মুন্সিগঞ্জ প্রতিনিধি
ঢাকাই চলচ্চিত্রের নায়িকা অপু বিশ্বাস আর চিত্রনায়ক শাখাওয়াত হোসেন নিরব। লাউডস্পিকারে গানের সঙ্গে মঞ্চে নাচছিলেন দুজনে। এর মধ্যে অপুকে কোলে তুলতে গিয়ে হুড়মুড় করে পড়ে যান নায়ক। অবশ্য তাৎক্ষণিকভাবে দ্বিতীয়বারের চেষ্টায় তিনি নায়িকাকে কোলে নিতে পেরেছেন!
শনিবার (১১ মার্চ) সন্ধ্যায় মুন্সিগঞ্জের সিরাজদিখানের একটি রিসোর্টে অনুষ্ঠিত মুন্সিগঞ্জ-বিক্রমপুর সমিতির ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
এ নিয়ে ওই দিন রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও দেখা যায়। ভিডিওতে নায়ক নিরবের সঙ্গে একটি গানে মঞ্চে পারফর্ম করেন অপু। নাচের একটি অংশে অপুকে কোলে তুলতে যান নিরব। কিন্তু হাত ফসকে বা অন্য কোনো অসাবধানতায়, যে কারণেই হোক দুজনেই মঞ্চে পড়ে যান। এ সময় দুজনেই হাসছিলেন। হাসছিলেন সহশিল্পীরাও।
অবশ্য তাৎক্ষণিকভাবে অপুকে কোলে নিয়ে ঘুরে ঘুরে নেচে সবাইকে তাক লাগিয়ে দেন নিরব!
পরে জানা গেছে, নায়ক-নায়িকা গুরুতর আঘাত পাননি। তবে এই কাণ্ডে দর্শক সারিতে অনেককে হাসতে হাসতে লুটোপুটি খেতে দেখা গেছে। অনুষ্ঠানে বাড়তি আনন্দযোগ হয়েছে বলা চলে।
অনুষ্ঠানস্থলে থাকা প্রত্যক্ষদর্শী একজন বলেন, নিরব যখন অপু বিশ্বাসকে কোলে নিতে যাচ্ছিলেন, তখন অপু বিশ্বাসের পরিহিত সিল্কের জামার একটি অংশ নিরবের পায়ে আটকে যায়। এ কারণে অপু-নিরব দুজনই মঞ্চে পড়ে যান।
তবে দর্শকদের কেউ কেউ বলছেন, অপু বিশ্বাস নিরবের কোলে ওঠার জন্য প্রস্তুত হয়েই ছিলেন। কিন্তু নিরব প্রথম চেষ্টায় নায়িকাকে কোলে তুলতে পারেননি।
অস্কার পুরস্কার ২০২৩ সম্পর্কিত খবর পড়ুন:
ঢাকাই চলচ্চিত্রের নায়িকা অপু বিশ্বাস আর চিত্রনায়ক শাখাওয়াত হোসেন নিরব। লাউডস্পিকারে গানের সঙ্গে মঞ্চে নাচছিলেন দুজনে। এর মধ্যে অপুকে কোলে তুলতে গিয়ে হুড়মুড় করে পড়ে যান নায়ক। অবশ্য তাৎক্ষণিকভাবে দ্বিতীয়বারের চেষ্টায় তিনি নায়িকাকে কোলে নিতে পেরেছেন!
শনিবার (১১ মার্চ) সন্ধ্যায় মুন্সিগঞ্জের সিরাজদিখানের একটি রিসোর্টে অনুষ্ঠিত মুন্সিগঞ্জ-বিক্রমপুর সমিতির ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
এ নিয়ে ওই দিন রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও দেখা যায়। ভিডিওতে নায়ক নিরবের সঙ্গে একটি গানে মঞ্চে পারফর্ম করেন অপু। নাচের একটি অংশে অপুকে কোলে তুলতে যান নিরব। কিন্তু হাত ফসকে বা অন্য কোনো অসাবধানতায়, যে কারণেই হোক দুজনেই মঞ্চে পড়ে যান। এ সময় দুজনেই হাসছিলেন। হাসছিলেন সহশিল্পীরাও।
অবশ্য তাৎক্ষণিকভাবে অপুকে কোলে নিয়ে ঘুরে ঘুরে নেচে সবাইকে তাক লাগিয়ে দেন নিরব!
পরে জানা গেছে, নায়ক-নায়িকা গুরুতর আঘাত পাননি। তবে এই কাণ্ডে দর্শক সারিতে অনেককে হাসতে হাসতে লুটোপুটি খেতে দেখা গেছে। অনুষ্ঠানে বাড়তি আনন্দযোগ হয়েছে বলা চলে।
অনুষ্ঠানস্থলে থাকা প্রত্যক্ষদর্শী একজন বলেন, নিরব যখন অপু বিশ্বাসকে কোলে নিতে যাচ্ছিলেন, তখন অপু বিশ্বাসের পরিহিত সিল্কের জামার একটি অংশ নিরবের পায়ে আটকে যায়। এ কারণে অপু-নিরব দুজনই মঞ্চে পড়ে যান।
তবে দর্শকদের কেউ কেউ বলছেন, অপু বিশ্বাস নিরবের কোলে ওঠার জন্য প্রস্তুত হয়েই ছিলেন। কিন্তু নিরব প্রথম চেষ্টায় নায়িকাকে কোলে তুলতে পারেননি।
অস্কার পুরস্কার ২০২৩ সম্পর্কিত খবর পড়ুন:
দক্ষিণ ইন্ডাস্ট্রির আবেদনময়ী অভিনেত্রী তামান্না ভাটিয়া। অভিনয় তো বটেই, ‘আজ কি রাত’–এর মতো আইটেম গানে ঘায়েল করেছেন লাখো পুরুষের মন। সিনেমা কিংবা ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়ই থাকেন চর্চায়। একসময় গুঞ্জন ওঠে, অভিনেতা বিজয় বর্মাকে মন দিয়েছেন তিনি। অবশ্য ২০২৩ সালে সেই গুঞ্জনে সিলমোহর দিয়ে প্রেমের কথা...
৪ ঘণ্টা আগেবাংলাদেশের প্রথম ম্রো ভাষায় নির্মিত সিনেমা ‘কিওরি পেক্রা উও’, ইংরেজিতে ‘ডিয়ার মাদার’। সিনেমাটি এবার পা রাখতে চলেছে বিশ্ববিখ্যাত কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে। ৫ মার্চ কেমব্রিজ স্থানীয় সময় বেলা ২টা ৩০ মিনিট এবং বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে ইনডিজিনিয়াস স্টাডিজ গ্রুপ কেমব্রিজের আয়োজনে এই স্ক্রিনিং...
৯ ঘণ্টা আগেআসন্ন রোজার ঈদে এনটিভিতে প্রচারিত হবে একক নাটক ‘খুচরা পাপী’। জিয়াউদ্দিন আলমের নির্দেশনায় নাটকটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম ও তানিয়া বৃষ্টি। ‘পাইরেসি’ নাটকের পর দীর্ঘ এক যুগ পরে জিয়াউদ্দিন আলমের নির্দেশনায় অভিনয় করলেন মোশাররফ। ‘প্রাইভেট জামাই’ নাটকের পর আলমের নির্দেশনায় তানিয়া অভিনয় করলেন তিন বছর পর
৯ ঘণ্টা আগে‘নারীজন্ম ধন্য হোক আপনভাগ্য গড়ার অধিকারে’ স্লোগানে নাট্যসংগঠন স্বপ্নদল উদ্যাপন করবে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫। ৮ মার্চ বিশ্ব নারী দিবস উপলক্ষে এক দিন আগে ৭ মার্চ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দলটি আয়োজন করেছে সম্মাননা প্রদান ও নাট্য প্রদর্শনীর।
৯ ঘণ্টা আগে