বিনোদন প্রতিবেদক, ঢাকা
ঢাকাই ছবির এ প্রজন্মের জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম আহমেদ। এরই মধ্যে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন। এই চিত্রনায়কের ছবিতে পথচলা শুরু হয়েছে আলোচিত প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায়। জাজের প্রযোজিত ‘পোড়ামন ২’ ও ‘দহন’ ছবিতে অভিনয় করে দর্শকপ্রিয়তা পান সিয়াম। ছবি দুটি রেকর্ড পরিমাণ ব্যবসা করে। এরপর এই প্রযোজনা প্রতিষ্ঠানের আর কোনো ছবিতে পাওয়া যায়নি তাকে।
দীর্ঘদিনের বিরতি শেষে ফের জাজের নতুন ছবিতে অভিনয় করতে যাচ্ছেন সিয়াম আহমেদ। এ তথ্য নিশ্চিত করেছেন প্রযোজনা প্রতিষ্ঠানের চেয়ারম্যান আব্দুল আজিজ। ছবির নাম ‘রাস্তা’। রায়হান রাফি পরিচালনা করবেন ছবিটি। ছবিতে সিয়ামের সঙ্গে নতুন মুখ দেখা যাবে।
জানা গেছে, বর্তমানে সিয়াম ছবি প্রতি পারিশ্রামিক ১৫ থেকে ২০ লাখ টাকা নিলেও ‘রাস্তা’ ছবিতে নিচ্ছেন মাত্র ১ হাজার ১ টাকা। ‘পোড়ামন টু’ ও ‘দহন’ সিনেমা দুটিতে সহশিল্পী পূজা থাকলেও এই ছবিতে দেখা যাবে নতুন এক নায়িকাকে। আগামী পয়লা জানুয়ারি থেকে ছবিটির দৃশ্য ধারণ শুরু হবে।
প্রযোজক আব্দুল আজিজ বলেন, ‘একটা কথা না বললে অন্যায় হবে। আমার ব্যক্তিগত ফেসবুক প্রফাইলে বলেছিলাম সিনেমার লোক কখনো আপন বা বন্ধু হয় না। কথাটা ভুল। তার প্রমান সিয়াম। সিয়াম প্রতি সিনেমাতে সন্মানি নেয় ১৫-২০ লক্ষ টাকা। কিন্তু জাজের ছেলে সিয়াম এই ছবি বাবদ নিয়েছে ১,০০১/= (এক হাজার এক) টাকা মাত্র । যেখানে জাজের অনেক ছেলে মেয়েরা আগেই জিজ্ঞাসা করে কত টাকা দেবেন ওই ছবি/ ওয়েব সিরিজের জন্য (নুসরাত ফারিয়া ছাড়া)। এটা সিয়ামের প্রতিদান নাকি ভালবাসা! না জাজের প্রতি সন্মান জানি না।’
ঢাকাই ছবির এ প্রজন্মের জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম আহমেদ। এরই মধ্যে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন। এই চিত্রনায়কের ছবিতে পথচলা শুরু হয়েছে আলোচিত প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায়। জাজের প্রযোজিত ‘পোড়ামন ২’ ও ‘দহন’ ছবিতে অভিনয় করে দর্শকপ্রিয়তা পান সিয়াম। ছবি দুটি রেকর্ড পরিমাণ ব্যবসা করে। এরপর এই প্রযোজনা প্রতিষ্ঠানের আর কোনো ছবিতে পাওয়া যায়নি তাকে।
দীর্ঘদিনের বিরতি শেষে ফের জাজের নতুন ছবিতে অভিনয় করতে যাচ্ছেন সিয়াম আহমেদ। এ তথ্য নিশ্চিত করেছেন প্রযোজনা প্রতিষ্ঠানের চেয়ারম্যান আব্দুল আজিজ। ছবির নাম ‘রাস্তা’। রায়হান রাফি পরিচালনা করবেন ছবিটি। ছবিতে সিয়ামের সঙ্গে নতুন মুখ দেখা যাবে।
জানা গেছে, বর্তমানে সিয়াম ছবি প্রতি পারিশ্রামিক ১৫ থেকে ২০ লাখ টাকা নিলেও ‘রাস্তা’ ছবিতে নিচ্ছেন মাত্র ১ হাজার ১ টাকা। ‘পোড়ামন টু’ ও ‘দহন’ সিনেমা দুটিতে সহশিল্পী পূজা থাকলেও এই ছবিতে দেখা যাবে নতুন এক নায়িকাকে। আগামী পয়লা জানুয়ারি থেকে ছবিটির দৃশ্য ধারণ শুরু হবে।
প্রযোজক আব্দুল আজিজ বলেন, ‘একটা কথা না বললে অন্যায় হবে। আমার ব্যক্তিগত ফেসবুক প্রফাইলে বলেছিলাম সিনেমার লোক কখনো আপন বা বন্ধু হয় না। কথাটা ভুল। তার প্রমান সিয়াম। সিয়াম প্রতি সিনেমাতে সন্মানি নেয় ১৫-২০ লক্ষ টাকা। কিন্তু জাজের ছেলে সিয়াম এই ছবি বাবদ নিয়েছে ১,০০১/= (এক হাজার এক) টাকা মাত্র । যেখানে জাজের অনেক ছেলে মেয়েরা আগেই জিজ্ঞাসা করে কত টাকা দেবেন ওই ছবি/ ওয়েব সিরিজের জন্য (নুসরাত ফারিয়া ছাড়া)। এটা সিয়ামের প্রতিদান নাকি ভালবাসা! না জাজের প্রতি সন্মান জানি না।’
সৌদি আরবের প্রথম দিকের কয়েকজন নারী র্যাপারের একজন জারা। সংগীতশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সৌদির সীমানা পেরিয়ে তিনি এখন সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে থাকছেন। আরবি, ইংরেজির পাশাপাশি সুইডিশ ভাষাতেও সাবলীল এই তরুণী। জানান, আরও একটি ভাষা শেখার ইচ্ছা আছে তাঁর। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর গান...
১১ ঘণ্টা আগেবিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
১৭ ঘণ্টা আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
১৭ ঘণ্টা আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
১৭ ঘণ্টা আগে