Ajker Patrika

রুনার ‘একটি না বলা গল্প’ আসছে ৬ জানুয়ারি

আপডেট : ১০ ডিসেম্বর ২০২২, ১৩: ৪৫
রুনার ‘একটি না বলা গল্প’ আসছে ৬ জানুয়ারি

মঞ্চ, টিভি নাটক, সিনেমা ও ওয়েবের জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। ‘ছিটকিনি’, ‘হালদা’, ‘গহীন বালুচর’, ‘সাপলুডু’র মতো সিনেমায় অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। এবার আসছে রুনা অভিনীত সরকারি অনুদানের নতুন সিনেমা ‘একটি না বলা গল্প’। আগামী ৬ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। আজ শনিবার সিনেমার একটি পোস্টার প্রকাশের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিশ্বজিৎ চৌধুরীর গল্পে ‘একটি না বলা গল্প’-এর চিত্রনাট্য ও পরিচালনায় ছিলেন পঙ্কজ পালিত। এ সিনেমায় রুনা খানকে আরিফা চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। সিনেমাটি নিয়ে আজকের পত্রিকাকে রুনা খান বলেন, ‘মুক্তিযুদ্ধ ও স্বৈরাচারবিরোধী আন্দোলনের পটভূমিতে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। আরিফা ও মমিনুলের না বলা গল্পকে কেন্দ্র করে তৈরি হয়েছে গল্প। সমান্তরালে দুটি সময়ের গল্প বলা হয়েছে, যার শুরু ’৭১-এর মুক্তিযুদ্ধ দিয়ে এবং শেষ ১৯৮৮ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনের মাধ্যমে। পঙ্কজদার নির্দেশনায় এটি আমার প্রথম কাজ। তাঁর সঙ্গে কাজের অভিজ্ঞতা অনেক ভালো। এর আগে আমার অভিনীত সাজেদুল আউয়ালের ‘ছিটকিনি’ সিনেমার চিত্রগ্রাহক হিসেবে পেয়েছিলাম তাঁকে।’

‘একটি না বলা গল্প’ সিনেমার গল্পের কেন্দ্রে আছে চট্টগ্রামের একটি পরিবার। এতে মমিনুল চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান। তিনি আছেন একজন মুক্তিযোদ্ধা ও রুনা খানের স্বামী চরিত্রে। রওনক হাসানের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে রুনা খান বলেন, ‘আমরা দুজন একই নাট্যদলের সদস্য, তাই আমাদের বোঝাপড়াটা অনেক ভালো। গুণী এই অভিনেতার অভিনয়ের ভক্ত আমি।’

‘একটি না বলা গল্প’ সিনেমার শুটিং শুরু হয়েছিল এ বছরের শুরুর দিকে। শুটিং হয়েছে চট্টগ্রাম, বান্দরবান, পুবাইল ও নবাবগঞ্জে। গত আগস্টে চট্টগ্রামে হয়েছিল এর উদ্বোধনী প্রদর্শনী। রওনক হাসান ও রুনা খান ছাড়াও এতে অভিনয় করেছেন নরেশ ভূঁইয়া, মোমেনা চৌধুরী, আহসানুল হক মিনু, আরিফ হক, রাকিব হোসাইন ঈভন ও নাঈমা আনজুম মুন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত