Ajker Patrika

তুফানের পর শাকিব খানের নতুন সিনেমা ‘তাণ্ডব’

বিনোদন প্রতিবেদক, ঢাকা
শাকিব খান। ছবি: ইনস্টাগ্রাম
শাকিব খান। ছবি: ইনস্টাগ্রাম

‘তুফান’-এর জুটি এক হলো আবার। শাকিব খান অভিনীত সিনেমাটি পরিচালনা করেছিলেন রায়হান রাফী, প্রযোজনায় ছিলেন শাহরিয়ার শাকিল। এ তিনজন এবার যে নতুন সিনেমার ঘোষণা দিলেন, সেটার নামের আদ্যাক্ষরও এক— ‘তাণ্ডব’। তুফানের পর এবার তাণ্ডব সৃষ্টি করতে আসছেন তাঁরা।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় শাকিব খান আনুষ্ঠানিকভাবে তাণ্ডব সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। শাকিবের সঙ্গে এসভিএফ আলফা আই এন্টারটেনমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল চুক্তিপত্র স্বাক্ষর করেন। এ সময় তাণ্ডবের পরিচালক রায়হান রাফীও ছিলেন।

জানা গেছে, তাণ্ডবের শুটিং শুরু হবে মার্চের শুরুতে। ঈদুল আযহায় সিনেমাটি মুক্তি পাবে। এর মাধ্যমে এ বছরের দুই ঈদে শাকিবের সিনেমার নাম কনফার্ম হলো। রোজার ঈদে মুক্তির জন্য আগেই ঘোষণা করা হয়েছে ‘বরবাদ’ সিনেমার নাম। ফলে ঈদুল ফিতরে ‘বরবাদ’, আর ঈদুল আযহায় ‘তাণ্ডব’—এটাই শাকিবের ২০২৫ সালের লাইনআপ।

‘তাণ্ডব’ সিনেমার চুক্তি সই অনুষ্ঠানে প্রযোজক, নায়ক ও পরিচালক। ছবি: সংগৃহীত
‘তাণ্ডব’ সিনেমার চুক্তি সই অনুষ্ঠানে প্রযোজক, নায়ক ও পরিচালক। ছবি: সংগৃহীত

গত কয়েক বছর ধরে ঢাকাই সিনেমা হয়ে উঠেছে দুই ঈদকেন্দ্রীক। বড় বাজেটের সিনেমাগুলো ঈদকে কেন্দ্র করেই নির্মিত হচ্ছে। শাকিবের সাফল্যও আটকে আছে ঈদে। ‘প্রিয়তমা’, ‘রাজকুমার’ কিংবা ‘তুফান’ সবই মুক্তি পেয়েছিল ঈদে। সাফল্যও পেয়েছিল। তবে তাঁর সর্বশেষ মুক্তি পাওয়া ‘দরদ’ এসেছিল ঈদ ছাড়া। ফলে সিনেমাটি একেবারেই আলোচনা তৈরি করতে পারেনি।

তাণ্ডবের নাম ঘোষণার সঙ্গে সঙ্গে আরেকটি কৌতূহল ঘুরপাক খাচ্ছে শাকিবভক্তদের মনে, এতে কে হবেন শাকিবের নায়িকা? গুঞ্জন উঠেছে, তাণ্ডবে শাকিবের বিপরীতে থাকবেন জয়া আহসান। যদিও চূড়ান্ত সত্যতা মেলেনি এখনো। বিষয়টি সত্য হলে প্রায় এক দশক পর ফের জুটি হিসেবে দেখা যাবে শাকিব-জয়াকে। ২০১৩ সালে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি’ ও ২০১৬ সালে এর সিকুয়েলে দেখা গিয়েছিল তাঁদের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গাড়ি কেনার টাকা না দেওয়ায় স্ত্রীকে মারধর, নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা

মুক্তি পেয়ে আ.লীগ নেতার ভিডিও বার্তা, বেআইনি বলল বিএনপি

ভারতের সঙ্গে আফগানিস্তান-শ্রীলঙ্কাও ঢাকায় এসিসির সভা বর্জন করল

যুদ্ধবিমানের ২৫০ ইঞ্জিন কিনছে ভারত, ফ্রান্সের সঙ্গে ৬১ হাজার কোটি রুপির চুক্তি

সালাহউদ্দিনকে নিয়ে বিষোদ্‌গার: চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চে বিএনপির হামলা-ভাঙচুর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত