বিনোদন প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার অন্যতম সফল সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে বাংলাদেশের আশীর্বাদ চলচ্চিত্র ও ভারতের গ্রামকো ফিল্মস। বাংলা সিনেমায় পরিবর্তনের হাওয়া নিয়ে এসেছিল সিনেমাটি। প্রেক্ষাগৃহের আগে প্রদর্শিত হয় টেলিভিশনে। হঠাৎ বৃষ্টি মুক্তির ২৭ বছর পর নতুন অভিনয়শিল্পীদের নিয়ে তৈরি হচ্ছে ‘আবার হঠাৎ বৃষ্টি’। নতুন সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে আশীর্বাদ চলচ্চিত্র ও ইমপ্রেস টেলিফিল্ম। আজ মহরতের মধ্য দিয়ে যাত্রা শুরু হবে সিনেমাটির।
১৯৯৮ সালের কোরবানির ঈদের দিন চ্যানেল আইয়ে ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার হয় হঠাৎ বৃষ্টির। দর্শক দারুণ পছন্দ করে সিনেমাটি। বাসুদেব চ্যাটার্জির পরিচালনায় হঠাৎ বৃষ্টিতে দেখা গিয়েছিল নতুন অভিনয়শিল্পীদের। বিশেষ করে কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করা ফেরদৌস আহমেদ ও প্রিয়াঙ্কা ত্রিবেদীর রসায়ন মন জিতে নেয় দর্শকের। টিভির পর প্রেক্ষাগৃহে মুক্তির পর হলগুলোতে যেন দর্শকের বৃষ্টি নেমেছিল। বিশেষ করে তরুণ দর্শকের কাছে সিনেমাটি দারুণ সাড়া পায়। ব্যবসার পাশাপাশি সমালোচকদেরও প্রশংসা কুড়িয়েছিল সিনেমাটি। ১৯৯৮ সালে বাংলাদেশে মাত্র দুটি ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হয়েছিল। দুটি পুরস্কারই উঠেছিল হঠাৎ বৃষ্টির ঝুলিতে। সেরা অভিনেতার পুরস্কার পেয়েছিলেন ফেরদৌস আহমেদ ও চিত্রগ্রাহকের পুরস্কার জিতেছিলেন আখতার হোসেন।
২০২৩ সালে হঠাৎ বৃষ্টির ২৫ বছর পূর্তি উপলক্ষে প্রকাশ করা হয় ‘চিত্রনাট্য ও অন্যান্য প্রসঙ্গ’ নামের বই। সিনেমার মূল চিত্রনাট্যর সঙ্গে বইটিতে জায়গা পায় এর স্থিরচিত্র, শিল্পী-কলাকুশলীর অভিজ্ঞতার কথা। এবার তৈরি হচ্ছে সিনেমার সিকুয়েল। আবার হঠাৎ বৃষ্টি পরিচালনা করবেন কামরুজ্জামান। এবার সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন নতুন অভিনয়শিল্পীরা। তাঁদের সঙ্গে থাকছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবিসহ আরও অনেকে। আজ উত্তরার আনন্দবাড়ি শুটিং হাউসে মহরতের মধ্য দিয়ে শুরু হবে সিনেমার শুটিং। সেখানেই প্রকাশ করা হবে নায়ক-নায়িকার নাম।
বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার অন্যতম সফল সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে বাংলাদেশের আশীর্বাদ চলচ্চিত্র ও ভারতের গ্রামকো ফিল্মস। বাংলা সিনেমায় পরিবর্তনের হাওয়া নিয়ে এসেছিল সিনেমাটি। প্রেক্ষাগৃহের আগে প্রদর্শিত হয় টেলিভিশনে। হঠাৎ বৃষ্টি মুক্তির ২৭ বছর পর নতুন অভিনয়শিল্পীদের নিয়ে তৈরি হচ্ছে ‘আবার হঠাৎ বৃষ্টি’। নতুন সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে আশীর্বাদ চলচ্চিত্র ও ইমপ্রেস টেলিফিল্ম। আজ মহরতের মধ্য দিয়ে যাত্রা শুরু হবে সিনেমাটির।
১৯৯৮ সালের কোরবানির ঈদের দিন চ্যানেল আইয়ে ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার হয় হঠাৎ বৃষ্টির। দর্শক দারুণ পছন্দ করে সিনেমাটি। বাসুদেব চ্যাটার্জির পরিচালনায় হঠাৎ বৃষ্টিতে দেখা গিয়েছিল নতুন অভিনয়শিল্পীদের। বিশেষ করে কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করা ফেরদৌস আহমেদ ও প্রিয়াঙ্কা ত্রিবেদীর রসায়ন মন জিতে নেয় দর্শকের। টিভির পর প্রেক্ষাগৃহে মুক্তির পর হলগুলোতে যেন দর্শকের বৃষ্টি নেমেছিল। বিশেষ করে তরুণ দর্শকের কাছে সিনেমাটি দারুণ সাড়া পায়। ব্যবসার পাশাপাশি সমালোচকদেরও প্রশংসা কুড়িয়েছিল সিনেমাটি। ১৯৯৮ সালে বাংলাদেশে মাত্র দুটি ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হয়েছিল। দুটি পুরস্কারই উঠেছিল হঠাৎ বৃষ্টির ঝুলিতে। সেরা অভিনেতার পুরস্কার পেয়েছিলেন ফেরদৌস আহমেদ ও চিত্রগ্রাহকের পুরস্কার জিতেছিলেন আখতার হোসেন।
২০২৩ সালে হঠাৎ বৃষ্টির ২৫ বছর পূর্তি উপলক্ষে প্রকাশ করা হয় ‘চিত্রনাট্য ও অন্যান্য প্রসঙ্গ’ নামের বই। সিনেমার মূল চিত্রনাট্যর সঙ্গে বইটিতে জায়গা পায় এর স্থিরচিত্র, শিল্পী-কলাকুশলীর অভিজ্ঞতার কথা। এবার তৈরি হচ্ছে সিনেমার সিকুয়েল। আবার হঠাৎ বৃষ্টি পরিচালনা করবেন কামরুজ্জামান। এবার সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন নতুন অভিনয়শিল্পীরা। তাঁদের সঙ্গে থাকছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবিসহ আরও অনেকে। আজ উত্তরার আনন্দবাড়ি শুটিং হাউসে মহরতের মধ্য দিয়ে শুরু হবে সিনেমার শুটিং। সেখানেই প্রকাশ করা হবে নায়ক-নায়িকার নাম।
অনুমতি ছাড়া বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাইয়ের নাম-ছবি বেআইনিভাবে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন মাধ্যমে। এআই নির্মিত অশ্লীল-বিকৃত ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। শুধু তা-ই নয়, প্রযুক্তির সাহায্য নিয়ে তাঁর কণ্ঠস্বরেরও অপব্যবহার হচ্ছে। তাই ভারতীয় আইন মোতাবেক ‘ব্যক্তিত্বের অধিকার’ কার্যকর করার দাবি
৯ ঘণ্টা আগেসংগীত ক্যারিয়ারে সাড়ে তিন দশকের পথচলা কনকচাঁপার। পুরো নাম রুমানা মোর্শেদ কনকচাঁপা। সাবিনা ইয়াসমীন ও রুনা লায়লার পর কনকচাঁপা প্লেব্যাক শিল্পী হিসেবে চলচ্চিত্রে ৩ হাজারের বেশি গানে কণ্ঠ দিয়েছেন। তাঁর অনেক গান শ্রোতাদের মুখে মুখে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনবার। এ ছাড়া কনকচাঁপার একক অ্যালবাম
১০ ঘণ্টা আগেফিলিস্তিনের ওপর ইসরায়েলের বর্বরতা ও গণহত্যার বিরুদ্ধে শিল্পীদের প্রতিবাদ এবার আরও কঠোর হলো। আরও শক্ত অবস্থান নিলেন শিল্পীরা। হলিউডসহ সারা বিশ্বের বিভিন্ন ইন্ডাস্ট্রির ১২ শর বেশি শিল্পী ঘোষণা দিয়েছেন, এখন থেকে ইসরায়েলি কোনো ইনস্টিটিউশন কিংবা প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে
১০ ঘণ্টা আগে১ থেকে ৫ সেপ্টেম্বর ভারতের দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে ‘ডক প্রোডিউসিং সাউথ’ শীর্ষক আয়োজন। স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের নিয়ে অনুষ্ঠিত এই আয়োজনে তথ্যচিত্র নির্মাণের বাজেট, ডিস্ট্রিবিউশন পরিকল্পনা, চিত্রনাট্য রচনাসহ নানা বিষয়ে আলোচনা করেন বিভিন্ন দেশের নির্মাতা ও প্রযোজকেরা।
১ দিন আগে