মঞ্চ, টিভি নাটক, সিনেমা ও ওয়েবের জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। ‘ছিটকিনি’, ‘হালদা’, ‘গহীন বালুচর’, ‘সাপলুডু’র মতো সিনেমায় অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। এবার আসছে রুনা অভিনীত সরকারি অনুদানের নতুন সিনেমা ‘একটি না বলা গল্প’। আগামী ৬ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। আজ শনিবার সিনেমার একটি পোস্টার প্রকাশের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিশ্বজিৎ চৌধুরীর গল্পে ‘একটি না বলা গল্প’-এর চিত্রনাট্য ও পরিচালনায় ছিলেন পঙ্কজ পালিত। এ সিনেমায় রুনা খানকে আরিফা চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। সিনেমাটি নিয়ে আজকের পত্রিকাকে রুনা খান বলেন, ‘মুক্তিযুদ্ধ ও স্বৈরাচারবিরোধী আন্দোলনের পটভূমিতে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। আরিফা ও মমিনুলের না বলা গল্পকে কেন্দ্র করে তৈরি হয়েছে গল্প। সমান্তরালে দুটি সময়ের গল্প বলা হয়েছে, যার শুরু ’৭১-এর মুক্তিযুদ্ধ দিয়ে এবং শেষ ১৯৮৮ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনের মাধ্যমে। পঙ্কজদার নির্দেশনায় এটি আমার প্রথম কাজ। তাঁর সঙ্গে কাজের অভিজ্ঞতা অনেক ভালো। এর আগে আমার অভিনীত সাজেদুল আউয়ালের ‘ছিটকিনি’ সিনেমার চিত্রগ্রাহক হিসেবে পেয়েছিলাম তাঁকে।’
‘একটি না বলা গল্প’ সিনেমার গল্পের কেন্দ্রে আছে চট্টগ্রামের একটি পরিবার। এতে মমিনুল চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান। তিনি আছেন একজন মুক্তিযোদ্ধা ও রুনা খানের স্বামী চরিত্রে। রওনক হাসানের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে রুনা খান বলেন, ‘আমরা দুজন একই নাট্যদলের সদস্য, তাই আমাদের বোঝাপড়াটা অনেক ভালো। গুণী এই অভিনেতার অভিনয়ের ভক্ত আমি।’
‘একটি না বলা গল্প’ সিনেমার শুটিং শুরু হয়েছিল এ বছরের শুরুর দিকে। শুটিং হয়েছে চট্টগ্রাম, বান্দরবান, পুবাইল ও নবাবগঞ্জে। গত আগস্টে চট্টগ্রামে হয়েছিল এর উদ্বোধনী প্রদর্শনী। রওনক হাসান ও রুনা খান ছাড়াও এতে অভিনয় করেছেন নরেশ ভূঁইয়া, মোমেনা চৌধুরী, আহসানুল হক মিনু, আরিফ হক, রাকিব হোসাইন ঈভন ও নাঈমা আনজুম মুন।
মঞ্চ, টিভি নাটক, সিনেমা ও ওয়েবের জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। ‘ছিটকিনি’, ‘হালদা’, ‘গহীন বালুচর’, ‘সাপলুডু’র মতো সিনেমায় অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। এবার আসছে রুনা অভিনীত সরকারি অনুদানের নতুন সিনেমা ‘একটি না বলা গল্প’। আগামী ৬ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। আজ শনিবার সিনেমার একটি পোস্টার প্রকাশের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিশ্বজিৎ চৌধুরীর গল্পে ‘একটি না বলা গল্প’-এর চিত্রনাট্য ও পরিচালনায় ছিলেন পঙ্কজ পালিত। এ সিনেমায় রুনা খানকে আরিফা চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। সিনেমাটি নিয়ে আজকের পত্রিকাকে রুনা খান বলেন, ‘মুক্তিযুদ্ধ ও স্বৈরাচারবিরোধী আন্দোলনের পটভূমিতে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। আরিফা ও মমিনুলের না বলা গল্পকে কেন্দ্র করে তৈরি হয়েছে গল্প। সমান্তরালে দুটি সময়ের গল্প বলা হয়েছে, যার শুরু ’৭১-এর মুক্তিযুদ্ধ দিয়ে এবং শেষ ১৯৮৮ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনের মাধ্যমে। পঙ্কজদার নির্দেশনায় এটি আমার প্রথম কাজ। তাঁর সঙ্গে কাজের অভিজ্ঞতা অনেক ভালো। এর আগে আমার অভিনীত সাজেদুল আউয়ালের ‘ছিটকিনি’ সিনেমার চিত্রগ্রাহক হিসেবে পেয়েছিলাম তাঁকে।’
‘একটি না বলা গল্প’ সিনেমার গল্পের কেন্দ্রে আছে চট্টগ্রামের একটি পরিবার। এতে মমিনুল চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান। তিনি আছেন একজন মুক্তিযোদ্ধা ও রুনা খানের স্বামী চরিত্রে। রওনক হাসানের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে রুনা খান বলেন, ‘আমরা দুজন একই নাট্যদলের সদস্য, তাই আমাদের বোঝাপড়াটা অনেক ভালো। গুণী এই অভিনেতার অভিনয়ের ভক্ত আমি।’
‘একটি না বলা গল্প’ সিনেমার শুটিং শুরু হয়েছিল এ বছরের শুরুর দিকে। শুটিং হয়েছে চট্টগ্রাম, বান্দরবান, পুবাইল ও নবাবগঞ্জে। গত আগস্টে চট্টগ্রামে হয়েছিল এর উদ্বোধনী প্রদর্শনী। রওনক হাসান ও রুনা খান ছাড়াও এতে অভিনয় করেছেন নরেশ ভূঁইয়া, মোমেনা চৌধুরী, আহসানুল হক মিনু, আরিফ হক, রাকিব হোসাইন ঈভন ও নাঈমা আনজুম মুন।
শাকিব খান অভিনীত তাণ্ডব একইসঙ্গে মুক্তি পাবে দেশের দুই ওটিটি প্ল্যাটফর্ম হইচই ও চরকিতে। আজ প্ল্যাটফর্ম দুটি এ ঘোষণা দিয়েছে। ওটিটিতে তাণ্ডব মুক্তির নির্দিষ্ট তারিখ না জানালেও প্ল্যাটফর্ম দুটি নিশ্চিত করেছে, আগস্ট মাসে ওটিটিতে আসবে সিনেমাটি।
২ ঘণ্টা আগেবাবার কথা অক্ষরে অক্ষরে মেনে চলেন সালমান খান। তাঁর বাবা প্রখ্যাত চিত্রনাট্যকার ও প্রযোজক সেলিম খান। ক্যারিয়ারের শুরু থেকেই বাবার পরামর্শ মেনে কাজ করছেন বলিউড ভাইজান। তাঁর ব্যক্তিজীবনেও ছাপ ফেলেছে বাবার জীবনদর্শন। তবে সম্প্রতি বাবার মুখ থেকে একটি উপদেশ শুনে বেশ আফসোসই হলো সালমানের। ভক্তদের সঙ্গে সেটা
৩ ঘণ্টা আগেযুক্তরাজ্যের যে সিনেমা হলে এই ঘটনা ঘটেছে, সেখানে পবন কল্যাণ অভিনীত তেলুগু সিনেমা ‘হারি হারা ভেরা মাল্লু’র প্রদর্শনী চলছিল। হঠাৎ প্রদর্শনী থামিয়ে দেওয়া হয়। কেন সিনেমা হল নোংরা করা হচ্ছে—দর্শকদের এমন প্রশ্ন করেন হলের কর্মীরা।
৬ ঘণ্টা আগেওয়েব কনটেন্টের নিয়মিত দর্শক চিত্রাঙ্গদা সিং। এই বলিউড অভিনেত্রীর ওয়াচ লিস্টে রয়েছে সারা বিশ্বের সিনেমা-সিরিজ। বর্তমানে তিনি দেখছেন ‘ল্যান্ডম্যান’। চিত্রাঙ্গদার প্রিয় হয়ে উঠেছে সিরিজটি। অভিনেত্রী জানালেন তাঁর আরও দুই পছন্দের ওয়েব সিরিজের নাম।
৯ ঘণ্টা আগে