টালিউডের বর্ষীয়ান অভিনেতা পরান বন্দ্যোপাধ্যায়। মুক্তির অপেক্ষায় আছে দেবের সঙ্গে তাঁর পরবর্তী সিনেমা ‘প্রধান’, টনিকের সাফল্যের পর দেব-পরাণের রসায়নের অপেক্ষায় ভক্তরা। সিনেমাটি মুক্তির আগে অভিনেতাকে দেখা যাবে ‘ঘরে ঘরে জি বাংলায়’ শিরোনামের একটি টেলিভিশন অনুষ্ঠানে। সেখানে তিনি সামনে আনবেন তাঁর জীবনের অজানা কিছু কথা।
অনুষ্ঠানটির টিজারে পরাণ বন্দ্যোপাধ্যায় তাঁর শৈশবের কথা জানিয়েছেন, নামের নেপথ্য কাহিনিও বলেছে। পরাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমার যখন পাঁচ মাস বয়স, তখন আমার মা মারা যান। আমার বাবা তখন আমাকে তাঁর এক পিসতুতো বোনের কাছে দিয়ে দেন। ব্যস, শেষ জীবন পর্যন্ত সে-ই আমার মা।’ এরপর তিনি তাঁর নামের গল্প জানিয়ে বলেন, ‘তিনি আমাকে বুকের ধন রে, ওরে আমার পরান বলে ডাকতেন। সেই থেকেই আমার নাম হয়ে গেল পরাণ।’
উল্লেখ্য, মুক্তির অপেক্ষায় আছে পরাণ বন্দ্যোপাধ্যায়ের ‘প্রধান’ সিনেমা। এটা দেবের সঙ্গে তাঁর দ্বিতীয় সিনেমা। সেখানে পরাণ বন্দ্যোপাধ্যায়কে একজন স্কুলশিক্ষকের চরিত্রে দেখা যাবে, তাঁর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন মমতা শংকর। অন্যদিকে দীপক প্রধান নামে পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে দেবকে। তাঁর বিপরীতে অভিনয় করেছেন সৌমিতৃষা কুণ্ড। এ ছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা মিলবে সোহম চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তীকে। আগামী ২২ ডিসেম্বর মুক্তি পাবে সিনেমাটি।
টালিউডের বর্ষীয়ান অভিনেতা পরান বন্দ্যোপাধ্যায়। মুক্তির অপেক্ষায় আছে দেবের সঙ্গে তাঁর পরবর্তী সিনেমা ‘প্রধান’, টনিকের সাফল্যের পর দেব-পরাণের রসায়নের অপেক্ষায় ভক্তরা। সিনেমাটি মুক্তির আগে অভিনেতাকে দেখা যাবে ‘ঘরে ঘরে জি বাংলায়’ শিরোনামের একটি টেলিভিশন অনুষ্ঠানে। সেখানে তিনি সামনে আনবেন তাঁর জীবনের অজানা কিছু কথা।
অনুষ্ঠানটির টিজারে পরাণ বন্দ্যোপাধ্যায় তাঁর শৈশবের কথা জানিয়েছেন, নামের নেপথ্য কাহিনিও বলেছে। পরাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমার যখন পাঁচ মাস বয়স, তখন আমার মা মারা যান। আমার বাবা তখন আমাকে তাঁর এক পিসতুতো বোনের কাছে দিয়ে দেন। ব্যস, শেষ জীবন পর্যন্ত সে-ই আমার মা।’ এরপর তিনি তাঁর নামের গল্প জানিয়ে বলেন, ‘তিনি আমাকে বুকের ধন রে, ওরে আমার পরান বলে ডাকতেন। সেই থেকেই আমার নাম হয়ে গেল পরাণ।’
উল্লেখ্য, মুক্তির অপেক্ষায় আছে পরাণ বন্দ্যোপাধ্যায়ের ‘প্রধান’ সিনেমা। এটা দেবের সঙ্গে তাঁর দ্বিতীয় সিনেমা। সেখানে পরাণ বন্দ্যোপাধ্যায়কে একজন স্কুলশিক্ষকের চরিত্রে দেখা যাবে, তাঁর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন মমতা শংকর। অন্যদিকে দীপক প্রধান নামে পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে দেবকে। তাঁর বিপরীতে অভিনয় করেছেন সৌমিতৃষা কুণ্ড। এ ছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা মিলবে সোহম চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তীকে। আগামী ২২ ডিসেম্বর মুক্তি পাবে সিনেমাটি।
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আজ বিকেল সাড়ে ৫টার দিকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে লালনসংগীতশিল্পী ফরিদা পারভীনকে। তাঁর রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে। সংক্রমণ বেড়ে গেছে। কিডনি জটিলতাও রয়েছে। সব মিলিয়ে তাঁর অবস্থা আশঙ্কাজনক।
৫ ঘণ্টা আগেক্রিকেট বাংলাদেশের মানুষের কাছে ভালোবাসার জায়গা। বাংলাদেশের খেলার দিন মন পড়ে থাকে খেলার মাঠে। একটা ছক্কায় গোটা দেশ উল্লাসে মেতে ওঠে, একটা উইকেটে কোটি মানুষ একসঙ্গে চিৎকার করে। বাংলাদেশ ক্রিকেটের এক গৌরবময় অধ্যায় ১৯৯৭ সালের আইসিসি ট্রফি জয়।
৬ ঘণ্টা আগেনাট্যদল জাগরণী থিয়েটারের ২১তম প্রযোজনা ‘কাদামাটি’। গত জুলাইয়ে মঞ্চে এসেছে নাটকটি। আগামীকাল ১১ সেপ্টেম্বর মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে দেখা যাবে এর তৃতীয় প্রদর্শনী।
৮ ঘণ্টা আগেঅনুমতি ছাড়া বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাইয়ের নাম-ছবি বেআইনিভাবে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন মাধ্যমে। এআই নির্মিত অশ্লীল-বিকৃত ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। শুধু তা-ই নয়, প্রযুক্তির সাহায্য নিয়ে তাঁর কণ্ঠস্বরেরও অপব্যবহার হচ্ছে। তাই ভারতীয় আইন মোতাবেক ‘ব্যক্তিত্বের অধিকার’ কার্যকর করার দাবি
১৮ ঘণ্টা আগে