বিনোদন ডেস্ক
গত বছর ভিন্ন দুটি ওয়েব ফিল্ম দিয়ে বলিউডে অভিষেক হয়েছে বাংলাদেশের জয়া আহসান ও আজমেরী হক বাঁধনের। জয়া অভিনয় করেন অনিরুদ্ধ রায়চৌধুরীর ‘কড়ক সিং’ সিনেমায়। আর বাঁধনকে দেখা গিয়েছিল বিশাল ভরদ্বাজের ‘খুফিয়া’য়। এ বছর ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসে বিভিন্ন বিভাগে একাধিক মনোনয়ন পেয়েছে সিনেমা দুটি। তবে তালিকায় জায়গা হয়নি জয়া ও বাঁধনের।
২০২৪ সালের ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসে ১১টি বিভাগে মনোনয়ন পেয়েছে কড়ক সিং, আর তিনটি বিভাগে পেয়েছে খুফিয়া।
জয়া অভিনীত কড়ক সিং মুক্তি পেয়েছিল গত বছর ডিসেম্বরে। রহস্য আর সাসপেন্সে ভরপুর থ্রিলার গল্পের সিনেমাটি বানিয়েছেন অনিরুদ্ধ রায়চৌধুরী। এতে জয়ার সহশিল্পী বলিউডের জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। আরও আছেন ‘দিল বেচারা’খ্যাত অভিনেত্রী সঞ্জনা সাংঘি ও মালয়ালম অভিনেত্রী পার্বতী। সেরা পরিচালক, অভিনেতা, পার্শ্ব অভিনেতা, চিত্রনাট্য, চিত্রগাহক, প্রোডাকশন ডিজাইন, সম্পাদনা, ব্যাকগ্রাউন্ড সাউন্ড, মিউজিক অ্যালবাম ও স্টোরিসহ মোট ১১টি বিভাগে সেরা হওয়ার দৌড়ে আছে কড়ক সিং।
নিজে মনোনয়ন না পেলেও কড়ক সিংয়ের এই খবর ফেসবুকে শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জয়া আহসান। কড়ক সিং টিমের জন্য গর্বিত বলেও জানান তিনি। ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসে জায়গা না পেলেও কড়ক সিং দিয়ে এর আগে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস ও ফিল্ম কম্পানিয়নের চোখে সেরাদের তালিকায় ছিলেন জয়া।
জয়া আহসানের মতো বাঁধনও জায়গা পেলেন না ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকায়। খুফিয়ায় অভিনয়ের জন্য ওয়েব ফিল্মের সেরা অভিনেত্রী হিসেবে মনোনয়ন পেয়েছেন টাবু। এছাড়া, পার্শ্ব চরিত্রে অভিনেতা হিসেবে আলি ফজল ও অভিনেত্রী হিসেবে জায়গা পেয়েছেন এ সিনেমার আরেক অভিনেত্রী ওয়ামিকা গাব্বি।
বিশাল ভরদ্বাজ পরিচালিত খুফিয়ায় বাঁধনের চরিত্র ছিল রহস্যে মোড়া। খুফিয়ার অক্টোপাস সে। ভালো নাম হেনা রহমান। কাজ করে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এনএসআইতে। চরিত্রটির ব্যাপ্তি অত দীর্ঘ নয়, তবে প্রয়োজনীয়। খুফিয়াও মুক্তি পেয়েছিল ২০২৩ সালের অক্টোবরে। মুক্তির পর প্রশংসার পাশাপাশি বাঁধনের চরিত্রটি নিয়ে বিতর্কও সৃষ্টি হয়েছিল। এতে টাবু ও বাঁধনের চরিত্র দুটি সমকামী দেখানো হয়েছে। তাতে সমালোচনা মুখে পড়েছিলেন বাঁধন।
আরও খবর পড়ুন:
গত বছর ভিন্ন দুটি ওয়েব ফিল্ম দিয়ে বলিউডে অভিষেক হয়েছে বাংলাদেশের জয়া আহসান ও আজমেরী হক বাঁধনের। জয়া অভিনয় করেন অনিরুদ্ধ রায়চৌধুরীর ‘কড়ক সিং’ সিনেমায়। আর বাঁধনকে দেখা গিয়েছিল বিশাল ভরদ্বাজের ‘খুফিয়া’য়। এ বছর ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসে বিভিন্ন বিভাগে একাধিক মনোনয়ন পেয়েছে সিনেমা দুটি। তবে তালিকায় জায়গা হয়নি জয়া ও বাঁধনের।
২০২৪ সালের ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসে ১১টি বিভাগে মনোনয়ন পেয়েছে কড়ক সিং, আর তিনটি বিভাগে পেয়েছে খুফিয়া।
জয়া অভিনীত কড়ক সিং মুক্তি পেয়েছিল গত বছর ডিসেম্বরে। রহস্য আর সাসপেন্সে ভরপুর থ্রিলার গল্পের সিনেমাটি বানিয়েছেন অনিরুদ্ধ রায়চৌধুরী। এতে জয়ার সহশিল্পী বলিউডের জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। আরও আছেন ‘দিল বেচারা’খ্যাত অভিনেত্রী সঞ্জনা সাংঘি ও মালয়ালম অভিনেত্রী পার্বতী। সেরা পরিচালক, অভিনেতা, পার্শ্ব অভিনেতা, চিত্রনাট্য, চিত্রগাহক, প্রোডাকশন ডিজাইন, সম্পাদনা, ব্যাকগ্রাউন্ড সাউন্ড, মিউজিক অ্যালবাম ও স্টোরিসহ মোট ১১টি বিভাগে সেরা হওয়ার দৌড়ে আছে কড়ক সিং।
নিজে মনোনয়ন না পেলেও কড়ক সিংয়ের এই খবর ফেসবুকে শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জয়া আহসান। কড়ক সিং টিমের জন্য গর্বিত বলেও জানান তিনি। ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসে জায়গা না পেলেও কড়ক সিং দিয়ে এর আগে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস ও ফিল্ম কম্পানিয়নের চোখে সেরাদের তালিকায় ছিলেন জয়া।
জয়া আহসানের মতো বাঁধনও জায়গা পেলেন না ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকায়। খুফিয়ায় অভিনয়ের জন্য ওয়েব ফিল্মের সেরা অভিনেত্রী হিসেবে মনোনয়ন পেয়েছেন টাবু। এছাড়া, পার্শ্ব চরিত্রে অভিনেতা হিসেবে আলি ফজল ও অভিনেত্রী হিসেবে জায়গা পেয়েছেন এ সিনেমার আরেক অভিনেত্রী ওয়ামিকা গাব্বি।
বিশাল ভরদ্বাজ পরিচালিত খুফিয়ায় বাঁধনের চরিত্র ছিল রহস্যে মোড়া। খুফিয়ার অক্টোপাস সে। ভালো নাম হেনা রহমান। কাজ করে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এনএসআইতে। চরিত্রটির ব্যাপ্তি অত দীর্ঘ নয়, তবে প্রয়োজনীয়। খুফিয়াও মুক্তি পেয়েছিল ২০২৩ সালের অক্টোবরে। মুক্তির পর প্রশংসার পাশাপাশি বাঁধনের চরিত্রটি নিয়ে বিতর্কও সৃষ্টি হয়েছিল। এতে টাবু ও বাঁধনের চরিত্র দুটি সমকামী দেখানো হয়েছে। তাতে সমালোচনা মুখে পড়েছিলেন বাঁধন।
আরও খবর পড়ুন:
ভারতের জনপ্রিয় সংগীত শিল্পী শ্রেয়া ঘোষালের এক্স হ্যান্ডেল (টুইটার) হ্যাক হয়েছে। বিগত ১৬ দিন ধরে তাঁর অ্যাকাউন্ট সাইবার হ্যাকারদের কবলে রয়েছে। বারবার চেষ্টার পরও এক্স হ্যান্ডেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারেননি তিনি। অবশেষে ভক্তদের জন্য সতর্কবার্তা দিয়েছেন এ কণ্ঠশিল্পী। তাঁর এক্স হ্যান্ডেল...
৪১ মিনিট আগেঅভিনেতা নিলয় আলমগীরের পশুপ্রেমের কথা তাঁর কাছের মানুষ কমবেশি সবাই জানেন। মাঝেমধ্যেই তিনি পথপশুদের জন্য খাবারের ব্যবস্থা করেন। কয়েক দিন আগেও সেন্ট মার্টিনের কুকুরগুলোর জন্য খাবার সংগ্রহের উদ্যোগ নিয়েছিলেন নিলয়। কারণ ওই সময়টায় দ্বীপটিতে পর্যটকদের প্রবেশ বন্ধ ছিল। এবার নাটকেও দেখা মিলবে নিলয়ের...
৩ ঘণ্টা আগেগোল্ডেন গ্লোবস, এসএজি, ডিজিএ, বাফটাসহ হলিউডের গুরুত্বপূর্ণ পুরস্কার প্রদান শেষে অনেকটা সারমর্ম ও মূল আকর্ষণ হিসেবে হাজির হয় অস্কার। বাংলাদেশ সময় ৩ মার্চ অর্থাৎ আগামীকাল সকালে দেওয়া হবে মর্যাদাপূর্ণ একাডেমি অ্যাওয়ার্ডস। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হবে...
৩ ঘণ্টা আগেরোমান্টিক-কমেডি ঘরানার ‘ব্যাচেলর ইন ট্রিপ’ নামের সিনেমা বানিয়েছেন নাসিম সাহনিক। এ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে অভিনেত্রী শান্তা পলের। নিজের প্রথম সিনেমা নিয়ে আশাবাদী এই অভিনেত্রী। ইতিমধ্যে সেন্সর বোর্ড থেকে প্রেক্ষাগৃহে মুক্তির জন্য ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। জানা গেছে, শিগগির ঘোষণা করা...
৩ ঘণ্টা আগে