বিনোদন প্রতিবেদক, ঢাকা
সৌকর্য ঘোষালের ‘ভূতপরী’ সিনেমায় ভূত চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। গত বছর টালিউডে ভূতপরী সিনেমাজুড়ে জয়ার পরনে ছিল লাল শাড়ি ও গয়না। এ বেশেই ঘুরে বেড়ায় তাঁর অভিনীত বনলতা চরিত্রটি। ভূতপরীর পর এবার ডাইনি চরিত্রে অভিনয় করলেন জয়া। নুহাশ হুমায়ূনের ‘২ষ’ সিরিজের ‘বেসুরা’ পর্বে ডাইনিরূপে দেখা দিলেন তিনি।
বেসুরার গল্পে দেখা যায়, ছোট্ট এক মেয়ে বেসুরা হওয়ায় তার বাকি জীবন কাটাতে হবে কসাইয়ের ঘরে। গলায় সুর পেতে মেয়েটি হাজির হয় ডাইনির ডেরায়। গল্পের সেই ডাইনি চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। মেকআপ আর অভিনয়ের গুণে শেষের কিছু দৃশ্যের আগপর্যন্ত ডাইনি চরিত্রে তাঁকে চেনা কঠিন ছিল। গল্পের প্রয়োজনে শেষ ভাগে নিজের রূপে ধরা দেন অভিনেত্রী।
বেসুরায় অনেকটা সময় ডাইনির সাজে থাকতে হয়েছে জয়া আহসানকে। ডাইনি চরিত্রে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি ক্যারেক্টার আর্টিস্ট, ভিন্ন রকম চরিত্রে অভিনয় করতে পছন্দ করি। গল্পটা আমার কাছে গুরুত্বপূর্ণ। ক্যামিও চরিত্র হিসেবে কাজটি করেছি। চরিত্রটি ছোট হলেও এর প্রভাব অনেক বেশি।’
নির্মাতা নুহাশ জানান, কনটেন্টটি এডিট করার সময় প্রথমে এডিটরও বুঝতে পারেননি যে ডাইনির বেশে অভিনয় করছেন জয়া আহসান। অভিনেত্রী এ জন্য কৃতিত্ব দিয়েছেন মেকআপ আর্টিস্ট, নির্মাতা ও সিনেমাটোগ্রাফারকে।
বেসুরার গল্প ও সংলাপ নিয়ে জয়া আহসানের মুগ্ধতা রয়েছে। জয়ার ভাষ্যমতে, ‘আমরা যে অভিনয় বা শিল্পচর্চা করি এবং একজন শিল্পী যে শিল্পচর্চা করেন, তার মূল জায়গাটা কী, সেটা ডাইনি বেশে আমার দেওয়া সংলাপগুলোতে নিহিত রয়েছে।’
২ষতে ক্যামিও চরিত্র দিয়ে দেশের ওটিটিতে অভিষেক হলো জয়ার। এদিকে গতকাল থেকে জয়া শুরু করেছেন নতুন একটি সিরিজের কাজ। ‘জিম্মি’ নামের সিরিজটি বানাচ্ছেন আশফাক নিপুন।
জয়ার পাশাপাশি বেসুরা দিয়ে ওটিটিতে প্রথমবার কাজ করেছেন সুমাইয়া শিমু ও ইসলাম উদ্দিন পালাকার। এ ছাড়া আরও রয়েছেন এরফান মৃধা শিবলু, বাবলু বোস, মাসউদুর রহমান প্রমুখ।
সৌকর্য ঘোষালের ‘ভূতপরী’ সিনেমায় ভূত চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। গত বছর টালিউডে ভূতপরী সিনেমাজুড়ে জয়ার পরনে ছিল লাল শাড়ি ও গয়না। এ বেশেই ঘুরে বেড়ায় তাঁর অভিনীত বনলতা চরিত্রটি। ভূতপরীর পর এবার ডাইনি চরিত্রে অভিনয় করলেন জয়া। নুহাশ হুমায়ূনের ‘২ষ’ সিরিজের ‘বেসুরা’ পর্বে ডাইনিরূপে দেখা দিলেন তিনি।
বেসুরার গল্পে দেখা যায়, ছোট্ট এক মেয়ে বেসুরা হওয়ায় তার বাকি জীবন কাটাতে হবে কসাইয়ের ঘরে। গলায় সুর পেতে মেয়েটি হাজির হয় ডাইনির ডেরায়। গল্পের সেই ডাইনি চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। মেকআপ আর অভিনয়ের গুণে শেষের কিছু দৃশ্যের আগপর্যন্ত ডাইনি চরিত্রে তাঁকে চেনা কঠিন ছিল। গল্পের প্রয়োজনে শেষ ভাগে নিজের রূপে ধরা দেন অভিনেত্রী।
বেসুরায় অনেকটা সময় ডাইনির সাজে থাকতে হয়েছে জয়া আহসানকে। ডাইনি চরিত্রে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি ক্যারেক্টার আর্টিস্ট, ভিন্ন রকম চরিত্রে অভিনয় করতে পছন্দ করি। গল্পটা আমার কাছে গুরুত্বপূর্ণ। ক্যামিও চরিত্র হিসেবে কাজটি করেছি। চরিত্রটি ছোট হলেও এর প্রভাব অনেক বেশি।’
নির্মাতা নুহাশ জানান, কনটেন্টটি এডিট করার সময় প্রথমে এডিটরও বুঝতে পারেননি যে ডাইনির বেশে অভিনয় করছেন জয়া আহসান। অভিনেত্রী এ জন্য কৃতিত্ব দিয়েছেন মেকআপ আর্টিস্ট, নির্মাতা ও সিনেমাটোগ্রাফারকে।
বেসুরার গল্প ও সংলাপ নিয়ে জয়া আহসানের মুগ্ধতা রয়েছে। জয়ার ভাষ্যমতে, ‘আমরা যে অভিনয় বা শিল্পচর্চা করি এবং একজন শিল্পী যে শিল্পচর্চা করেন, তার মূল জায়গাটা কী, সেটা ডাইনি বেশে আমার দেওয়া সংলাপগুলোতে নিহিত রয়েছে।’
২ষতে ক্যামিও চরিত্র দিয়ে দেশের ওটিটিতে অভিষেক হলো জয়ার। এদিকে গতকাল থেকে জয়া শুরু করেছেন নতুন একটি সিরিজের কাজ। ‘জিম্মি’ নামের সিরিজটি বানাচ্ছেন আশফাক নিপুন।
জয়ার পাশাপাশি বেসুরা দিয়ে ওটিটিতে প্রথমবার কাজ করেছেন সুমাইয়া শিমু ও ইসলাম উদ্দিন পালাকার। এ ছাড়া আরও রয়েছেন এরফান মৃধা শিবলু, বাবলু বোস, মাসউদুর রহমান প্রমুখ।
ক্রিকেট বাংলাদেশের মানুষের কাছে ভালোবাসার জায়গা। বাংলাদেশের খেলার দিন মন পড়ে থাকে খেলার মাঠে। একটা ছক্কায় গোটা দেশ উল্লাসে মেতে ওঠে, একটা উইকেটে কোটি মানুষ একসঙ্গে চিৎকার করে। বাংলাদেশ ক্রিকেটের এক গৌরবময় অধ্যায় ১৯৯৭ সালের আইসিসি ট্রফি জয়।
১ ঘণ্টা আগেনাট্যদল জাগরণী থিয়েটারের ২১তম প্রযোজনা ‘কাদামাটি’। গত জুলাইয়ে মঞ্চে এসেছে নাটকটি। আগামীকাল ১১ সেপ্টেম্বর মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে দেখা যাবে এর তৃতীয় প্রদর্শনী।
৩ ঘণ্টা আগেঅনুমতি ছাড়া বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাইয়ের নাম-ছবি বেআইনিভাবে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন মাধ্যমে। এআই নির্মিত অশ্লীল-বিকৃত ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। শুধু তা-ই নয়, প্রযুক্তির সাহায্য নিয়ে তাঁর কণ্ঠস্বরেরও অপব্যবহার হচ্ছে। তাই ভারতীয় আইন মোতাবেক ‘ব্যক্তিত্বের অধিকার’ কার্যকর করার দাবি
১৩ ঘণ্টা আগেসংগীত ক্যারিয়ারে সাড়ে তিন দশকের পথচলা কনকচাঁপার। পুরো নাম রুমানা মোর্শেদ কনকচাঁপা। সাবিনা ইয়াসমীন ও রুনা লায়লার পর কনকচাঁপা প্লেব্যাক শিল্পী হিসেবে চলচ্চিত্রে ৩ হাজারের বেশি গানে কণ্ঠ দিয়েছেন। তাঁর অনেক গান শ্রোতাদের মুখে মুখে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনবার। এ ছাড়া কনকচাঁপার একক অ্যালবাম
১৩ ঘণ্টা আগে