গত বছরের শেষদিকে ঘোষণা এসেছিল দেব এন্টারটেইনমেন্টের ব্যানারে আবারও সিনেমা বানাচ্ছেন সৃজিত মুখার্জি। ‘টেক্কা’ নামের এই সিনেমায় দেবের সঙ্গে আরও থাকছেন স্বস্তিকা মুখার্জি, রুক্মিণী মৈত্র, সৃজা দত্তসহ এক ঝাঁক তারকা। সংগীত পরিচালনা করার কথা অনুপম রায়ের। তবে শেষ পর্যন্ত সৃজিতের টেক্কা থেকে সরে দাঁড়ালেন অনুপম। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারকে বিষয়টি নিশ্চিত করেছেন অনুপম নিজেই। তাঁর পরিবর্তে সংগীতের দায়িত্ব পালন করবেন রণজয় ভট্টাচার্য।
সৃজিত মুখার্জির অনেক সিনেমায় সংগীত করেছেন অনুপম। উপহার দিয়েছেন জনপ্রিয় অনেক গান। তবে এবার বাজেটের কারণে সৃজিতের সিনেমায় গান করছেন না তিনি। অনুপম বলেন, ‘সিনেমার বাজেট নিয়ে কিছু সমস্যা দেখা দিয়েছে। তাই আমি নেই।’
টেক্কা সিনেমা থেকে সরে দাঁড়ানোয় মন খারাপ নেই অনুপমের। জানলেন এ রকম ঘটতেই পারে। রণজয়কে শুভেচ্ছাও জানিয়েছেন অনুপম।
এই প্রথম সৃজিত মুখার্জির কোনো সিনেমায় সংগীত পরিচালনা করবেন রণজয় ভট্টাচার্য। তিনি বলেন, ‘সৃজিত মুখার্জির সিনেমার গানে সুর দেওয়া যেমন কঠিন, তেমনই লোভনীয়। এই প্রথম ওঁর সঙ্গে কাজ করব। ফলে, প্রচণ্ড উত্তেজিত।’
ভারতের লোকসভা নির্বাচনের আগেই শেষ হয়েছে টেক্কা সিনেমার প্রথম ভাগের শুটিং। এই সিনেমার কাজ পুরো শেষ না করেই সৃজিত শুরু করেছেন ‘সত্যি বলতে কিছু নেই’ নামের আরেক সিনেমার শুটিং। শোনা যাচ্ছে এই সিনেমার শুটিং শেষ হলে সৃজিত শুরু করবেন টেক্কা সিনেমার দ্বিতীয় পর্বের শুটিংয়ে।
গত বছরের শেষদিকে ঘোষণা এসেছিল দেব এন্টারটেইনমেন্টের ব্যানারে আবারও সিনেমা বানাচ্ছেন সৃজিত মুখার্জি। ‘টেক্কা’ নামের এই সিনেমায় দেবের সঙ্গে আরও থাকছেন স্বস্তিকা মুখার্জি, রুক্মিণী মৈত্র, সৃজা দত্তসহ এক ঝাঁক তারকা। সংগীত পরিচালনা করার কথা অনুপম রায়ের। তবে শেষ পর্যন্ত সৃজিতের টেক্কা থেকে সরে দাঁড়ালেন অনুপম। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারকে বিষয়টি নিশ্চিত করেছেন অনুপম নিজেই। তাঁর পরিবর্তে সংগীতের দায়িত্ব পালন করবেন রণজয় ভট্টাচার্য।
সৃজিত মুখার্জির অনেক সিনেমায় সংগীত করেছেন অনুপম। উপহার দিয়েছেন জনপ্রিয় অনেক গান। তবে এবার বাজেটের কারণে সৃজিতের সিনেমায় গান করছেন না তিনি। অনুপম বলেন, ‘সিনেমার বাজেট নিয়ে কিছু সমস্যা দেখা দিয়েছে। তাই আমি নেই।’
টেক্কা সিনেমা থেকে সরে দাঁড়ানোয় মন খারাপ নেই অনুপমের। জানলেন এ রকম ঘটতেই পারে। রণজয়কে শুভেচ্ছাও জানিয়েছেন অনুপম।
এই প্রথম সৃজিত মুখার্জির কোনো সিনেমায় সংগীত পরিচালনা করবেন রণজয় ভট্টাচার্য। তিনি বলেন, ‘সৃজিত মুখার্জির সিনেমার গানে সুর দেওয়া যেমন কঠিন, তেমনই লোভনীয়। এই প্রথম ওঁর সঙ্গে কাজ করব। ফলে, প্রচণ্ড উত্তেজিত।’
ভারতের লোকসভা নির্বাচনের আগেই শেষ হয়েছে টেক্কা সিনেমার প্রথম ভাগের শুটিং। এই সিনেমার কাজ পুরো শেষ না করেই সৃজিত শুরু করেছেন ‘সত্যি বলতে কিছু নেই’ নামের আরেক সিনেমার শুটিং। শোনা যাচ্ছে এই সিনেমার শুটিং শেষ হলে সৃজিত শুরু করবেন টেক্কা সিনেমার দ্বিতীয় পর্বের শুটিংয়ে।
বিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
২ ঘণ্টা আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
২ ঘণ্টা আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
২ ঘণ্টা আগেকালজয়ী রূপকথা ‘স্নো হোয়াইট’কে নতুনভাবে পর্দায় নিয়ে এসেছে ডিজনি। প্রায় ২৭০ মিলিয়ন ডলার বাজেটে তৈরি হয়েছে স্নো হোয়াইট। ডিজনির অন্যতম ব্যয়বহুল এই মিউজিক্যাল ফ্যান্টাসি মুক্তির আগে থেকেই নানা বিতর্কে জড়িয়েছিল। গত ২১ মার্চে মুক্তির পর বিতর্ক বেড়েছে আরও।
২ ঘণ্টা আগে