Ajker Patrika

কবরীর ঠোঁটে জনপ্রিয় সব গান

আপডেট : ১৭ এপ্রিল ২০২১, ১৪: ০৬
কবরীর ঠোঁটে জনপ্রিয় সব গান

কালজয়ী সব গান উঠে এসেছে কবরীর ঠোঁটে। সাদা-কালো ফ্রেমে সে সব গান আজও একই রকম জনপ্রিয়। এসব গানে কবরীর সঙ্গে জুটি বেঁধেছেন রাজ্জাক, সোহেল রানা, বুলবুল আহমেদের মতো নায়কেরা। তাঁদের সঙ্গে পর্দায় কবরীর রোমান্স, অভিমান, অনুযোগ গানগুলোর চিত্রায়নে দিয়েছে অন্যমাত্রা। কবরীর কিছু গানের খোঁজ থাকলো এ আয়োজনে।

গান হয়ে এলে

শিল্পী: ফেরদৌসী রহমান
গীতিকার: মোহাম্মদ মনিরুজ্জামান
সংগীত পরিচালক: সত্য সাহা
সিনেমা: নীল আকাশের নিচে
পরিচালক: নারায়ণ ঘোষ মিতা

 

কাছে এসো যদি বলো [রাজ্জাক-কবরী]

শিল্পী: খন্দকার ফারুক আহমেদ
গীতিকার: গাজী মাজহারুল আনোয়ার
সংগীত পরিচালক: সত্য সাহা
সিনেমা: আবির্ভাব
পরিচালক: সুভাষ দত্ত

 

মনেরও রঙে রাঙাবো [সোহেল রানা-কবরী]

শিল্পী: সেলিনা আজাদ
গীতিকার ও সংগীত পরিচালক: আজাদ রহমান
সিনেমা: মাসুদ রানা
পরিচালক: মাসুদ পারভেজ

 

হই হই রঙিলা রঙিলা রে [রাজ্জাক-কবরী]

শিল্পী: সাবিনা ইয়াসমিন ও মোঃ আলী সিদ্দিকী
গীতিকার: গাজী মাজহারুল আনোয়ার
সংগীত পরিচালক: আনোয়ার পারভেজ
সিনেমা: রংবাজ
পরিচালক: জহিরুল হক

 

প্রেমের নাম বাসনা [রাজ্জাক-কবরী]

শিল্পী: মাহমুদুন্নবী ও শাহনাজ রহমতুল্লাহ
গীতিকার: মোহাম্মদ মনিরুজ্জামান
সংগীত পরিচালক: সত্য সাহা
সিনেমা: নীল আকাশের নিচে
পরিচালক: নারায়ণ ঘোষ মিতা

 

সে যে কেন এলো না

শিল্পী: সাবিনা ইয়াসমিন
গীতিকার: গাজী মাজহারুল আনোয়ার
সংগীত পরিচালক: আনোয়ার পারভেজ
সিনেমা: রংবাজ
পরিচালক: জহিরুল হক

 

চিঠি আসবে জানি আসবে [বুলবুল আহমেদ-কবরী]

শিল্পী: সাবিনা ইয়াসমিন
গীতিকার: মুকুল চৌধুরী
সংগীত পরিচালক: আলম খান
সিনেমা: আরাধনা
পরিচালক: রাজু সিরাজ

 

তুমি প্রথম আমায় ওগো [রাজ্জাক-কবরী]

শিল্পী: সাবিনা ইয়াসমিন
গীতিকার: কাজী আনিস আহমেদ
সংগীত পরিচালক: খন্দকার নুরুল আলম
সিনেমা: চোখের জলে
পরিচালক: আজিজ আজহার

আবার দুজনে দেখা হলো

শিল্পী: সাবিনা ইয়াসমিন
গীতিকার: মনিরুজ্জামান মনির
সংগীত পরিচালক: আলম খান
সিনেমা: দুই জীবন
পরিচালক: আব্দুল্লাহ আল মামুন

 

তুমি যে আমার কবিতা [রাজ্জাক-কবরী]

শিল্পী: সাবিনা ইয়াসমিন ও মাহমুদুন্নবী
গীতিকার: আবু হেনা মোস্তফা কামাল
সংগীত পরিচালক: সুবল দাস
সিনেমা: দর্পচূর্ণ
পরিচালক: নজরুল ইসলাম

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত