Ajker Patrika

গর্জনে বিপাকে মিঠুন

আপডেট : ২৮ জুন ২০২১, ১৯: ৩৭
গর্জনে বিপাকে মিঠুন

ঢাকা: ভোটের প্রচারে উসকানিমূলক মন্তব্যের কারণে ভারতের হাইকোর্টে মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে মামলা হয়েছে। সেই মামলায় মিঠুন চক্রবর্তীকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চলছে। আগেও তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠানো হয়েছে। দুই দফায় তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে পশ্চিমবঙ্গের মানিকতলা থানার পুলিশ।

সোমবার মিঠুন চক্রবর্তীকে ফের ভার্চ্যুয়াল জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়। সোমবার সকালে হাজির থাকতে বলা হয় তাঁকে। কিন্তু ব্যক্তিগত কাজের জন্য সকালে নয়, বিকেলে ভার্চ্যুয়ালি মুখামুখি হলেন মিঠুন। গত শুক্রবার এই মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টে বিচারপতি কৌশিক চন্দ জানতে চান, কী উসকানিমূলক মন্তব্য করেছেন মিঠুন? জবাবে সরকারি আইনজীবী বলেন, উনি প্রকাশ্য সভায় বলেছেন, ‘মারব এখানে, লাশ পড়বে শ্মশানে’, ‘আমি জলঢোঁড়াও নই, বেলেবোড়াও নই। আমি জাত গোখরো, এক ছোবলে ছবি।’

মিঠুনের আইনজীবী মহেশ জেঠমালানি বলেন, ‘সব কটি মিঠুন অভিনীত সিনেমার ডায়ালগ। এবং সেগুলি সেনসর বোর্ডের পাস করানো সংলাপ। তা প্রকাশ্যে বলা কি অপরাধ!’ সরকারি আইনজীবীর অভিযোগ, ওই সব মন্তব্যের মাধ্যমে রাজ্যে ভোট–পরবর্তী হিংসা ছড়িয়েছেন মিঠুন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত