Ajker Patrika

দেশে মুক্তি পাচ্ছে দুই সিনেমা

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ১৩: ০১
‘ভয়াল’ সিনেমায় আইশা ও সাজ্জাদ এবং ‘মোয়ানা ২’ সিনেমার দৃশ্য়
‘ভয়াল’ সিনেমায় আইশা ও সাজ্জাদ এবং ‘মোয়ানা ২’ সিনেমার দৃশ্য়

দেশের সিনেমা হলে আজ মুক্তি পাচ্ছে দুটি সিনেমা। ঢালিউডের প্রথম প্রাপ্তবয়স্কদের সিনেমা ‘ভয়াল’-এর সঙ্গে মুক্তির তালিকায় আছে হলিউডের অ্যানিমেশন সিনেমা ‘মোয়ানা ২’।

অর্ধযুগ পর বড় পর্দায়
সার্টিফিকেশন বোর্ড চালু হওয়ার পর দেশের প্রথম প্রাপ্তবয়স্কদের সিনেমা হিসেবে এ গ্রেডে ছাড়পত্র পায় ‘ভয়াল’। নির্মাতা বিপ্লব হায়দার জানান ভয়াল মিষ্টি প্রেমের গল্প। বিপ্লব হায়দার বলেন, ‘এ সিনেমায় প্রেমের গল্পই বলেছি, তবে একেবারে অন্য স্বাদের। এই প্রেমের গল্পে যেমন পারিবারিক কলহ আছে, তেমনি জীবনে নানা সময় যে অন্ধকার নেমে আসে, সেই ভয়াবহতাও এসেছে।’

ভয়াল দিয়ে অর্ধযুগ পর বড় পর্দায় ফিরছেন ইরফান সাজ্জাদ ও আইশা খান। ২০১৭ সালে মুক্তি পাওয়া ‘ভালোবাসা এমনই হয়’ সিনেমার পর বড় পর্দায় আর দেখা যায়নি ইরফান সাজ্জাদকে। অন্যদিকে ২০১৮ সালে মুক্তি পেয়েছিল আইশার একমাত্র মুক্তি পাওয়া সিনেমা ‘আহত ফুলের গল্প’।

ইরফান সাজ্জাদ বলেন, ‘সিনেমার যে বার্তা, তা খুবই ইউনিক। যাঁরা সিনেমাটি দেখবেন, ভিন্ন রকম স্বাদ পাবেন।’

আইশা খান বলেন, ‘পাহাড়ি পটভূমিতে নির্মাণ হয়েছে ভয়াল। প্রেম, ভালোবাসা, যন্ত্রণা সবই থাকছে গল্পে। আশা করছি দর্শকদের ভালো লাগবে।’

এতে আরও অভিনয় করেছেন গোলাম ফরিদা ছন্দা, লুৎফর রহমান জর্জ প্রমুখ। দেশের ১৭টি হলে মুক্তি পাচ্ছে সিনেমাটি।

সিনেপ্লেক্সে ‘মোয়ানা ২’
২০১৬ সালে মুক্তি পেয়েছিল জনপ্রিয় অ্যানিমেশন সিনেমা মোয়ানা। ছোট থেকে বড় সবার মাঝে দারুণ সাড়া ফেলেছিল সিনেমাটি। আট বছর পর ‘মোয়ানা ২’ নিয়ে আসছে ডিজনি। বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে আজ বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে মোয়ানা ২। প্রথমবারে মতো এবারও মোয়ানা চরিত্রে কণ্ঠ দিয়েছেন আউলি ক্রাভালিও এবং মাউয়ি চরিত্রে কণ্ঠ দিয়েছেন ডোয়াইন জনসন।

ট্রেলার দেখে আন্দাজ পাওয়া যায় মোয়ানা ২ হবে অ্যাকশনে ভরপুর। সমুদ্রে আরেকটি অ্যাডভেঞ্চারের জন্য প্রস্তুত হতে দেখা গিয়েছে মোয়ানাকে। একটি দৃশ্যে মোয়ানাকে হাঙরের সামনেও পড়তে দেখা যায়। টিজারের শেষে মোয়ানার নৌকায় পৌঁছায় মাউয়ি।

সিনেমার চিত্রনাট্য লিখেছেন এবং পরিচালনা করেছেন ডেভিড জি ডেরিক জুনিয়র। এটি প্রথমে টেলিভিশন সিরিজ হিসেবে নির্মাণ করা হলেও পরে আরও কিছু কাজ করে থিয়েট্রিক্যাল সিক্যুয়েল হিসেবে মুক্তি দেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত