আজ বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড ‘চিরকুট’-এর অন্যতম সদস্য শারমিন সুলতানা সুমির জন্মদিন। তাঁর জন্ম খুলনায়। ২০০২ সালে চিরকুট ব্যান্ড গঠন করেন তিনি। চিরকুট ব্যান্ডের প্রধান ভোকালিস্টের পাশাপাশি দলের অধিকাংশ গান সুমির লেখা এবং সুরারোপ করা। এ ছাড়া অন্যান্য শিল্পীর জন্যও তিনি গান লেখেন, সুর করেন।
জন্মদিনের প্রথম প্রহরে জন্মদিন নিয়ে কথা হয় সুমির সঙ্গে। জন্মদিন কীভাবে কাটে—এই প্রশ্নে সুমি আজকের পত্রিকাকে বলেন, ‘জন্মদিনের প্রথম প্রহরে বোনরা বাসায় আসে, ব্যান্ডের সদস্যরা আসে, সবাই মিলে কেক কাটি। অফিসে উদ্যাপন করা হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভালোবাসা পাই, এই তো এভাবেই কাটে।’
এবারের জন্মদিন নিয়ে বিশেষ পরিকল্পনার প্রশ্নে সুমি বলেন, ‘এবার ব্যান্ডের সদস্যরা সবাই বিভিন্ন কাজে ব্যস্ত, তাই প্রথম প্রহরে সবাইকে একসঙ্গে পাইনি। তবে মাকে খুব মিস করছি। বাবাকে তো হারিয়েছি ১৪ বছর আগে, মা মারা গেলেন গত বছর, মা ছাড়া আমার বাসাটা খালি খালি লাগে।’
সুমির সঙ্গে আলাপন চলতে চলতে শুভেচ্ছা জানাতে বাসায় হাজির ‘চিরকুট’ ব্যান্ডের গিটারিস্ট রায়হান ইসলাম শুভ্র। তাঁর কথায়, ‘সুমি আপু আমাদের আগলে রাখেন। আমরা প্রতিনিয়ত তাঁর কাছ থেকে শিখি। তাঁর মতো প্রাণশক্তি কোথাও পাই না।’
এদিন সুমিকে শুভেচ্ছা জানাতে ভৈরব থেকে আসেন এক তরুণ ভক্ত। ইয়াসিন অপি নামের তরুণ নিজ হাতে সুমিকে ফুল দেবেন বলে মধ্যরাতে তাঁর বাসায় পৌঁছান।
তাঁকে নিয়ে ফেসবুকে সুমি লিখেছেন, ‘আমার জন্মদিন উপলক্ষে ট্রেনে চেপে সে এসেছে ভৈরব থেকে। ১৬ সেপ্টেম্বর রাত ১২.০১ মিনিটেই ফুল দিতে চায় সে। কিন্তু সে যতক্ষণে এদিকে পৌঁছায়, ফুলের দোকান ততক্ষণে সব বন্ধ। অগত্যা কোনো এক বাড়ির বাগান থেকে কয়েকটা ফুল ছিঁড়ে এনে কত কায়দা করে যে আমার হাতে দিল। সঙ্গে চকলেট। আমি শুধু তাকিয়ে তাঁর গল্পের সঙ্গে পাগলামিটা দেখতেছিলাম।’
সুমি আরও লিখেছেন, ‘এমন সব দূরত্ব ভোলা, এলোমেলো ভালোবাসায় বাঁচার স্বাদ অন্যরকম। অপির মতো এমন অজস্র তরুণ-তরুণীর এই সব প্রেমে বারবার জন্মাব গান, সুর, ফুল, পাখি, নদী কিংবা ল্যাম্পপোস্টের বুক পকেটে হাজারো চিরকুটের রাত কিংবা যাচ্ছেতাই হয়ে।’
এ ছাড়া সুমি তাঁর ফেসবুকে আরেক ভক্তের ভালোবাসা তুলে ধরেছেন। রুমকী নামের এক তরুণী সেপ্টেম্বরের ১ তারিখ সকাল থেকেই সুমির জন্মদিন পালন করতে থাকেন। এ নিয়ে সুমি লিখেছেন, ‘মোমেনা শিফা রুমকী সেপ্টেম্বরের ১ তারিখ সকাল থেকে আমার জন্মদিন পালন শুরু করসে। যদিও জন্মদিন আগামীকাল। এটা সে প্রতি বছরই করে। এবার তার শরীর খুবই দুর্বল। তবু কাঠে পেরেক ঠুকে ঠুকে সুতা দিয়ে নিজ হাতে বানাইসে এই আর্ট পিস। ১ তারিখ সকালে বাসায় এসে ঘুম থেকে তুলে সে আমাকে সারপ্রাইজ দিসে। আমি সব সময় বলি, আবার বলি; ভালোবাসার চেয়ে শক্তিশালী কিছু নেই পৃথিবীতে। আমার চেয়ে ভাগ্যবান আর কে আছে। ক্যানসার বিজয়ী দুঃসাহসী এক যোদ্ধার এমন ভালোবাসা পাওয়া তো ভাগ্যেরই। তুমিও আমার সবটুকু ভালেবাসা নিও রুমকি। তুমি ভালো থাইকো’
এ নিয়ে আজকের পত্রিকাকে সুমি বলেন, ‘এসব ভালোবাসা আছে বলেই তো বেঁচে আছি। এই যে ভালোবাসার টানে এত দূর থেকে সে এসেছে, দেশের বিভিন্ন প্রান্তে এমন অনেক পাগলা আছে, যাদের ভালোবাসা আমাকে ভালো কিছু করতে শক্তি জোগায়।’
আজ বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড ‘চিরকুট’-এর অন্যতম সদস্য শারমিন সুলতানা সুমির জন্মদিন। তাঁর জন্ম খুলনায়। ২০০২ সালে চিরকুট ব্যান্ড গঠন করেন তিনি। চিরকুট ব্যান্ডের প্রধান ভোকালিস্টের পাশাপাশি দলের অধিকাংশ গান সুমির লেখা এবং সুরারোপ করা। এ ছাড়া অন্যান্য শিল্পীর জন্যও তিনি গান লেখেন, সুর করেন।
জন্মদিনের প্রথম প্রহরে জন্মদিন নিয়ে কথা হয় সুমির সঙ্গে। জন্মদিন কীভাবে কাটে—এই প্রশ্নে সুমি আজকের পত্রিকাকে বলেন, ‘জন্মদিনের প্রথম প্রহরে বোনরা বাসায় আসে, ব্যান্ডের সদস্যরা আসে, সবাই মিলে কেক কাটি। অফিসে উদ্যাপন করা হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভালোবাসা পাই, এই তো এভাবেই কাটে।’
এবারের জন্মদিন নিয়ে বিশেষ পরিকল্পনার প্রশ্নে সুমি বলেন, ‘এবার ব্যান্ডের সদস্যরা সবাই বিভিন্ন কাজে ব্যস্ত, তাই প্রথম প্রহরে সবাইকে একসঙ্গে পাইনি। তবে মাকে খুব মিস করছি। বাবাকে তো হারিয়েছি ১৪ বছর আগে, মা মারা গেলেন গত বছর, মা ছাড়া আমার বাসাটা খালি খালি লাগে।’
সুমির সঙ্গে আলাপন চলতে চলতে শুভেচ্ছা জানাতে বাসায় হাজির ‘চিরকুট’ ব্যান্ডের গিটারিস্ট রায়হান ইসলাম শুভ্র। তাঁর কথায়, ‘সুমি আপু আমাদের আগলে রাখেন। আমরা প্রতিনিয়ত তাঁর কাছ থেকে শিখি। তাঁর মতো প্রাণশক্তি কোথাও পাই না।’
এদিন সুমিকে শুভেচ্ছা জানাতে ভৈরব থেকে আসেন এক তরুণ ভক্ত। ইয়াসিন অপি নামের তরুণ নিজ হাতে সুমিকে ফুল দেবেন বলে মধ্যরাতে তাঁর বাসায় পৌঁছান।
তাঁকে নিয়ে ফেসবুকে সুমি লিখেছেন, ‘আমার জন্মদিন উপলক্ষে ট্রেনে চেপে সে এসেছে ভৈরব থেকে। ১৬ সেপ্টেম্বর রাত ১২.০১ মিনিটেই ফুল দিতে চায় সে। কিন্তু সে যতক্ষণে এদিকে পৌঁছায়, ফুলের দোকান ততক্ষণে সব বন্ধ। অগত্যা কোনো এক বাড়ির বাগান থেকে কয়েকটা ফুল ছিঁড়ে এনে কত কায়দা করে যে আমার হাতে দিল। সঙ্গে চকলেট। আমি শুধু তাকিয়ে তাঁর গল্পের সঙ্গে পাগলামিটা দেখতেছিলাম।’
সুমি আরও লিখেছেন, ‘এমন সব দূরত্ব ভোলা, এলোমেলো ভালোবাসায় বাঁচার স্বাদ অন্যরকম। অপির মতো এমন অজস্র তরুণ-তরুণীর এই সব প্রেমে বারবার জন্মাব গান, সুর, ফুল, পাখি, নদী কিংবা ল্যাম্পপোস্টের বুক পকেটে হাজারো চিরকুটের রাত কিংবা যাচ্ছেতাই হয়ে।’
এ ছাড়া সুমি তাঁর ফেসবুকে আরেক ভক্তের ভালোবাসা তুলে ধরেছেন। রুমকী নামের এক তরুণী সেপ্টেম্বরের ১ তারিখ সকাল থেকেই সুমির জন্মদিন পালন করতে থাকেন। এ নিয়ে সুমি লিখেছেন, ‘মোমেনা শিফা রুমকী সেপ্টেম্বরের ১ তারিখ সকাল থেকে আমার জন্মদিন পালন শুরু করসে। যদিও জন্মদিন আগামীকাল। এটা সে প্রতি বছরই করে। এবার তার শরীর খুবই দুর্বল। তবু কাঠে পেরেক ঠুকে ঠুকে সুতা দিয়ে নিজ হাতে বানাইসে এই আর্ট পিস। ১ তারিখ সকালে বাসায় এসে ঘুম থেকে তুলে সে আমাকে সারপ্রাইজ দিসে। আমি সব সময় বলি, আবার বলি; ভালোবাসার চেয়ে শক্তিশালী কিছু নেই পৃথিবীতে। আমার চেয়ে ভাগ্যবান আর কে আছে। ক্যানসার বিজয়ী দুঃসাহসী এক যোদ্ধার এমন ভালোবাসা পাওয়া তো ভাগ্যেরই। তুমিও আমার সবটুকু ভালেবাসা নিও রুমকি। তুমি ভালো থাইকো’
এ নিয়ে আজকের পত্রিকাকে সুমি বলেন, ‘এসব ভালোবাসা আছে বলেই তো বেঁচে আছি। এই যে ভালোবাসার টানে এত দূর থেকে সে এসেছে, দেশের বিভিন্ন প্রান্তে এমন অনেক পাগলা আছে, যাদের ভালোবাসা আমাকে ভালো কিছু করতে শক্তি জোগায়।’
৭৮তম কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী দিনটি স্মরণীয় হয়ে রইল ভিন্ন এক কারণে। সিনেমা, রেড কার্পেটে তারকাদের ঝলমলে উপস্থিতি, তাঁদের পোশাক, লুক—সব ছাপিয়ে বারবার উঠে এল বিশ্বরাজনীতির প্রসঙ্গ। কানের মঞ্চে দাঁড়িয়ে ‘যুক্তরাষ্ট্রের সংকীর্ণমনা প্রেসিডেন্ট’ বলে ডোনাল্ড ট্রাম্পকে প্রকাশ্যে কটাক্ষ করলেন প্রখ্যাত
২ মিনিট আগে‘একসাথে বাঁচি, একসাথে বলি—মঞ্চ আমাদের শক্তি’—এমন স্লোগানে চট্টগ্রামে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী ‘নাট্য সম্ভার ২০২৫’। চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই নাট্যোৎসবের আয়োজন করেছে চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম। ১৬ থেকে ২৪ মে প্রতিদিন সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে ৭ নাট্যদলের ৯টি নাটক।
১২ মিনিট আগে৩০০ পর্ব পূর্ণ করছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে নির্মিত ধারাবাহিক নাটক ‘দেনা পাওনা’। আজ রাত ৯টা ৩০ মিনিটে দীপ্ত টিভিতে প্রচার হবে ধারাবাহিকটির বিশেষ এই পর্ব। নাটকের গল্পে দেখা যাচ্ছে, ৫ কোটি টাকার দেনা শোধ করতে না পারলে ভালোবাসার মানুষ, সংসার ও বাবার সম্মান হারাতে হবে পারমিতাকে।
১৫ মিনিট আগেপ্রায় দেড় যুগ পর আসছে আমির খানের ‘তারে জমিন পার’ সিনেমার সিকুয়েল ‘সিতারে জমিন পার’। গতকাল মঙ্গলবার প্রকাশ পেয়েছে সিনেমার ট্রেলার। বিশেষ চাহিদাসম্পন্ন একদল মানুষ কীভাবে রূঢ় স্বভাবের বাস্কেটবল কোচকে ভালো মানুষ হতে শেখায়, সেটাই দেখা যাবে সিনেমায়। তবে ট্রেলার প্রকাশের পর সিনেমাটি নিয়ে তৈরি হয়েছে...
১১ ঘণ্টা আগে