বিনোদন প্রতিবেদক
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক জায়েদ খানের প্রার্থিতা বাতিল করেছে আপিল বোর্ড। এ পদে নিপুণকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করা হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় এ ঘোষণা দেন আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান।
আপিল বোর্ডের এমন রায়ের পর তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করা পীরজাদা শহীদুল হারুন। আপিল বোর্ডকে অবৈধ বলে মন্তব্য করেছেন তিনি।
পীরজাদা হারুন বলেন, ‘নির্বাচনের জন্য একটা তফসিল আছে। নির্বাচনের তফসিল অনুযায়ী আপিল বোর্ড এখন মৃত। তারা কোনো রায় দেয়ার ক্ষমতা রাখে না। আমিও এখন কোনো রায় দেওয়ার ক্ষমতা রাখি না।’
হারুন বলেন, ‘গত ২৮ জানুয়ারি শিল্পী সমিতির নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনের তফসিল অনুযায়ী পরদিন আবেদন করার সুযোগ ছিল, নিপুণ সেখানে টাকা দিয়ে আবেদন করেছেন। আপিল বোর্ড চূড়ান্ত রায় দিয়েছে। নিপুণ সেটা মেনে স্বাক্ষর করেছেন। আপিল বোর্ড জায়েদ খানকে বিজয়ী ঘোষণা করেছে। এখন এই আপিল বোর্ড অবৈধ, এই বোর্ডের হাতে কোনো ক্ষমতা নাই।’
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনার বিষয়ে পীরজাদা হারুন বলেন, ‘মন্ত্রণালয় থেকে গঠনতন্ত্র এবং নির্বাচনের তফসিল দেখার জন্য বলা হয়েছে। তফসিল অনুযায়ী, নির্বাচনের পরদিন ২৯ জানুয়ারি বিকেল ৫টার পর আপিল বোর্ডের হাতে আর কোনো ক্ষমতা নাই। ৩০ জানুয়ারি থেকে নির্বাচন কমিশনের হাতেও কোনো ক্ষমতা নাই।’
তিনি যোগ করেন, ‘এখন হাইকোর্টের দরজা খোলা আছে, কেউ চাইলে হাইকোর্টে যেতে পারেন। কিন্তু আপিল বোর্ড বা নির্বাচন কমিশন আর কাউকে বিজয়ী ঘোষণা করতে পারেন না।’
আরও পড়ুন:
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক জায়েদ খানের প্রার্থিতা বাতিল করেছে আপিল বোর্ড। এ পদে নিপুণকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করা হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় এ ঘোষণা দেন আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান।
আপিল বোর্ডের এমন রায়ের পর তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করা পীরজাদা শহীদুল হারুন। আপিল বোর্ডকে অবৈধ বলে মন্তব্য করেছেন তিনি।
পীরজাদা হারুন বলেন, ‘নির্বাচনের জন্য একটা তফসিল আছে। নির্বাচনের তফসিল অনুযায়ী আপিল বোর্ড এখন মৃত। তারা কোনো রায় দেয়ার ক্ষমতা রাখে না। আমিও এখন কোনো রায় দেওয়ার ক্ষমতা রাখি না।’
হারুন বলেন, ‘গত ২৮ জানুয়ারি শিল্পী সমিতির নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনের তফসিল অনুযায়ী পরদিন আবেদন করার সুযোগ ছিল, নিপুণ সেখানে টাকা দিয়ে আবেদন করেছেন। আপিল বোর্ড চূড়ান্ত রায় দিয়েছে। নিপুণ সেটা মেনে স্বাক্ষর করেছেন। আপিল বোর্ড জায়েদ খানকে বিজয়ী ঘোষণা করেছে। এখন এই আপিল বোর্ড অবৈধ, এই বোর্ডের হাতে কোনো ক্ষমতা নাই।’
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনার বিষয়ে পীরজাদা হারুন বলেন, ‘মন্ত্রণালয় থেকে গঠনতন্ত্র এবং নির্বাচনের তফসিল দেখার জন্য বলা হয়েছে। তফসিল অনুযায়ী, নির্বাচনের পরদিন ২৯ জানুয়ারি বিকেল ৫টার পর আপিল বোর্ডের হাতে আর কোনো ক্ষমতা নাই। ৩০ জানুয়ারি থেকে নির্বাচন কমিশনের হাতেও কোনো ক্ষমতা নাই।’
তিনি যোগ করেন, ‘এখন হাইকোর্টের দরজা খোলা আছে, কেউ চাইলে হাইকোর্টে যেতে পারেন। কিন্তু আপিল বোর্ড বা নির্বাচন কমিশন আর কাউকে বিজয়ী ঘোষণা করতে পারেন না।’
আরও পড়ুন:
যুক্তরাজ্যের যে সিনেমা হলে এই ঘটনা ঘটেছে, সেখানে পবন কল্যাণ অভিনীত তেলুগু সিনেমা ‘হারি হারা ভেরা মাল্লু’র প্রদর্শনী চলছিল। হঠাৎ প্রদর্শনী থামিয়ে দেওয়া হয়। কেন সিনেমা হল নোংরা করা হচ্ছে—দর্শকদের এমন প্রশ্ন করেন হলের কর্মীরা।
৪ মিনিট আগেওয়েব কনটেন্টের নিয়মিত দর্শক চিত্রাঙ্গদা সিং। এই বলিউড অভিনেত্রীর ওয়াচ লিস্টে রয়েছে সারা বিশ্বের সিনেমা-সিরিজ। বর্তমানে তিনি দেখছেন ‘ল্যান্ডম্যান’। চিত্রাঙ্গদার প্রিয় হয়ে উঠেছে সিরিজটি। অভিনেত্রী জানালেন তাঁর আরও দুই পছন্দের ওয়েব সিরিজের নাম।
৪ ঘণ্টা আগেউত্তরা সেক্টর-৪ এলাকায় নাটক ও চলচ্চিত্রের শুটিং কার্যক্রমে জারি করা নিষেধাজ্ঞা শিগগির শর্ত সাপেক্ষে প্রত্যাহার করা হতে পারে। উত্তরা কল্যাণ সমিতির পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
১৩ ঘণ্টা আগেএকজন গর্ভবতী নারীর দীর্ঘপথ পাড়ি দিয়ে বেঁচে থাকার সংগ্রাম, সাতটি দেশের অভিবাসন-পথ পেরিয়ে বেঁচে থাকার গল্প- এটি কোনো কাল্পনিক থ্রিলার নয়, বরং বাস্তবতার ওপর নির্মিত এক সিনেম্যাটিক দলিল। বাংলাদেশি নির্মাতা আজিজুল হাসান সূর্য পরিচালিত আসন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র ‘ফিল্ডস অব ফ্রিডম’ এমন এক গল্প নিয়ে এগিয়ে
১৩ ঘণ্টা আগে