বিনোদন প্রতিবেদক
দেশে এখন প্রচুর ওয়েব সিরিজ বা ওয়েব কনটেন্ট তৈরি হচ্ছে। এই মাধ্যমে কাজ করার ইচ্ছে আছে?
মিশা: আমি প্রযুক্তিকে বিশ্বাস করি, আমি একজন আধুনিক মানুষ। ওটিটি প্ল্যাটফর্মকে সালমান খান মেনে নিয়েছেন, যাঁর পারিশ্রমিক দেড় শ কোটি টাকা। তিনি তাঁর সিনেমা ওটিটিতে রিলিজ দিয়েছেন। সব মিলিয়ে এই মাধ্যমকে গুরুত্ব দিতেই হবে।
বাংলাদেশে এর সম্ভাবনা কেমন দেখছেন?
মিশা: বাংলাদেশে আমাদের কোনো কিছু স্কুলিং করে হয় না, সব বিক্ষিপ্তভাবে হয়। যেমন ডিজিটাল মাধ্যমটি সিনেমায় আসার পর, সিনেমাটা খারাপ হয়ে গেল। এর অনেক কারণ, ডিজিটাল ফরম্যাটটা আমরা অ্যাডাপটেশন করিনি, আমাদের বাচ্চাদের শেখানো হয়নি, যাঁরা বানাবেন তাঁদের শেখানোর ব্যাপারে সরকারি বা বেসরকারিভাবে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। প্রযুক্তির কারণে দর্শকদের রুচি পরিবর্তন হয়ে গেছে। দর্শককে আমরা সম্মান করিনি, আমাদের কোনো গবেষণাগোষ্ঠী নেই। তাই যে প্রযুক্তিই আসুক, বিষয়টা নিয়ে আমাদের হোমওয়ার্ক করা উচিত।
ওয়েব কনটেন্টের কারণে কি সিনেমার বাজেট কমছে?
মিশা: দেশে ২০-৪০ লাখ টাকা বাজেটের সিনেমা তৈরি হচ্ছে, যা আসলে আমাদের অবনতির দিকেই ঠেলে দিচ্ছে। এই টাকায় ভালো গল্প দাঁড়ানো কঠিন। এটা সত্যি গল্পের কোনো বাজেট নির্দিষ্ট থাকা উচিত নয়। যত বাজেট কমবে তত, আমরা পিছিয়ে পড়ব।
প্রযুক্তির কারণে দর্শকদের রুচি পরিবর্তন হয়ে গেছে। দর্শককে আমরা সম্মান করিনি, আমাদের কোনো গবেষণাগোষ্ঠী নেই। তাই যে প্রযুক্তিই আসুক, বিষয়টা নিয়ে আমাদের হোমওয়ার্ক করা উচিত।
মিশা সওদাগর, খল–অভিনেতা
অনেকেই বলছেন আপনি নাকি যুক্তরাষ্ট্রে স্থায়ী হচ্ছেন, সিনেমা ছেড়ে দিচ্ছেন?
মিশা: আমি ফ্লাই করলেই ইউটিউব গরম। অনেকে বলেন আমি ধার্মিক হয়ে গেছি, সিনেমা ছেড়ে দিয়েছি। একবার তো শাবানা আপা লিংক পাঠিয়েছিলেন। তিনি তো অবাক, আমাকে বললেন, কী ব্যাপার মিশা? আমি পরে তাঁকে সব বুঝিয়ে বললাম। আমি কোনোদিনই বাইরে স্থায়ীভাবে থাকব না। আমেরিকার গ্রিন কার্ড আছে আমাদের কাছে। আমার ছেলে সেখানে লেখাপড়া করে। ছেলের সঙ্গে দেখা করতে যাই। এ ছাড়া গ্রিন কার্ডটাও মেইনটেইন করার ব্যাপার আছে। সে জন্য যেতে হয়।
বর্তমানে দেশে কী নিয়ে ব্যস্ত আছেন?
মিশা: এখন ব্যস্ত আছি ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমার শুটিংয়ে। এ ছাড়া চুক্তিবদ্ধ হয়েছি ‘রিভেঞ্জ’ নামের একটি সিনেমায়। সম্প্রতি ডাবিং শেষ করেছি ‘শান’ ও ‘আগুন’ সিনেমার। আরও কিছু সিনেমায় কাজের ব্যাপারে কথা চলছে।
দেশে এখন প্রচুর ওয়েব সিরিজ বা ওয়েব কনটেন্ট তৈরি হচ্ছে। এই মাধ্যমে কাজ করার ইচ্ছে আছে?
মিশা: আমি প্রযুক্তিকে বিশ্বাস করি, আমি একজন আধুনিক মানুষ। ওটিটি প্ল্যাটফর্মকে সালমান খান মেনে নিয়েছেন, যাঁর পারিশ্রমিক দেড় শ কোটি টাকা। তিনি তাঁর সিনেমা ওটিটিতে রিলিজ দিয়েছেন। সব মিলিয়ে এই মাধ্যমকে গুরুত্ব দিতেই হবে।
বাংলাদেশে এর সম্ভাবনা কেমন দেখছেন?
মিশা: বাংলাদেশে আমাদের কোনো কিছু স্কুলিং করে হয় না, সব বিক্ষিপ্তভাবে হয়। যেমন ডিজিটাল মাধ্যমটি সিনেমায় আসার পর, সিনেমাটা খারাপ হয়ে গেল। এর অনেক কারণ, ডিজিটাল ফরম্যাটটা আমরা অ্যাডাপটেশন করিনি, আমাদের বাচ্চাদের শেখানো হয়নি, যাঁরা বানাবেন তাঁদের শেখানোর ব্যাপারে সরকারি বা বেসরকারিভাবে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। প্রযুক্তির কারণে দর্শকদের রুচি পরিবর্তন হয়ে গেছে। দর্শককে আমরা সম্মান করিনি, আমাদের কোনো গবেষণাগোষ্ঠী নেই। তাই যে প্রযুক্তিই আসুক, বিষয়টা নিয়ে আমাদের হোমওয়ার্ক করা উচিত।
ওয়েব কনটেন্টের কারণে কি সিনেমার বাজেট কমছে?
মিশা: দেশে ২০-৪০ লাখ টাকা বাজেটের সিনেমা তৈরি হচ্ছে, যা আসলে আমাদের অবনতির দিকেই ঠেলে দিচ্ছে। এই টাকায় ভালো গল্প দাঁড়ানো কঠিন। এটা সত্যি গল্পের কোনো বাজেট নির্দিষ্ট থাকা উচিত নয়। যত বাজেট কমবে তত, আমরা পিছিয়ে পড়ব।
প্রযুক্তির কারণে দর্শকদের রুচি পরিবর্তন হয়ে গেছে। দর্শককে আমরা সম্মান করিনি, আমাদের কোনো গবেষণাগোষ্ঠী নেই। তাই যে প্রযুক্তিই আসুক, বিষয়টা নিয়ে আমাদের হোমওয়ার্ক করা উচিত।
মিশা সওদাগর, খল–অভিনেতা
অনেকেই বলছেন আপনি নাকি যুক্তরাষ্ট্রে স্থায়ী হচ্ছেন, সিনেমা ছেড়ে দিচ্ছেন?
মিশা: আমি ফ্লাই করলেই ইউটিউব গরম। অনেকে বলেন আমি ধার্মিক হয়ে গেছি, সিনেমা ছেড়ে দিয়েছি। একবার তো শাবানা আপা লিংক পাঠিয়েছিলেন। তিনি তো অবাক, আমাকে বললেন, কী ব্যাপার মিশা? আমি পরে তাঁকে সব বুঝিয়ে বললাম। আমি কোনোদিনই বাইরে স্থায়ীভাবে থাকব না। আমেরিকার গ্রিন কার্ড আছে আমাদের কাছে। আমার ছেলে সেখানে লেখাপড়া করে। ছেলের সঙ্গে দেখা করতে যাই। এ ছাড়া গ্রিন কার্ডটাও মেইনটেইন করার ব্যাপার আছে। সে জন্য যেতে হয়।
বর্তমানে দেশে কী নিয়ে ব্যস্ত আছেন?
মিশা: এখন ব্যস্ত আছি ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমার শুটিংয়ে। এ ছাড়া চুক্তিবদ্ধ হয়েছি ‘রিভেঞ্জ’ নামের একটি সিনেমায়। সম্প্রতি ডাবিং শেষ করেছি ‘শান’ ও ‘আগুন’ সিনেমার। আরও কিছু সিনেমায় কাজের ব্যাপারে কথা চলছে।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় স্তব্ধ গোটা দেশ। ২২ জুলাই এক দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হয়। এই ঘটনায় প্রভাব পড়েছে দেশের শোবিজ অঙ্গনেও। রাষ্ট্রীয় শোক পালনের দিন বন্ধ রাখা হয় সারা দেশের সব সিনেমা হল। এবার পিছিয়ে গেল নাটক ও সিনেমা মুক্তি।
১ ঘণ্টা আগেমনসুন রেভল্যুশনের স্পিরিটকে উপজীব্য করে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে নতুন নাট্য প্রযোজনা নির্মাণের অংশ হিসেবে মঞ্চে আসছে আরও এক নতুন নাটক। নাটকের নাম ‘মুখোমুখি’। নাটকটি মঞ্চে আনছে থিয়েটার ওয়েব নাট্যদল। মুখোমুখির ভাবনা, পরিকল্পনা ও নির্দেশনায় রয়েছেন
১ ঘণ্টা আগেভারতের অডিও প্রযোজনা প্রতিষ্ঠান টি-সিরিজ প্রকাশ করল বাংলাদেশের সংগীতশিল্পী জিসান খান শুভর নতুন গান। গতকাল টি-সিরিজ বাংলা ইউটিউব চ্যানেলে প্রকাশিত গানটির শিরোনাম ‘আজও বলতে পারিনি’। লিখেছেন ইশতিয়াক আহমেদ। সুর ও সংগীত করেছেন ভারতের ডাব্বু ঘোষাল। ভিডিও নির্মাণ করেছেন আদিত্য পাল। এতে মডেল হয়েছেন সূর্য সর
১ ঘণ্টা আগেমাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় শোকে কাতর পুরো দেশ। এমন মর্মান্তিক ঘটনায় ব্যথিত হয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা সিমলাও। আজ বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় মহাখালীর রাওয়া কনভেনশন হলে গণমাধ্যমের সামনে কান্নায় ভেঙে পড়েন এই অভিনেত্রী।
১০ ঘণ্টা আগে