Ajker Patrika

‘আলপিন’ ছবিতে একসঙ্গে মিলন, ববি ও সাঞ্জু

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ২১: ০২
‘আলপিন’ ছবিতে একসঙ্গে মিলন, ববি ও সাঞ্জু

আনিসুর রহমান মিলন, ববি হক ও সাঞ্জু জন—দেশের বিনোদনপাড়ার এই পরিচিত তিন মুখ একসঙ্গে হাজির হচ্ছেন এবার। তাঁরা অভিনয় করবেন ‘আলপিন’ নামে নতুন একটি ছবিতে। এটি পরিচালনা করবেন জনপ্রিয় নাট্যনির্মাতা আল হাজেন। চিত্রনাট্য লিখেছেন মিজানুর রহমান বেলাল।

আজ (১৭ জানুয়ারি) সন্ধ্যায় আরটিভির নিজস্ব কার্যালয়ে ওয়েব ফিল্মটিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন তাঁরা। ওই সময় উপস্থিত ছিলেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা ও বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের পরিচালক সৈয়দ আশিক রহমান, নির্মাতা আল হাজেনসহ ছবির তিন অভিনয়শিল্পী মিলন, ববি ও সাঞ্জু জন।

ওয়েব ফিল্ম আলপিন-এর পরিচালক আল হাজেন বলেন, ‘ভিন্ন রকমের একটি গল্প নিয়ে আমরা হাজির হতে যাচ্ছি। দর্শকের কথা মাথায় রেখেই ছবিটির গল্প সাজিয়েছি আমরা। আশা করি সবাই আমাদের জন্য ভালোবাসা রাখবেন।’

আনিসুর রহমান মিলন বলেন, ‘এ ছবিতে আমি অভিনয় করছি পুলিশের চরিত্রে। এর আগেও পুলিশের চরিত্রে অভিনয় করেছি তবে এই গল্পে কিছু ভিন্নতা আছে।’

চিত্রনায়িকা ববি বলেন, ‘বছরের শুরুতেই এমন একটি কাজের সঙ্গে যুক্ত হতে পেরে ভালো লাগছে। বেঙ্গল মাল্টিমিডিয়ার সঙ্গে এটাই আমার প্রথম কাজ। যে চরিত্রে অভিনয় করতে যাচ্ছি তাও প্রথম। এ ছবিতে আমি অভিনয় করছি সাংবাদিক চরিত্রে। মূলত অনুসন্ধানমূলক লেখালেখি করাই হচ্ছে আমার কাজ।’

নির্মাতা জানিয়েছেন, শিগগিরই ঢাকার বিভিন্ন মনোরম লোকেশনে ওয়েব ফিল্ম আলপিন-এর দৃশ্যধারণ শুরু হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত