Ajker Patrika

এ সপ্তাহের সিনেমা

আজ মুক্তি পাচ্ছে ‘উড়াল’

বিনোদন প্রতিবেদক, ঢাকা
‘উড়াল’ সিনেমার দৃশ্য
‘উড়াল’ সিনেমার দৃশ্য

৩ আগস্ট বিশ্ব বন্ধুত্ব দিবস। এ উপলক্ষে আজ দেশের হলে মুক্তি পাচ্ছে বন্ধুত্বের গল্প নিয়ে তৈরি সিনেমা ‘উড়াল’। তিন তরুণের বন্ধুত্ব আর সংগ্রামের গল্প নিয়ে তৈরি সিনেমাটি পরিচালনা করেছেন জোবায়দুর রহমান। গল্প ও চিত্রনাট্য রচনা করেছেন সম্রাট প্রামাণিক।

উড়াল চলচ্চিত্রের গল্প সাজানো হয়েছে একদল তরুণের যাপিত জীবন, বন্ধুত্ব, উড়ন্তপনা, প্রেম, বিশ্বাস-অবিশ্বাস, ক্ষমতার দ্বন্দ্ব এবং অবিচার ও বিচারহীনতার বিরুদ্ধে প্রাণান্ত সংগ্রামকে কেন্দ্র করে। নির্মাতা জানিয়েছেন, গল্প এই সিনেমার প্রাণশক্তি। সেই গল্পটাকে উপজীব্য করে লোকসংস্কৃতি ও তারুণ্যের উদ্দামকে দেশজ বয়নকৌশলে চিত্রায়িত করা হয়েছে উড়াল সিনেমায়।

নির্মাতা সূত্রে জানা গেছে, সিনেমার কেন্দ্রীয় চরিত্রের প্রায় সব অভিনয়শিল্পীর বয়স ২০ থেকে ২৩ বছর। বেশির ভাগেরই পর্দায় অভিষেক হচ্ছে এই সিনেমা দিয়ে। এটি নির্মাতা জোবায়দুর রহমানেরও প্রথম সিনেমা। শুধু তা-ই নয়, উড়াল দিয়ে প্রযোজনায় অভিষেক হচ্ছে অভিনেতা শরীফ সিরাজের।

নিজের প্রথম সিনেমা নিয়ে আশাবাদী নির্মাতা জোবায়দুর রহমান। তিনি বলেন, ‘পর্দায় বন্ধুদের রসায়নটা যেন বোঝা যায়, সেদিকে আমাদের বিশেষ মনোযোগ ছিল। গ্রুমিং সেশন থেকেই অভিনয়শিল্পীদের মধ্যে বন্ধুত্ব তৈরির চেষ্টা করেছি। শুটিংয়েও তাঁরা একসঙ্গে থেকেছেন, আড্ডা দিয়েছেন। সার্টিফিকেশন বোর্ডের সদস্যরা সিনেমাটি দেখে প্রশংসা করেছেন। এবার দর্শকদের দেখার পালা। তাঁদের ভালো লাগলেই আমাদের চেষ্টা সার্থক হবে।’

উড়াল সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাহফুজ মুন্না, সোহেল তৌফিক, শান্ত চন্দ্র সূত্রধর, কাব্যকথা, কে এম আবদুর রাজ্জাক, কবরী দাশ, রোশেন শরিফ, মীর সরওয়ার আলী মুকুল প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সোশ্যাল মিডিয়ায় বিবাদে জড়ালেন বাঁধন ও সাবা

সাবেক কেরানির ২৪টি আলিশান বাড়ি ও ৩০ হাজার কোটির সম্পদ

আরও বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

অবরোধকারীদের ‘ভুয়া’ আখ্যা দিয়ে ‘প্রকৃত জুলাই যোদ্ধাদের’ হামলা, পুলিশের লাঠিপেটায় শাহবাগ ফাঁকা

সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে: সামান্তা শারমিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত