Ajker Patrika

সালমানের নতুন ছবির ফার্স্ট লুক

আপডেট : ১৫ মে ২০২২, ১৪: ৫১
সালমানের নতুন ছবির ফার্স্ট লুক

মাথায় ঝাঁকড়া চুল, হাতে লোহার রড, চোখে কালো চশমায় এ কোন সালমান! ভাইজানের নতুন লুকে বেজায় চমকে গেছেন ভক্তরা। স্থানীয় সময় গতকাল শনিবার আপকামিং সিনেমা ‘কাভি ঈদ কাভি দিওয়ালির’ ফার্স্ট লুক শেয়ার করেছেন সালমান খান। 

বলিউড হাঙ্গামা জানায়, নতুন লুকের ছবি শেয়ার করে সল্লু ক্যাপশনে লিখেছেন, ‘আমার নতুন ছবির শুটিং শুরু হলো...।’ যদিও কোন সিনেমার শুটিং, তা উল্লেখ করেননি সালমান। তবে ভক্তদের জানতে বাকি নেই সিনেমার নাম। ভাইজানের আপকামিং সিনেমা নিয়ে ভক্তদের উৎসাহ-উদ্দীপনা সব সময়ই তুঙ্গে। বছরের শুরুতেই ঘোষণা এসেছিল, সালমান খান অভিনীত নতুন সিনেমা ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ আসতে চলেছে। 

সালমানের ব্রেসলেট পরে ছবি শেয়ার করেছেন পূজা হেগড়ে। ছবি: ইনস্টাগ্রামএর আগে অভিনেত্রী পূজা হেগড়ে জানান, সালমানের পরবর্তী ছবির সদস্য তিনিও। পূজাও তাঁর ইনস্টাগ্রামে সালমানের ব্রেসলেট পরে নিজের একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখে জানান শুটিং শুরুর কথা। 

‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ নামের সিনেমাটি পরিচালনা করছেন ফারহাদ সামজি। আগামী বছর ঈদে মুক্তি পেতে যাচ্ছে সালমানের এই সিনেমা। সালমানের নতুন লুক জানান দিচ্ছে, ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ হতে যাচ্ছে অ্যাকশনধর্মী সিনেমা। এই সিনেমায় থাকতে পারেন ‘বিগ বস’ খ্যাত শেহনাজ গিল। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যবসায়ীকে বালুতে পুঁতে রেখে ‘৪ কোটি টাকা আদায়’

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

একে একে আট বিয়ে, নয়বারের বেলায় গ্রেপ্তার ‘লুটেরা দুলহান’

অদৃশ্য শর্তে বাংলাদেশের জন্য ট্রাম্পের ১৫% শুল্ক ছাড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত