায়। সংসার চালাতে হবে যে। ঠিক এমনটাই করেছিলেন ‘ডান্স ইন্ডিয়া ডান্স’-এর তৃতীয় স্থান অধিকারী ভিকি দাস। ভিকির বয়স ২৭। পেশায় ডান্সার, কোরিওগ্রাফার। ২০১৪ সালে রিয়েলিটি শো ‘ডান্স ইন্ডিয়া ডান্স’-এ তৃতীয় হন ভিকি। কলকাতা ও মুম্বাইয়ে বিভিন্ন নাচের ওয়ার্কশপ, শো ইত্যাদি করেই চলছিল সংসার। লকডাইনের ফলে বন্ধ হয়ে গেছে নাচের শো। সংসার চালাতে ডেলিভারি বয়ের কাজ শুরু করেন তিনি। কিন্তু হঠাৎই এক পথ দুর্ঘটনায় এখন অনিশ্চয়তার মুখে দুই পেশাই। চোখের সামনে ভেঙে চুরমার এত বছর ধরে একটু একটু করে গড়ে তোলা স্বপ্নগুলো।

শুক্রবার রাতে ঘটল অঘটনটি। খাবার ডেলিভারি করতে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়েন তিনি। অভিযোগ, এক পুলিশ কর্মীর বাইক তাঁকে সজোরে ধাক্কা দেয়। পড়ে গিয়ে শরীরের একাধিক জায়গায় চোট পান ভিকি। তাঁর পাঁজরে গুরুতর চোট ধরা পড়ে। ভিকির অভিযোগ, ঘটনার সময় মদ্যপ অবস্থায় প্রবল গতিতে বাইক চালাচ্ছিলেন অভিযুক্ত পুলিশ কর্মী। ইতিমধ্যে ওই পুলিশ কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করেছেন ভিকি। তাঁকে কমপক্ষে তিন মাস বেড রেস্টে থাকার পরামর্শ দিয়েছেন ডাক্তাররা। আর তাতেই ভিকির মাথায় চিন্তার ভাঁজ পড়েছে। একদিকে এখন সংসার কীভাবে চলবে সেই চিন্তা, অন্যদিকে পরবর্তী সময়ে আর নাচের জগতে ফিরতে পারবেন কি না, সেটাও ভাবাচ্ছে।

জানা গেছে, ছোট থেকেই বড় ডান্সার হওয়ার স্বপ্ন দেখতেন ভিকি। নিজের স্বপ্ন সত্যি করার পথে একটু একটু করে এগিয়েও যাচ্ছিলেন তিনি। ‘সুপার ডান্সার চ্যাপ্টার ১’, ‘সুপার গুরু’র মতো ডান্স রিয়্যালিটি শোতেও অংশগ্রহণ করেন। টলিউডের দুটো সিনেমাতেও অ্যাসিস্ট্যান্ট কোরিওগ্রাফার হিসেবে কাজ করেছেন ভিকি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত