Ajker Patrika

মাসে ৭ লাখ টাকা দাবি শ্রাবন্তীর!

বিনোদন ডেস্ক
Thumbnail image

এক বছর আগে, গত দুর্গাপূজার পর পরই গুঞ্জন রটেছিল— আবারো ঘর ভাঙছে শ্রাবন্তীর। রোশান সিংয়ের সঙ্গে তাঁর সম্পর্কে ফাটল ধরেছে, এটি নিশ্চিত হওয়া যায় আরো কিছুদিন পরে। এ নিয়ে প্রকাশ্যে শ্রাবন্তী কিছু না বললেও, রোশান কিন্তু প্রথম থেকেই শ্রাবন্তীর সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন। চেয়েছেন নতুন করে শ্রাবন্তীর সঙ্গে পথ চলা শুরু করতে।

রোশান সিং ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়কিন্তু শেষ পর্যন্ত রোশান-শ্রাবন্তীর এই সম্পর্কের তিক্ততা বেড়ে তা পৌঁছেছে আদালতে। স্ত্রী শ্রাবন্তীকে ঘরে ফেরাতে চলতি বছরের জুলাই মাসে মামলাও করেন রোশন। তবে শ্রাবন্তী নিজের অবস্থান থেকে একেবারেই সরেননি। বরং রোশনের কাছ থেকে বিবাহ বিচ্ছেদ চেয়েছেন শ্রাবন্তী। আদালতে বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেছেন।

তবে শুধু বিচ্ছেদই চাননি তিনি। রোশানের কাছ থেকে প্রতিমাসে খোরপোশ বা ভরণপোষনের জন্য টাকাও দাবি করেছেন। শোনা যাচ্ছে, রোশানের কাছ থেকে প্রতি মাসে ৭ লাখ টাকা চেয়েছেন তিনি।

শ্রাবন্তী চট্টোপাধ্যায়এ বিষয়ে রোশান সিংয়ের আইনজীবী শ্যামল মণ্ডল বলেছেন, ‘শ্রাবন্তীর তরফ থেকে খোরপোশের মামলা দায়ের করা হয়েছে। যেখানে রোশানের কাছ থেকে প্রতিমাসে ৭ লক্ষ টাকা দাবি করেছেন শ্রাবন্তী। আগামী ১৫ ডিসেম্বর এই মামলার শুনানি রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত