ছোট চুল-দাড়ি, চোখের নিচে দীর্ঘরাত না ঘুমানোর ছাপ, সারা শরীরে লেগে আছে রক্ত আর ময়লা। নোংরা হয়ে আছে পরনের পোশাকও। শরীরজুড়ে ক্লান্তি। জ্বলে আছে শুধু চোখজোড়া। একজোড়া বিস্ফারিত চোখ যেন বলছে অনেক কথাই।
নতুন ছবির পোস্টারে এভাবেই দেখা দিলেন চিত্রনায়ক আরিফিন শুভ। রায়হান রাফি পরিচালিত ‘নূর’ ছবিতে এ লুকেই দেখা যাবে তাঁকে। বৃহস্পতিবার সন্ধ্যায় ছবির ফার্স্টলুক প্রকাশ করা হয়েছে।
গত বছরের সেপ্টেম্বরে পাবনায় প্রায় ২০দিন ধরে শুটিং চলে এ ছবির। এর কিছুদিন আগে দেওয়া হয় ঘোষণা। তবে কী ধরনের গল্প নিয়ে তৈরি হচ্ছে ‘নূর’, কী ধরনের চরিত্রে দেখা যাবে শুভকে—কিছুই জানাননি ছবিসংশ্লিষ্টরা।
ছবির কাজ শেষ। মুক্তির প্রস্তুতি নিচ্ছে ‘নূর’। তাই আগেভাগেই শুরু হলো প্রচারণা। তারই অংশ হিসেবে প্রকাশ পেল ছবির প্রথম লুক। সঙ্গে জানা গেল, ‘নূর’ ছবির গল্পের একটি বড় অংশ জুড়ে আরিফিন শুভকে দেখা যাবে মানসিক হাসপাতালে। বৃহস্পতিবার প্রকাশ করা পোস্টারে এমন ইঙ্গিত পাওয়া গেল।
পোস্টারে দেখা যাচ্ছে, মানসিক হাসপাতালের পোশাক গায়ে শুভ বসে আছেন। পেছনের দেয়ালে অনেক আঁকিবুকি। হয়তো কেউ কিংবা শুভ নিজেও হতে পারে, দেয়ালে এঁকে রেখেছে প্রিয় মানুষের মুখ!
শুভর হাতে এক নারীর ছবি। ধারণা করা হচ্ছে, ওই ছবিতে যাকে দেখা যাচ্ছে তিনি ঐশী।
‘নূর’ সিনেমায় আরিফিন শুভর সঙ্গে অভিনয় করেছেন ঐশী। ছবির গল্পে কি তিনি শুভর স্ত্রী নাকি প্রেমিকা? উত্তর জানা যায়নি এখনো।
তবে এই একটি ছবি প্রকাশ করেই দর্শকদের মধ্যে যথেষ্ট কৌতুহল হাজির করেছে ‘নূর’ টিম।
শুভ ও ঐশী জুটির দ্বিতীয় সিনেমা ‘নূর’। এর আগে তাঁরা একসঙ্গে সানী সানোয়ার ও ফয়সাল আহমেদের পরিচালনায় ‘মিশন এক্সট্রিম’ ছবিতে অভিনয় করেছেন।
করোনা সংক্রমণ কমলে ও সিনেমা হলে দর্শকদের উপস্থিতি স্বাভাবিক হলেই দেশজুড়ে মুক্তি পাবে ‘নূর’।
ছোট চুল-দাড়ি, চোখের নিচে দীর্ঘরাত না ঘুমানোর ছাপ, সারা শরীরে লেগে আছে রক্ত আর ময়লা। নোংরা হয়ে আছে পরনের পোশাকও। শরীরজুড়ে ক্লান্তি। জ্বলে আছে শুধু চোখজোড়া। একজোড়া বিস্ফারিত চোখ যেন বলছে অনেক কথাই।
নতুন ছবির পোস্টারে এভাবেই দেখা দিলেন চিত্রনায়ক আরিফিন শুভ। রায়হান রাফি পরিচালিত ‘নূর’ ছবিতে এ লুকেই দেখা যাবে তাঁকে। বৃহস্পতিবার সন্ধ্যায় ছবির ফার্স্টলুক প্রকাশ করা হয়েছে।
গত বছরের সেপ্টেম্বরে পাবনায় প্রায় ২০দিন ধরে শুটিং চলে এ ছবির। এর কিছুদিন আগে দেওয়া হয় ঘোষণা। তবে কী ধরনের গল্প নিয়ে তৈরি হচ্ছে ‘নূর’, কী ধরনের চরিত্রে দেখা যাবে শুভকে—কিছুই জানাননি ছবিসংশ্লিষ্টরা।
ছবির কাজ শেষ। মুক্তির প্রস্তুতি নিচ্ছে ‘নূর’। তাই আগেভাগেই শুরু হলো প্রচারণা। তারই অংশ হিসেবে প্রকাশ পেল ছবির প্রথম লুক। সঙ্গে জানা গেল, ‘নূর’ ছবির গল্পের একটি বড় অংশ জুড়ে আরিফিন শুভকে দেখা যাবে মানসিক হাসপাতালে। বৃহস্পতিবার প্রকাশ করা পোস্টারে এমন ইঙ্গিত পাওয়া গেল।
পোস্টারে দেখা যাচ্ছে, মানসিক হাসপাতালের পোশাক গায়ে শুভ বসে আছেন। পেছনের দেয়ালে অনেক আঁকিবুকি। হয়তো কেউ কিংবা শুভ নিজেও হতে পারে, দেয়ালে এঁকে রেখেছে প্রিয় মানুষের মুখ!
শুভর হাতে এক নারীর ছবি। ধারণা করা হচ্ছে, ওই ছবিতে যাকে দেখা যাচ্ছে তিনি ঐশী।
‘নূর’ সিনেমায় আরিফিন শুভর সঙ্গে অভিনয় করেছেন ঐশী। ছবির গল্পে কি তিনি শুভর স্ত্রী নাকি প্রেমিকা? উত্তর জানা যায়নি এখনো।
তবে এই একটি ছবি প্রকাশ করেই দর্শকদের মধ্যে যথেষ্ট কৌতুহল হাজির করেছে ‘নূর’ টিম।
শুভ ও ঐশী জুটির দ্বিতীয় সিনেমা ‘নূর’। এর আগে তাঁরা একসঙ্গে সানী সানোয়ার ও ফয়সাল আহমেদের পরিচালনায় ‘মিশন এক্সট্রিম’ ছবিতে অভিনয় করেছেন।
করোনা সংক্রমণ কমলে ও সিনেমা হলে দর্শকদের উপস্থিতি স্বাভাবিক হলেই দেশজুড়ে মুক্তি পাবে ‘নূর’।
কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা তাঁর সংগীতজীবনের ৬০ বছর পূর্ণ করেছেন। এই উপলক্ষে মাছরাঙা টেলিভিশনের স্টার নাইট অনুষ্ঠানটি সাজানো হয়েছে বিশেষ আয়োজনে। অংশ নিয়েছেন রুনা লায়লা, কথা বলেছেন তাঁর গান ও ক্যারিয়ারের নানা বিষয়ে।
৭ ঘণ্টা আগেগত কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে চমক দেখিয়েছিল ‘উৎসব’। ধুন্ধুমার অ্যাকশনের মধ্যে তানিম নূরের সিনেমাটি যেন স্বস্তির বাতাস এনে দিয়েছিল দর্শকের মাঝে। প্রথম দিন থেকেই দর্শকের আগ্রহের কেন্দ্রে ছিল নব্বইয়ের দশকের প্রেক্ষাপটে নির্মিত পারিবারিক গল্পের উৎসব সিনেমাটি।
১৬ ঘণ্টা আগেপৈতৃক সম্পত্তি নিয়ে ভাই-বোনের বিরোধ অনেক পরিবারেই দেখা যায়। অনেক সময় সম্পত্তির ভাগের জন্য নষ্ট হয়ে যায় ভাই-বোনের সম্পর্ক। সম্পর্ক আর অধিকারের এমন গল্পের সিনেমা নিয়ে আসছেন কোয়েল মল্লিক। কালীপূজা উপলক্ষে ২১ অক্টোবর মুক্তি পাবে ‘স্বার্থপর’ নামের সিনেমাটি। বানিয়েছেন অন্নপূর্ণা বসু।
১৭ ঘণ্টা আগে১০ বছর পর জাজ মাল্টিমিডিয়ার সিনেমায় ফিরছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। ‘অন্তর্যামী’ নামের সিনেমাটি বানাবেন সৈকত নাসির। গতকাল ফার্স্ট লুক প্রকাশ করে নতুন এই সিনেমার ঘোষণা দিয়েছে জাজ।
১৭ ঘণ্টা আগে