বিদেশি নায়িকায় মজেছেন শাকিব খান। ১৫ নভেম্বর মুক্তি পাওয়া অনন্য মামুনের ‘দরদ’ সিনেমায় তাঁর নায়িকা বলিউডের সোনাল চৌহান। শুধু তাই নয়, নায়কের সবশেষ মুক্তি পাওয়া চার সিনেমাতেই দেখা গেছে দেশের বাইরের অভিনেত্রীদের। তাহলে কি বিদেশি নায়িকাতেই ভরসা পাচ্ছেন শাকিব?
সর্বশেষ ‘লিডার: আমিই বাংলাদেশ’-এ শাকিবের বিপরীতে ছিলেন শবনম বুবলী। দেশের নায়িকাদের সঙ্গে আবার কবে দেখা যাবে শাকিবকে? এমন প্রশ্ন অনেকেই করেন। এবার এ বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করলেন শাকিব খান। দেশের নায়িকাদের শিডিউল পাচ্ছেন না বলেই তাঁর বিপরীতে দেখা যাচ্ছে না—এমনটাই মন্তব্য শাকিবের।
শুক্রবার সন্ধ্যায় রিমার্ক-হারল্যানের আয়োজনে প্রতিষ্ঠানটির অ্যাম্বাসেডরদের নিয়ে দরদ সিনেমা উপভোগ করেন শাকিব খান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন পূজা চেরি, সেমন্তি সৌমি, প্রার্থনা ফারদিন দীঘি, অর্চিতা স্পর্শিয়া প্রমুখ।
সিনেমার প্রদর্শনী শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন শাকিব। সিনেমাটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করার পাশাপাশি ব্যবসা নিয়েও সন্তষ্টির কথা জানিয়েছেন। এ সময় প্রশ্ন আসে, শাকিবের বিপরীতে কেন উপেক্ষিত দেশের নায়িকারা? এমন প্রশ্ন আসতে পারে, সেটা হয়তো আগেই বুঝেছিলেন নায়ক। তাই তো হকচকিয়ে না গিয়ে উল্টো বল ঠেলে দিলেন নায়িকাদের কোর্টে।
শাকিব বলেন, ‘দেশি নায়িকাদের সঙ্গে আমিই সুযোগ পাচ্ছি না। যখনই দেশের নায়িকাদের শিডিউলের কথা বলছি, সে সময় তারা কোনো না কোনো কাজে ব্যস্ত থাকে। আমি বছরে দু-একটা সিনেমা করি। আমার কাজগুলোতে প্রচুর সময় লাগে। স্টার হিরোইন যাঁরা আছেন, তাঁরা তো বছরে অনেক সিনেমা করেন। অনেক ব্যস্ত থাকতে হয়। অনেক তারকার সঙ্গে কাজ করতে হয়।’
শাকিব আরও বলেন, ‘আমি উদগ্রীব হয়ে আছি দেশি নায়িকাদের সঙ্গে কাজ করতে। যত যাই হোক দেশের প্রতি, মানুষের প্রতি একটা আলাদা টান থাকে। যখন দেশি নায়িকাদের শিডিউল পাওয়া যাবে, তখন আবার তাদের সঙ্গে কাজ হবে। আশা করছি শিগগিরই তাদের শিডিউল পেয়ে যাব।’
শাকিব এখন ব্যস্ত মেহেদী হাসান হৃদয়ের ‘বরবাদ’ সিনেমা নিয়ে। মুম্বাইয়ে প্রথম লটের শুটিং শেষ করে গত সপ্তাহে দেশে ফিরেছেন। এতে তাঁর নায়িকা টালিউডের ইধিকা পাল। এর আগে ‘প্রিয়তমা’য় দেখা গেছে এই জুটিকে।
বিদেশি নায়িকায় মজেছেন শাকিব খান। ১৫ নভেম্বর মুক্তি পাওয়া অনন্য মামুনের ‘দরদ’ সিনেমায় তাঁর নায়িকা বলিউডের সোনাল চৌহান। শুধু তাই নয়, নায়কের সবশেষ মুক্তি পাওয়া চার সিনেমাতেই দেখা গেছে দেশের বাইরের অভিনেত্রীদের। তাহলে কি বিদেশি নায়িকাতেই ভরসা পাচ্ছেন শাকিব?
সর্বশেষ ‘লিডার: আমিই বাংলাদেশ’-এ শাকিবের বিপরীতে ছিলেন শবনম বুবলী। দেশের নায়িকাদের সঙ্গে আবার কবে দেখা যাবে শাকিবকে? এমন প্রশ্ন অনেকেই করেন। এবার এ বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করলেন শাকিব খান। দেশের নায়িকাদের শিডিউল পাচ্ছেন না বলেই তাঁর বিপরীতে দেখা যাচ্ছে না—এমনটাই মন্তব্য শাকিবের।
শুক্রবার সন্ধ্যায় রিমার্ক-হারল্যানের আয়োজনে প্রতিষ্ঠানটির অ্যাম্বাসেডরদের নিয়ে দরদ সিনেমা উপভোগ করেন শাকিব খান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন পূজা চেরি, সেমন্তি সৌমি, প্রার্থনা ফারদিন দীঘি, অর্চিতা স্পর্শিয়া প্রমুখ।
সিনেমার প্রদর্শনী শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন শাকিব। সিনেমাটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করার পাশাপাশি ব্যবসা নিয়েও সন্তষ্টির কথা জানিয়েছেন। এ সময় প্রশ্ন আসে, শাকিবের বিপরীতে কেন উপেক্ষিত দেশের নায়িকারা? এমন প্রশ্ন আসতে পারে, সেটা হয়তো আগেই বুঝেছিলেন নায়ক। তাই তো হকচকিয়ে না গিয়ে উল্টো বল ঠেলে দিলেন নায়িকাদের কোর্টে।
শাকিব বলেন, ‘দেশি নায়িকাদের সঙ্গে আমিই সুযোগ পাচ্ছি না। যখনই দেশের নায়িকাদের শিডিউলের কথা বলছি, সে সময় তারা কোনো না কোনো কাজে ব্যস্ত থাকে। আমি বছরে দু-একটা সিনেমা করি। আমার কাজগুলোতে প্রচুর সময় লাগে। স্টার হিরোইন যাঁরা আছেন, তাঁরা তো বছরে অনেক সিনেমা করেন। অনেক ব্যস্ত থাকতে হয়। অনেক তারকার সঙ্গে কাজ করতে হয়।’
শাকিব আরও বলেন, ‘আমি উদগ্রীব হয়ে আছি দেশি নায়িকাদের সঙ্গে কাজ করতে। যত যাই হোক দেশের প্রতি, মানুষের প্রতি একটা আলাদা টান থাকে। যখন দেশি নায়িকাদের শিডিউল পাওয়া যাবে, তখন আবার তাদের সঙ্গে কাজ হবে। আশা করছি শিগগিরই তাদের শিডিউল পেয়ে যাব।’
শাকিব এখন ব্যস্ত মেহেদী হাসান হৃদয়ের ‘বরবাদ’ সিনেমা নিয়ে। মুম্বাইয়ে প্রথম লটের শুটিং শেষ করে গত সপ্তাহে দেশে ফিরেছেন। এতে তাঁর নায়িকা টালিউডের ইধিকা পাল। এর আগে ‘প্রিয়তমা’য় দেখা গেছে এই জুটিকে।
উত্তরা সেক্টর-৪ এলাকায় নাটক ও চলচ্চিত্রের শুটিং কার্যক্রমে জারি করা নিষেধাজ্ঞা শিগগির শর্ত সাপেক্ষে প্রত্যাহার করা হতে পারে। উত্তরা কল্যাণ সমিতির পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
৪ ঘণ্টা আগেএকজন গর্ভবতী নারীর দীর্ঘপথ পাড়ি দিয়ে বেঁচে থাকার সংগ্রাম, সাতটি দেশের অভিবাসন-পথ পেরিয়ে বেঁচে থাকার গল্প- এটি কোনো কাল্পনিক থ্রিলার নয়, বরং বাস্তবতার ওপর নির্মিত এক সিনেম্যাটিক দলিল। বাংলাদেশি নির্মাতা আজিজুল হাসান সূর্য পরিচালিত আসন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র ‘ফিল্ডস অব ফ্রিডম’ এমন এক গল্প নিয়ে এগিয়ে
৪ ঘণ্টা আগেঅভিনয়শিল্পীদের নাম দেখে অনেকে হয়তো পরিবার নিয়ে সিরিজটি দেখার কথা ভাববেন। তবে তেমনটা না ভাবাই উত্তম। কারণ, পরিবার নিয়ে দেখতে বসলে আপনাকে পড়তে হবে বিব্রতকর পরিস্থিতিতে। আইস্ক্রিনে মুক্তি পাওয়া ‘পাপ কাহিনী’ ওয়েব সিরিজটি যেন আবার ফিরিয়ে নিয়ে গেল অশ্লীলতার অন্ধকার সময়ে।
৬ ঘণ্টা আগেএ নাটকের কেন্দ্রীয় চরিত্র শুভঙ্কর। সে এই ভোগবাদী সমাজের স্বপ্ন ও বাস্তবতার বিস্তর ফারাক নিয়ে বড় হয়ে ওঠা এক নতজানু নাগরিক। তবে সময়ের প্রয়োজন ঠিকই সে নামে রাজপথে।
৬ ঘণ্টা আগে